X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

কেউ ‘রাজকুমার’ হলে আমি তো রাজা হবো: জায়েদ খান

বিনোদন রিপোর্ট
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১৩আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৮

ঢালিউডের ঈদ মানে শাকিব খানের সিনেমা—এমন একটি ধারণা প্রচলিত ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে সেই দৃশ্যপটে পরিবর্তন আসছে ক্রমশ। শাকিবের ছবির সঙ্গে ঈদের বাজারে নামছে অন্য নায়কের ছবিও। পাল্লা দিয়ে ব্যবসাও করছে কিছু সিনেমা।

আসন্ন রোজার ঈদেও বড় আয়োজনের ছবি নিয়ে মাঠে থাকছেন শাকিব। ‘রাজকুমার’ নামের সেই ছবির নির্মাতা হিমেল আশরাফ। যিনি গত বছর ‘প্রিয়তমা’ বানিয়ে অবিশ্বাস্য সাড়া পেয়েছেন। এটি ছাড়াও ঈদে মুক্তির জন্য আরও কয়েকটি ছবির ঘোষণা এসেছে। এর মধ্যে রয়েছে ‘ওমর’, ‘পটু’, ‘দেয়ালের দেশ’, ‘মেঘনা কন্যা’ ইত্যাদি।

এবার ঈদ বহরে যুক্ত হলো আরেকটি ছবি, ‘সোনার চর’। জাহিদ হোসেন পরিচালিত এই ছবির নায়ক জায়েদ খান। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ছবিটির পোস্টার ও ট্রেলার উন্মোচন করা হয়েছে। সেই সঙ্গে এসেছে মুক্তির ঘোষণা। তবে ঘোষণাটি যেন অনড় থাকে, সেজন্য প্রযোজকের প্রতি আহ্বান জানিয়েছেন জায়েদ।

কথা প্রসঙ্গে এই নায়কের কাছে জানতে চাওয়া হয়, শাকিবের সঙ্গে টক্কর দিতে আসছেন তাহলে? বিপরীতে জায়েদ খানের জবাব, “কেউ ‘রাজকুমার’ হলে আমি তো রাজা হবো, নাকি? সেটা বড় কথা না; ফাইট বা টক্কর দেওয়ার বিষয় না। একটা ঈদে একসময় ১৬-১৭টি ছবি মুক্তি পেতো না? এখন না হয় হলের কারণে কমে গেছে। সিনেমা যার যার মতো আসবে, তিনি (শাকিব) হয়তো আমার সিনিয়র দেখে কয়টা হল বেশি পাবেন। কিন্তু দর্শক দিনশেষে কোনটা গ্রহণ করবে, সেটা দর্শকের ব্যাপার। কারও সঙ্গে ফাইট করার জন্য আমরা ছবিটি রেডি করিনি, আমরা এরকম চিন্তাও করিনি।”

শুটিংয়ে সহশিল্পীদের সঙ্গে জায়েদ খান জায়েদ খান জানান, তার প্রথম সিনেমা ‘ভালোবাসা ভালোবাসা’ ঈদে মুক্তি পেয়েছিল। দীর্ঘদিন পর ফের ঈদে পর্দায় আসতে পারছেন, এই ভেবে তিনি উচ্ছ্বসিত। 

ছবিটি নিয়ে তার মন্তব্য এরকম, “আমি বিশ্বাস করি ‘সোনার চর’ দেখে কেউ হতাশ হবেন না। যে কষ্ট করেছি ছবিটির জন্য, তাতে নিন্দুকেরা চুপ হয়ে যাবে। নির্মাতা যত্ন করে, সুন্দর করে আমাকে দিয়ে অভিনয় করিয়েছেন। তিনি আমার কাজে সন্তুষ্ট। বাকিটা আমাদের ভাগ্য, আল্লাহর রহমত আর আপনাদের (সাংবাদিক) প্রচারণা। যত ভালো কিছুই করি, আপনারা পৌঁছে না দিলে, আল্লাহর রহমত না থাকলে সেই ছবি সফল হওয়া কঠিন।”

উল্লেখ্য, ‘সোনার চর’ ছবিতে জায়েদ খানের বিপরীতে আছেন স্নিগ্ধা। এছাড়াও অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে এক্সেল ফিল্মস। 

ট্রেলার 

 

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
‘বরবাদ’ দিয়ে এসকে ফিল্মস-এর আন্তর্জাতিক যাত্রা
‘বরবাদ’ দিয়ে এসকে ফিল্মস-এর আন্তর্জাতিক যাত্রা
অবশেষে অবসান...
অবশেষে অবসান...
চটেছেন ‘বরবাদ’-এর ভারতীয় সিনেমাটোগ্রাফার
চটেছেন ‘বরবাদ’-এর ভারতীয় সিনেমাটোগ্রাফার
সিনেপ্লেক্স থেকে নামানো হলো শাকিব খানের সিনেমা
সিনেপ্লেক্স থেকে নামানো হলো শাকিব খানের সিনেমা
বিনোদন বিভাগের সর্বশেষ
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী
এবার যুক্তরাষ্ট্রে ‘দাগি’
এবার যুক্তরাষ্ট্রে ‘দাগি’
শিল্পীদের পক্ষ থেকে সরকারের প্রতি ১০ প্রস্তাবনা
শিল্পীদের পক্ষ থেকে সরকারের প্রতি ১০ প্রস্তাবনা
‘জংলি’র হল বেড়ে তিনগুণ!
‘জংলি’র হল বেড়ে তিনগুণ!