X
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫
২৫ চৈত্র ১৪৩১

টাইগার ৩: মুক্তির প্রাক্কালে সালমান-ইমরানের একটি অনুরোধ

বিনোদন ডেস্ক
১১ নভেম্বর ২০২৩, ১৭:৫৬আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১৭:৫৬

সুপারহিট ফ্র্যাঞ্চাইজি, বলিউডের প্রথম সারির তারকা, প্রভাবশালী প্রযোজক ও মোটা বাজেট; একটি বাণিজ্যিক ছবির সাফল্যের জন্য যা যা প্রয়োজন; সব কিছুর সমন্বয় করা হয়েছে ‘টাইগার ৩’-এ। যেটা রবিবার (১২ নভেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে।

তবে মুক্তির প্রাক্কালে দর্শকের প্রতি একটি অনুরোধ করেছেন ছবির মূল তারকাদ্বয় সালমান খান ও ইমরান হাশমি। দুটো অনুরোধের বিষয়বস্তু এক- স্পয়লার। সিনেমার মূল টুইস্ট বা চমক অন্যদের কাছে ফাঁস করে দেওয়াই হলো স্পয়লার। যেটা করতে নিষেধ করেছেন তারা।

সালমান খান বলেছেন, “আমরা অনেক আবেগ দিয়ে ‘টাইগার ৩’ বানিয়েছি এবং আশা করছি ছবিটা দেখার পর স্পয়লার সংরক্ষিত রাখবে তোমরা। স্পয়লার অন্যদের ছবি দেখার অভিজ্ঞতা নষ্ট করে দিতে পারে। তোমাদের বিশ্বাস করি, সঠিক কাজটি করবে। আমরা আশা করছি ‘টাইগার ৩’ দিওয়ালির উপযুক্ত উপহার।”

একই সুরে অনুরোধ জানিয়েছেন ইমরান হাশমিও। তিনি বললেন, “টাইগার ৩’র মতো ছবিতে অনেক গোপন চমক থাকে, আমরা বিশ্বাস করি তোমরা সেটা সুরক্ষিত রাখবে। দয়া করে স্পয়লার দিও না, এটা অন্যদের ছবি দেখার অভিজ্ঞতা নষ্ট করে দিতে পারে।”

ছবির পোস্টারে সালমান ও ক্যাটরিনা উল্লেখ্য, যশরাজ ফিল্মসের তুমুল জনপ্রিয় স্পাই ইউনিভার্সের পঞ্চম সিনেমা ‘টাইগার ৩’। এর আগে এই ফ্র্যাঞ্চাইজির ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ ও ‘পাঠান’ ছবিগুলো মুক্তি পেয়েছে এবং প্রতিটি ছবিই বিপুল সাফল্য পেয়েছে।

মনীশ শর্মা পরিচালিত এই ছবিতে সালমান খান ও ইমরান হাশমি ছাড়াও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, আশুতোষ রানা, রেবতী, ঋধি ডোগরা, কুমুদ মিশ্র প্রমুখ। এছাড়া শাহরুখ খান ও হৃতিক রোশনকে দেখা যাবে অতিথি চরিত্রে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/কেআই/
সম্পর্কিত
‘বজরঙ্গি ভাইজান ২’-এর প্রস্তুতি চলছে?  
‘বজরঙ্গি ভাইজান ২’-এর প্রস্তুতি চলছে?  
‘সিকান্দার’ ভরাডুবির কারণ কী?
‘সিকান্দার’ ভরাডুবির কারণ কী?
দুই দিনে কতো আয় করলো ‘সিকান্দার’?
দুই দিনে কতো আয় করলো ‘সিকান্দার’?
২৫ বছর পর তারা আবার একসঙ্গে…
২৫ বছর পর তারা আবার একসঙ্গে…
বিনোদন বিভাগের সর্বশেষ
২৯ বছরে প্রথম কানাডা সফর
২৯ বছরে প্রথম কানাডা সফর
কান উৎসবে টমের চূড়ান্ত মিশন, সম্মানিত হবেন ডি নিরো
৭৮তম কান চলচ্চিত্র উৎসব কান উৎসবে টমের চূড়ান্ত মিশন, সম্মানিত হবেন ডি নিরো
‘চক্কর ৩০২’ ৭/১০: গল্পের চক্করে ভরা এক ছবি
সিনেমা সমালোচনা‘চক্কর ৩০২’ ৭/১০: গল্পের চক্করে ভরা এক ছবি
অবশেষে ‘স্বাধীনতা কনসার্ট’ স্থগিত
অবশেষে ‘স্বাধীনতা কনসার্ট’ স্থগিত
‘জংলি’র শো বাড়লো দ্বিগুণ!
‘জংলি’র শো বাড়লো দ্বিগুণ!