X
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫
২২ চৈত্র ১৪৩১

কুমার শানুর সঙ্গে দ্বৈত গানে জেনিফার

বিনোদন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৩, ১৬:৫০আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৬:৫৩

উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী কুমার শানু। একটা সময় বলিউডে রাজ করেছেন। পাশাপাশি কলকাতার সিনেমা, এমনকি বাংলাদেশেও বহু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। এখনও তিনি গানের সঙ্গে মিশে আছেন, নিয়মিত কণ্ঠ দেন নতুন নতুন গানে।

আরও একবার বাংলাদেশি গানে যুক্ত হলেন কুমার শানু। এবার তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন কানাডা প্রবাসী বাংলাদেশি গায়িকা জেনিফার। গানটির শিরোনাম ‘দিলরুবা’। এটি আগামী ২৬ অক্টোবর গায়িকার নিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।

এ গানের কথা লিখেছেন রনিত ঘোষ। তাজুল ইসলামের সুরে সংগীতায়োজন করেছেন এইচ আর লিটন। গানটি নিয়ে সুরকারের বক্তব্য, “এর আগে আমার সুরে ‘ধোঁকাবাজ’ শিরোনামে একটি গান করেছে জেনিফার। সেটি শ্রোতারা পছন্দ করেছে। আশা করি এই গানটি আরও বেশি মানুষের হৃদয়ে পৌঁছে যাবে।”

এদিকে গায়িকা জেনিফার উচ্ছ্বাস প্রকাশ করে বললেন, ‘শানুদা উপমহাদেশের জনপ্রিয় একজন কন্ঠশিল্পী। তার সঙ্গে ডুয়েট গান গাওয়া একটা সৌভাগ্যের বিষয়। তিনি আমাকে আশীর্বাদ করেছেন এটাই আমার জীবনে বড় পাওয়া।’

জেনিফারের সংগীত শিক্ষক তাজুল ইসলাম। তারা দুজনে ইতোমধ্যে বেশ কিছু গান তৈরি করেছেন। ক্রমান্বয়ে সেগুলো প্রকাশ হবে বলে জানিয়েছেন তারা।  

/কেআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বজরঙ্গি ভাইজান ২’-এর প্রস্তুতি চলছে?  
‘বজরঙ্গি ভাইজান ২’-এর প্রস্তুতি চলছে?  
সৌরভের বায়োপিকে টলিউড অভিনেত্রী?  
সৌরভের বায়োপিকে টলিউড অভিনেত্রী?  
‘জংলি’ দেখে যা বললেন ‘প্রিয়তমা’ নির্মাতা
‘জংলি’ দেখে যা বললেন ‘প্রিয়তমা’ নির্মাতা
‘আপনারা আইন, সংসার, জীবন— সবকিছুর ঊর্ধ্বে যেতে চান’
‘আপনারা আইন, সংসার, জীবন— সবকিছুর ঊর্ধ্বে যেতে চান’
‘প্রেমিকা’ গানের সূত্র ধরে প্রেম, অবশেষে বিয়ে!
‘প্রেমিকা’ গানের সূত্র ধরে প্রেম, অবশেষে বিয়ে!