পথচলার ১০ বছর পূর্ণ করেছে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন। আজ সোমবার (১৩ মে) ১১ বছরে পা রাখলো পাঠকের ভরসা হয়ে ওঠা গণমাধ্যমটি। ২০১৪ সালের এই দিনে শুরু হয়েছিল বাংলা ট্রিবিউনের যাত্রা। ‘সঠিক সময়ে সঠিক খবর’ স্লোগানে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করে আসছে প্রতিষ্ঠানটি। এক দশকের এই পথচলায় শোবিজ অঙ্গনের খবর দায়বদ্ধতা নিয়ে প্রকাশ করে এসেছে বাংলা ট্রিবিউন। তাই বর্ষপূর্তিতে গণমাধ্যমটিকে শুভেচ্ছা-ভালোবাসা জানিয়েছেন অনেক শোবিজ তারকা। এখানে রইলো অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিমের বার্তা...
বাংলা ট্রিবিউন দশ বছর অতিক্রম করলো। এর মধ্যেই পাঠকের আস্থা অর্জন করেছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। বিনোদন বিভাগও যথেষ্ট পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে। শিল্পীদের সঙ্গে বাংলা ট্রিবিউনের সম্পর্ক অনেক গাঢ়।
এগারো বছরে পদার্পণে বাংলা ট্রিবিউনকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।
আহসান হাবিব নাসিমের শুভেচ্ছা: