X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

বুবলীর সঙ্গে ঈদ, অপুকে নিয়ে ভালোবাসার উৎসবে নিরব

বিনোদন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪২আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৩

চিত্রনায়ক নিরবকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ‘ক্যাসিনো’ সিনেমায়। যেটা মুক্তি পেয়েছিল গেলো বছরের ঈদুল আজহায়। সৈকত নাসির নির্মিত এই ছবিতে তার নায়িকা শবনম বুবলী। এবার অপু বিশ্বাসের সঙ্গে পর্দায় হাজির হচ্ছেন এই নায়ক। বন্ধন বিশ্বাস নির্মিত ‘ছায়াবৃক্ষ’ নামের ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৬ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস কিংবা বসন্ত উপলক্ষে।

মুক্তি সামনে রেখে প্রচারণায় নেমেছেন ‘ছায়াবৃক্ষ’র সংশ্লিষ্টরা। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) একটি সংবাদ সম্মেলনে অংশ নেন তারা। সেখানে নিরব জানান, মডেলিং থেকে সিনেমায় আসার পর প্রথম যে দিন ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন, সেটা ছিল অপু বিশ্বাসের সঙ্গে। নিরব বলেন, “আমার জীবনের প্রথম ছবি শাহীন সুমন পরিচালিত ‘মন যেখানে হৃদয় সেখানে’। মডেলিং থেকে সিনেমায় এসে প্রথম যে দিন শুটিং করেছিলাম, আমার মনে আছে, জায়গাটা ছিল ওয়ান্ডারল্যান্ডে এবং আমি অনেক বেশি নার্ভাস ছিলাম। কারণ প্রথম শট ছিল গানের, সেটাও আবার অপু বিশ্বাসের সঙ্গে! তার মতো সুপারস্টার নায়িকা, ওই সময়ে তার সঙ্গে কাজ করাটা আমার জন্য অনেক টেনশনের ব্যাপার ছিল।”

কথার ফাঁকে শাকিব খানকেও স্মরণ করেন নিরব। সেটা এভাবে, ‘প্রথম ছবি করতে যিনি আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছিলেন, তিনি শাকিব খান। ওই দিন (অপুর সঙ্গে) শুটিংয়ে শাকিব ভাইয়ের সঙ্গে প্রথমবার দেখা, আর এরপর তার সঙ্গে দীর্ঘ ৬-৭ ঘণ্টার একটা আড্ডা হয়েছিল। সে দিন থেকে তার আরও বেশি ভক্ত হয়ে গিয়েছিলাম।’

‘ছায়াবৃক্ষ’র দৃশ্যে নিরব ও অপু বিশ্বাস দীর্ঘ ১৫ বছর পর ফের অপুর সঙ্গে কাজ করলেন নিরব। তাই ছবিটিকে বিশেষ মনে করছেন নায়ক। বললেন, ‘নির্মাতা বন্ধন বিশ্বাস যখন এই ছবিটির কথা বলে, তখন অপু বিশ্বাসের নাম শুনে মনে হয়েছিল, এটা বিশেষ কিছু হতে পারে। অনুদানের যে ছবিগুলো হয়, তার মধ্যে এটা দারুণ হয়েছে। আমাদের পুরো ছবির শুটিং হয়েছে আউটডোরে। অনেক কষ্টের সেই ছবি অবশেষে মুক্তি পাচ্ছে।’

‘ছায়াবৃক্ষ’ নিয়ে অপু বিশ্বাসের মন্তব্য এরকম, ‘আমি তো রোমান্টিক নায়িকা। সব সময় বাণিজ্যিক ছবি করেছি। এটা এমন একটি ছবি, যেটার জন্য আমাকে গায়ের রঙ কালো করতে হয়েছে, চরিত্রের সঙ্গে মানিয়ে নিজেকে প্রস্তুত করতে হয়েছে। আর আমার ও নিরবের রসায়ন কেমন হয়েছে, সেটা বিচারের দায়িত্ব দর্শকের ওপর ছেড়ে দিলাম।’  

‘ছায়াবৃক্ষ’র অভিনয়শিল্পীরা উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল ‘ছায়াবৃক্ষ’। এতে নিরব-অপু ছাড়াও অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, এলিনা শাম্মী, কাজী নওশাবা আহমেদ, ডন, বড়দা মিঠু, আজম খান প্রমুখ। এটি প্রযোজনা করেছে অনুপম কথাচিত্র। সংবাদ সম্মেলনে ছবির নির্মাতা-শিল্পীরা

/কেআই/
সম্পর্কিত
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’
‘জংলি’ দেখে যা বললেন ‘প্রিয়তমা’ নির্মাতা
‘জংলি’ দেখে যা বললেন ‘প্রিয়তমা’ নির্মাতা
শো বাড়ায় ‘জংলি’ টিমের স্বস্তি
শো বাড়ায় ‘জংলি’ টিমের স্বস্তি
বিনোদন বিভাগের সর্বশেষ
আজীবন সম্মাননা পেলেন ‘দ্য গডফাদার’ নির্মাতা
আজীবন সম্মাননা পেলেন ‘দ্য গডফাদার’ নির্মাতা
অপেক্ষা ঘুচিয়ে আসছে ‘জয়া আর শারমিন’
অপেক্ষা ঘুচিয়ে আসছে ‘জয়া আর শারমিন’
বোর্ড বলছে সব বয়সী দর্শকের সিনেমা ‘নীলচক্র’
বোর্ড বলছে সব বয়সী দর্শকের সিনেমা ‘নীলচক্র’
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
অভিনয়-প্রতিভা খোঁজার ফাইনালে ৮ প্রতিযোগী   
অভিনয়-প্রতিভা খোঁজার ফাইনালে ৮ প্রতিযোগী