কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে সেরা অভিনেতা বিভাগে পুরস্কার জিতলেন আমেরিকান তারকা জেসি প্লেমন্স। গ্রিসের ইয়োর্গোস লানতিমোস পরিচালিত ‘কাইন্ডস অব কাইন্ডনেস’ চলচ্চিত্রের সুবাদে এই স্বীকৃতি পেলেন তিনি। তার জন্য পুরস্কার তুলে দেন ফরাসি অভিনেত্রী-পরিচালক মেলানি লরোঁ।
শনিবার (২৫ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শুরু হওয়া উৎসবের সমাপনী আয়োজনে সেরা অভিনেতার নাম ঘোষণা করেন বিচারক ফরাসি অভিনেতা ওমর সি। পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে চলছে এই আয়োজন।