X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

ইমরানের ‘চোখে চোখে’ দীঘি!

বিনোদন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৩, ১৩:৫৯আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১৩:১৫

মূল লক্ষ্য যদিও সিনেমা, তবু ছোট পর্দা ও গানের কিছু কাজেও দেখা দিচ্ছেন প্রার্থনা ফারদিন দীঘি। এই যেমন এবার তিনি সঙ্গী হলেন সংগীত তারকা ইমরানের। ‘চোখে চোখে’ শিরোনামের একটি গানে তারা যুগলবন্দি হয়ে অভিনয় করলেন। যে গানটি মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

এই গানের আরও একটি উল্লেখযোগ্য দিক হলো, গানটিতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন পূজা। তারা একসময় জুটি বেঁধে বেশ কয়েকটি শ্রোতাপ্রিয় গান গেয়েছেন। মাঝে ছিল পাঁচ বছরের বিরতি। সেটাই ঘুচলো নতুন গানের সুবাদে।

গানটি লিখেছেন ভারতের পীযুষ দাস আর তাতে সুর-সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। অন্যদিকে ভিডিওতে ইমরান, পূজা ও দীঘি ছাড়াও অভিনয় করেছেন জিলানী। ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।

ইমরান বলেন, ‘অসম্ভব মিষ্টি কথা ও সুরের একটি গান। তার সঙ্গে ভিডিওটাও চমৎকার হয়েছে। এবারই প্রথম আমি ও পূজা সহশিল্পী হিসেবে দীঘিকে পেয়েছি। সব মিলিয়ে গানটি প্রকাশ করে আমি খুব হ্যাপি। এর জন্য ধন্যবাদ দিতে চাই প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি ও এর কর্ণধার পাপ্পু ভাইকে। আশা করছি আমরা সামনেও এমন প্রজেক্ট করবো।’

দীঘি, ইমরান ও পূজা এদিকে নায়িকা দীঘি বলেন, ‘গানটা খুবই সুন্দর। একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। ইমরান ভাইয়ের সঙ্গে আমার এটাই প্রথম কাজ। আর প্রথম কাজেই দারুণ অভিজ্ঞতা হলো। আমার খুব ভালো লেগেছে কাজটা করে। আশা করি সবার গানটা খুব ভালো লাগবে।’

এদিকে গানের অন্য শিল্পী পূজা বলেন, ‘ইমরান ভাইয়ের সঙ্গে প্রায় ৫ বছর পর আবার একটা গান করলাম। মনে হলো অনেক দিন পর খুব ভালো একটা কাজ করলাম। আশা করি সবার খুব ভালো লাগবে।’

গানচিত্রটি প্রকাশের পর দারুণ প্রশংসা মিলছে তিন তারকার ভক্তদের পক্ষ থেকে। অনেকেই বলছেন, এমন রোম্যান্টিক গান ও ভিডিও এখন আর সচরাচর দেখা যায় না।

‘চোখে চোখে’ গানের লিংক:

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
কেমন সাড়া ফেলেছে সিয়াম-বুবলীর গান!
কেমন সাড়া ফেলেছে সিয়াম-বুবলীর গান!
দীঘি আউট পূজা ইন!
দীঘি আউট পূজা ইন!
আবারও একসঙ্গে ফুয়াদ-ইমরান
আবারও একসঙ্গে ফুয়াদ-ইমরান
আদর-দীঘিকে নিয়ে রক্তাক্ত এক ‘টগর’
আদর-দীঘিকে নিয়ে রক্তাক্ত এক ‘টগর’
বিনোদন বিভাগের সর্বশেষ
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা