X
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১

সারা যাকেরের আয়োজনে চলছে ‘রাইজিং একোস’

বিনোদন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৪, ১৮:৩৫আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১৮:৩৫

জলবায়ু পরিবর্তন ও উন্নয়নের জের ধরে প্রকৃতি ও মানুষের স্বাভাবিক জীবনে যে বিরূপ প্রভাব পড়ছে, সেটিকে উপজীব্য করে শুরু হলো একটি বিশেষ চিত্র প্রদর্শনী। যার আয়োজক হিসেবে আছেন বিশিষ্ট অভিনেত্রী সারা যাকের।

‘রাইজিং একোস’ শীর্ষক ১০ দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করে মঙ্গলদীপ ফাউন্ডেশন। ২০ জানুয়ারি দুপুরে রাজধানীর এশিয়াটিক সেন্টারের খোলা ছাদে আয়োজনটির উদ্বোধন হয়।

প্রদর্শনীতে আলোকচিত্রী মৃত্তিকা গাইন ও চিত্রশিল্পী হ্লুবাইশু চৌধুরীর শিল্পকর্মের মাধ্যমে উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরা হয়। 

মৃত্তিকা গাইন তার আলোকচিত্রের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদী ভাঙনের ফলে খুলনার দাকোপে অবস্থিত কালাবগি মানুষের ভোগান্তি তুলে ধরেছেন। আর হ্লুবাইশু চৌধুরী তার চিত্রকলার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন রাঙামাটিতে কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে প্রাকৃতিক দৃশ্যের বিকৃতির প্রতিচ্ছবি।

এ আয়োজনের কিউরেটর হিসেবে কাজ করেছেন শিক্ষাবিদ ও ভিজ্যুয়াল আর্টিস্ট শামসুল আলম হেলাল।

প্রদর্শনীর একটি অংশ এ প্রদর্শনী প্রসঙ্গে মঙ্গলদীপ ফাউন্ডেশনের চেয়ারপারসন সারা যাকের বলেন, ‘বাংলাদেশি হিসেবে দেশের ভুক্তভোগী মানুষের দুর্দশার কারণ খুঁজে বের করে তাদের এবং সমাজের কল্যাণে কাজ করা আমাদের দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের ফলে শিবসা নদী ভাঙন ও কাপ্তাই বাঁধ থেকে কাপ্তাই লেকের সৃষ্টি এক্ষেত্রে বড় উদাহরণ।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের প্রদর্শনীর আয়োজন এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে আমাদের একটি সহানুভূতিশীল ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করবে বলে আমরা বিশ্বাস করি।’  

খুলনায় জন্ম ও বেড়ে ওঠা মৃত্তিকা গাইন বর্তমানে আলোকচিত্রের মাধ্যমে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন। অন্যদিকে, পার্বত্য চট্টগ্রামের মারমা সম্প্রদায়ের হ্লুবাইশু চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক। প্রদর্শনীর আরেকটি অংশ

/এমএম/
সম্পর্কিত
লোভে পাপ, পাপে ‘জিম্মি’; ট্রেলার জানিয়ে দিলো তাই…  
লোভে পাপ, পাপে ‘জিম্মি’; ট্রেলার জানিয়ে দিলো তাই…  
ছাদে খেলতে গিয়ে গুলিবিদ্ধ শিশু, আবেগতাড়িত অভিনেতা
ছাদে খেলতে গিয়ে গুলিবিদ্ধ শিশু, আবেগতাড়িত অভিনেতা
দাম্পত্য জীবনের ‘সুতো’য় মুগ্ধ দর্শক
দাম্পত্য জীবনের ‘সুতো’য় মুগ্ধ দর্শক
টাকা দিয়ে ‘অসময়’ দেখেছেন তিন লক্ষাধিক দর্শক!
টাকা দিয়ে ‘অসময়’ দেখেছেন তিন লক্ষাধিক দর্শক!
বিনোদন বিভাগের সর্বশেষ
চৈত্র-সংক্রান্তি ও পহেলা বৈশাখের মঞ্চে ‘শেষের কবিতা’
চৈত্র-সংক্রান্তি ও পহেলা বৈশাখের মঞ্চে ‘শেষের কবিতা’
বাংলা প্রিমিয়ারে ‘ডোয়ার্ফস লং নোজ’
বাংলা প্রিমিয়ারে ‘ডোয়ার্ফস লং নোজ’
২৯ বছরে প্রথম কানাডা সফর
২৯ বছরে প্রথম কানাডা সফর
কান উৎসবে টমের চূড়ান্ত মিশন, সম্মানিত হবেন ডি নিরো
৭৮তম কান চলচ্চিত্র উৎসব কান উৎসবে টমের চূড়ান্ত মিশন, সম্মানিত হবেন ডি নিরো
‘চক্কর ৩০২’ ৭/১০: গল্পের চক্করে ভরা এক ছবি
সিনেমা সমালোচনা‘চক্কর ৩০২’ ৭/১০: গল্পের চক্করে ভরা এক ছবি