X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

জন্মদিনে নতুন সিনেমায় সজল

বিনোদন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০২আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১২

ঢাকাই শোবিজের সুদর্শন তারকা আব্দুন নূর সজল। দীর্ঘ দিন ধরে লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে নিজেকে টিকিয়ে রেখেছেন। এখন পুরোদমে কাজ করছেন সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ছিল তার জন্মদিন। আর এই বিশেষ দিনেই তিনি নতুন সিনেমার খবর দিলেন।

যেটার নাম ‘জীবনের খেলা’। এটি পরিচালনা করছেন ওয়ালিদ আহমেদ। প্রযোজনায় সাদামাটা। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় মহরতের মাধ্যমে ছবিটির ঘোষণা দেওয়া হয়েছে। রোমান্টিক ও অ্যাকশন ধাঁচের এই ছবিতে সজলের নায়িকা সিন্ডি রোলিং। এটি তাদের প্রথম যৌথ কাজ।

ছবিটি নিয়ে সজল বললেন, ‘সিনেমায় আমি এমন সব চরিত্রে কাজ করতে চেয়েছি, যেটা আগে করিনি বা করাটা আমার জন্য কঠিন এবং পরিশ্রমের। তাতে হয় নতুন কিছু তৈরি হবে অথবা আমি আরও শিখবো। ভালো কাজের জন্য টিমের মধ্যে যে বন্ধন, বন্ধুত্ব ও বোঝাপড়া দরকার, সেটা পরিচালক ওয়ালিদ আহমেদের সঙ্গে আমার আছে। আশা করছি এই ছবিতে দর্শক আমাকে নতুন ভাবে পাবেন।’

পরিচালক ওয়ালিদ আহমেদের দ্বিতীয় সিনেমা ‘জীবনের খেলা’। এর আগে তার প্রথম ছবি ‘মেঘের কপাট’ মুক্তি পায় গেলো বছরের নভেম্বরে। নতুন ছবি নিয়ে তার ভাষ্য, ‘ভার্সেটাইল হিরো সজল এই সময়ে সবচেয়ে এক্সপেরিমেন্টাল আর্টিস্টদের একজন। একেক চলচ্চিত্রে তিনি একেক রূপে হাজির হচ্ছেন আর দর্শকের মন জয় করে নিচ্ছেন। তার সাথে অ্যাকশন করার জন্য সিন্ডি রোলিংয়ের বিকল্প নেই। সিন্ডি আগেই তার সক্ষমতা দেখিয়েছেন। গান, গল্প আর অ্যাকশন মিলিয়ে দর্শকরা চলচ্চিত্রটি উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।’

নায়ক-নায়িকার মাঝে নির্মাতা অন্যদিকে নায়িকা সিন্ডি রোলিং তার ভাবনা জানালেন এভাবে, ‘সিনেমায় বিভিন্ন রূপে-চরিত্রে হাজির হয়েছি। এবার আরও বড় পরিসরে আসছি। সজলের সঙ্গে স্ক্রিন শেয়ার করাটা আমার জন্য আনন্দের। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমি ভাগ্যবান যে, এমন একটা প্রজেক্টে পরিচালক আমাকে যুক্ত করেছেন।’

নির্মাতা জানান, এই ছবির বিভিন্ন গানে কন্ঠ দিয়েছেন হৃদয় খান, ইমরান, কনা, মেহবুবা কামাল, ঐশী এবং জেফরি ইকবাল। সংগীত পরিচালনায় হৃদয় খান, সজীব দাস ও নাভেদ পারভেজ।  চলতি বছরের শেষ নাগাদ ছবিটি মুক্তি পেতে পারে।

/কেআই/
সম্পর্কিত
৩ এপ্রিল চয়নিকার ৩ নাটক!
৩ এপ্রিল চয়নিকার ৩ নাটক!
প্রশংসায় ভাসছে ‘জ্বীন-কন্যা’!
প্রশংসায় ভাসছে ‘জ্বীন-কন্যা’!
সজল-সারিকা দম্পতির ‌‘পাঁচফোড়ন’!
সজল-সারিকা দম্পতির ‌‘পাঁচফোড়ন’!
সজলের শুভেচ্ছা ও প্রত্যাশা...
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিসজলের শুভেচ্ছা ও প্রত্যাশা...
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
জসিম আহমেদের উদ্যোগে বাংলায় কোরিয়ান সুপারহিট সিরিজ
জসিম আহমেদের উদ্যোগে বাংলায় কোরিয়ান সুপারহিট সিরিজ
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
ইতিহাস সৃষ্টির পথে শাহরুখ!
ইতিহাস সৃষ্টির পথে শাহরুখ!
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়