X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

কাজী নজরুলের বায়োপিক, কে থাকছেন কবির ভূমিকায়

বিনোদন ডেস্ক
১৪ মে ২০২৪, ১২:৫৮আপডেট : ১৪ মে ২০২৪, ১২:৫৮

মূলত তিনি কবি। অথচ তার মতো উত্থান-পতন আর বৈচিত্র্যে ভরা জীবন ক’জনেরই বা ছিল! জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত কাজী নজরুল ইসলামের জীবনে যত বাঁক-বদল ছিল, তা কোনও সুলিখিত চিত্রনাট্যের চেয়ে ঢের সমৃদ্ধ। আর সেই জীবনই এবার উঠে আসছে সিনেমার পর্দায়।

নির্মিত হচ্ছে কাজী নজরুল ইসলামের বায়োপিক। আপাতত কবির নামেই ছবিটির নাম রাখা হয়েছে। নির্মাণ করছেন আব্দুল আলিম। এই ছবির মাধ্যমে টলিউডে নির্মাতার অভিষেক হতে যাচ্ছে। খবর আনন্দবাজারের।

ছবিটির খবরে সবচেয়ে বড় কৌতূহল, কাজী নজরুল ইসলামের ভূমিকায় কে অভিনয় করবেন? উত্তর হলো, অভিনেতা কিঞ্জল নন্দ। যিনি ইতোপূর্বে কলকাতার বেশ কিছু প্রশংসিত সিনেমা-সিরিজে অভিনয় করেছেন।

কাজী নজরুল ও কিঞ্জল ছবিটি নিয়ে কিঞ্জল বলেছেন, ‘এই প্রথম নজরুলের জীবন নিয়ে বায়োপিক হচ্ছে। নজরুলের গোটা জীবনকেই তুলে ধরা হবে ছবিটিতে। আমি সত্যিই উচ্ছ্বসিত এই সুযোগ পেয়ে। প্রথমে ছবির চিত্রনাট্য পড়ে দেখি আমি। চরিত্রটাই খুব চ্যালেঞ্জিং। যার নাম শুনে বড় হয়েছি, তাকে নিয়ে এমন একটা ছবি হচ্ছে, যার কেন্দ্রীয় চরিত্রে আমি, ভাবতেই কেমন লাগছে! এটুকু বলতে পারি, আমরা নজরুল সম্পর্কে যেটুকু জানি, তার থেকে অনেক বেশি কিছু আছে এই ছবিতে।’

কিঞ্জল জানান, নজরুলের শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত এই ছবিতে তুলে ধরা হবে। নজরুলের চেহারার সঙ্গে তার পার্থক্য রয়েছে, সেটা ঘোচাতে প্রস্থেটিকের সহযোগিতা নেবেন তারা।

অনেক ঐতিহাসিক ব্যক্তিকেও দেখানো হবে ছবিতে। এর মধ্যে অন্যতম রবীন্দ্রনাথ ঠাকুর। তার ভূমিকায় কে থাকবেন, সেটা এখনও চূড়ান্ত নয়। তবে রঞ্জিত মল্লিক কিংবা চিরঞ্জিত চক্রবর্তীকে ভাবা হচ্ছে বলে জানা গেছে।

ছবিটিতে খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চনা মৈত্রসহ বাংলাদেশের কয়েকজন শিল্পীকেও অভিনয় করতে দেখা যাবে। ছবিটি প্রযোজনা করছে জেবি প্রোডাকশন। আগামী শীতে শুরু হবে এর শুটিং।

/কেআই/
সম্পর্কিত
কাজী নজরুল ইসলামকে অবশেষে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি
কাজী নজরুল ইসলামকে অবশেষে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি
কবে শুরু হবে ‘বিদ্রোহী চত্বর’ নির্মাণ
কবে শুরু হবে ‘বিদ্রোহী চত্বর’ নির্মাণ
কাজী নজরুলকে জাতীয় কবি ঘোষণার গেজেট অনুমোদন
কাজী নজরুলকে জাতীয় কবি ঘোষণার গেজেট অনুমোদন
নজরুলের সৃষ্টি নাগরিক সম্পর্ক উন্নয়নে অনন্য মাধ্যম: ভারতীয় হাইকমিশনার
নজরুলের সৃষ্টি নাগরিক সম্পর্ক উন্নয়নে অনন্য মাধ্যম: ভারতীয় হাইকমিশনার
বিনোদন বিভাগের সর্বশেষ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী