X
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

নতুন অতিথির অপেক্ষায় দীপিকা-রণবীর

বিনোদন ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২১আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২১

পাক্কা সাড়ে পাঁচ বছর আগে বিয়ে করেছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। এরপর সংসার চালিয়ে গেলেও তাদের মূল নজর ছিল সিনেমায়। তবে এবার ঘরে একটু স্থির হতে চান। বাড়াতে চান পরিবারের সদস্য। হ্যাঁ, সন্তান নিচ্ছেন রণবীর-দীপিকা।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে এক বার্তার মাধ্যমে খবরটি দিয়েছেন দীপিকা। যদিও কিছু বলেননি, তবে একটি নকশা করা ছবির মাধ্যমেই সব বুঝিয়ে দিয়েছেন। যেখানে বাচ্চাদের জুতা, জামা, খেলনা ইত্যাদির ছবি রয়েছে। সঙ্গে লেখা, ‘সেপ্টেম্বর, ২০২৪’। অর্থাৎ আসন্ন সেপ্টেম্বরেই তাদের ঘরে আসবে নতুন সদস্য।

বলা বাহুল্য, রণবীর-দীপিকার এই খবরে ভক্তরা তো বটেই, উচ্ছ্বসিত গোটা বলিউড। অভিনেত্রীর পোস্টের নিচে তাকালেই সেটার প্রমাণ পাওয়া যায়। যেমন নন্দিত গায়িকা শ্রেয়া ঘোষাল বলেছেন, ‘ও মাই গড! খুবই উচ্ছ্বসিত আর আনন্দিত তোমাদের জন্য। অনেক শুভেচ্ছা’; ‘টুয়েলভথ ফেইল’ তারকা বিক্রান্ত ম্যাসি লিখেছেন, ‘অনেক অনেক শুভকামনা আপনাদের দুজনের জন্য’। এছাড়া আলিয়া ভাট থেকে শুরু করে ম্রুনাল ঠাকুর, সোনাক্ষী সিনহা, কৃতি স্যানন, অঙ্গদ বেদি, সোনালি বেন্দ্রেসহ আরও অনেকেই হবু বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন।

নতুন অতিথির অপেক্ষায় দীপিকা-রণবীর কিছু দিন আগে ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড তথা বাফটার ৭৭তম আসরে অংশ নিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। সেখানে তাকে দেখেই গুঞ্জন ওঠে, তিনি মা হতে চলেছেন। এর আগেও অবশ্য তার মাতৃত্ব নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। তবে সেগুলো সত্যি হয়নি। এবার আর ভিত্তিহীন গুজব নয়, সত্যিকার অর্থেই মাতৃত্ব গ্রহণ করছেন ‘পিকু’ তারকা।

উল্লেখ্য, ২০১৩ সালে সঞ্জয়লীলা বানসালির সিনেমা ‘রাম লীলা’র শুটিং করতে গিয়ে সাক্ষাৎ হয় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের। এরপর তারা সম্পর্কে জড়ান। কয়েক বছর প্রেমের পর ২০১৮ সালের নভেম্বরে বিয়ে করেন। 

সূত্র: ইন্ডিয়া টুডে

/কেআই/এমএম/
সম্পর্কিত
সন্তান জন্মের পর সীমানা পেরিয়ে...
সন্তান জন্মের পর সীমানা পেরিয়ে...
আসবে কি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র সিক্যুয়েল
আসবে কি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র সিক্যুয়েল
মেয়ের জন্য ফিরতে দেরি!
মেয়ের জন্য ফিরতে দেরি!
মা হিসেবে ঐশ্বরিয়ার পথে হাঁটছেন দীপিকা
মা হিসেবে ঐশ্বরিয়ার পথে হাঁটছেন দীপিকা
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ ৫/১০: জন্ম না দিয়েও আদর্শ বাবা হতে পারার ছবি
‘জংলি’ ৫/১০: জন্ম না দিয়েও আদর্শ বাবা হতে পারার ছবি
এবারের কান উৎসবে স্থান পেল যে ছবিগুলো
এবারের কান উৎসবে স্থান পেল যে ছবিগুলো
‘বরবাদ’ দিয়ে এসকে ফিল্মস-এর আন্তর্জাতিক যাত্রা
‘বরবাদ’ দিয়ে এসকে ফিল্মস-এর আন্তর্জাতিক যাত্রা
কোটি-ক্লাবে ঈদের যে দুই গান
কোটি-ক্লাবে ঈদের যে দুই গান
এক কাপড়ে ঢাকায় আসতে হলো শাবনূরকে!
এক কাপড়ে ঢাকায় আসতে হলো শাবনূরকে!