X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

শোক সামলে নতুন অবতারে ফিরলেন পূজা!

বিনোদন রিপোর্ট
০১ এপ্রিল ২০২৪, ১৪:৪৩আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১৫:১৭

রূপালি জগতে পূজা চেরী মাথা উঁচু করে সবে দাঁড়ালেন। নতুন প্রজন্মের নায়িকা হিসেবে সাফল্যের সিঁড়িতেও রেখেছেন পা। এর মধ্যেই হারালেন মাকে। গত ২৪ মার্চ তার মা ঝর্ণা রায় মারা গেছেন। যিনি পূজার ক্যারিয়ারের শুরু থেকেই ছায়াসঙ্গী হিসেবে ছিলেন।

মাকে হারিয়ে প্রায় দিশাহীন হয়ে পড়েছেন পূজা। তবে কাছের মানুষদের সান্ত্বনায় নিজেকে কিছুটা সামলে নিয়েছেন। আর তাই শোকার্ত মনকে বেঁধেই নেমেছেন কাজে। পর্দায় ফিরেছেন নতুন অবতারে, গ্ল্যামারাস রূপে।

রবিবার (৩১ মার্চ) সন্ধ্যায় প্রকাশ্যে এসেছে ‘লিপস্টিক’ সিনেমার আইটেম গান। যেখানে পারফর্ম করেছেন নায়িকা পূজা নিজেই। আলো ঝলমলে সেটে নৃত্যশিল্পীদের সঙ্গে কোমর দুলিয়েছেন তিনি। ফুটিয়ে তুলেছেন রূপের আবেদন। গানটির শিরোনাম ‘বেসামাল’। গেয়েছেন স্নেহা ভট্টাচার্য। কবির বকুলের কথায় এর সুর-সংগীত করেছেন শওকত আলী ইমন।

গানটি শেয়ার দিয়ে পূজা তার মায়ের উদ্দেশে বলেছেন, ‘মা, তোমার আশীর্বাদ নিয়ে আমি আবার কাজে ফিরে গেলাম। পাশে থেকো মা।’

শোককে শক্তিতে রূপান্তর করে পূজার এই ফিরে আসায় উচ্ছ্বসিত তার শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা। তাই গানটিতে তার পারফর্মেন্স দেখে ভূয়সী প্রশংসা করছেন তারা।

আদর ও পূজা গ্রামের এক তরুণীর নায়িকা হওয়ার স্বপ্ন ও সেই জার্নির গল্পে ‘লিপস্টিক’ ছবিটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এটিও আসন্ন ঈদুল ফিতরে মুক্তির মিছিলে যোগ দিয়েছে। এই নিয়ে এক ঈদে ১৩টি ছবি মুক্তির ঘোষণা দিলো। তবে শেষ পর্যন্ত কয়টি ছবি প্রেক্ষাগৃহে উঠতে পারে, তা প্রশ্নসাপেক্ষ।

এই ছবিতে পূজা চেরীর সঙ্গে আছেন নায়ক আদর আজাদ। এছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, বড়দা মিঠু, এরফান মৃধা শিবলু প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে ক্লিওপেট্রা ফিল্মস।

বেসামাল:

 

/কেআই/এমএম/
সম্পর্কিত
দীঘি আউট পূজা ইন!
দীঘি আউট পূজা ইন!
আদর-দীঘিকে নিয়ে রক্তাক্ত এক ‘টগর’
আদর-দীঘিকে নিয়ে রক্তাক্ত এক ‘টগর’
পাবনা গেলেন পূজা!
পাবনা গেলেন পূজা!
যে কারণে নয়াবাজারে ইমন-পূজা
যে কারণে নয়াবাজারে ইমন-পূজা
বিনোদন বিভাগের সর্বশেষ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী