বলিউডের পর্দায় টাইগার মানে সালমান খান। ‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার তুমুল সাফল্যের সুবাদে এই ট্যাগ তার নামের সঙ্গে মিশে গেছে। এবার আসছে এই ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘টাইগার ৩’। বরাবরের মতো নাম ভূমিকায় সালমান, আর তার নায়িকা ক্যাটরিনা কাইফ।
তবে এই ছবির যে চরিত্রটি ঘিরে দর্শকের মনে কিছুটা বেশিই আগ্রহ, সেটা খলনায়ক। যে ভূমিকায় অভিনয় করেছেন ইমরান হাশমি। কিন্তু পোস্টার, টিজার কিংবা এনাউন্সমেন্ট কোথাও তার দেখা নেই। এক মুহূর্তের জন্য দর্শক ভেবেও নিয়েছে, হয়ত সিনেমা মুক্তি পেলে পর্দাতেই দেখা যাবে ইমরানকে।
না, তার আগে ট্রেলারেই এক মুহূর্তের জন্য হাজির করা হয়েছে কাঙ্ক্ষিত সেই চরিত্রকে। কাঁচা-পাকা দাড়িতে ভিন্ন অবতারে দেখা দিয়েছেন ইমরান হাশমি। এছাড়া ট্রেলারের প্রায় পুরোটা জুড়েই ব্যাকগ্রাউন্ডে শোনা গেছে তার সংলাপ।
কখনও বলেছেন, ‘প্রতিটি পুরুষের জীবনে সবচেয়ে দামি সম্পদ তার পরিবার। স্ত্রীর ভালোবাসা, সন্তানের খুশি। তুমি আমার কাছ থেকে এসব ছিনিয়ে নিয়েছো টাইগার। এবার আমার পালা। এইবার তুমি হারবে, তোমার পরিবার, তোমার দেশ, সব কিছু। এটা আমার ওয়াদা। আর আমি আমার ওয়াদা কখনও ভঙ্গ করি না।’
আবার কখনও টাইগারকে আল্টিমেটাম দিয়ে বলেছেন, ‘এখন হিসাব সহজ। হয় তুমি তোমার দেশকে বাঁচাও, না হয় পরিবারকে।’
অন্যদিকে টাইগার চরিত্রে সালমান খানের সংলাপে বোঝা গেলো, তার এবারের মিশন শুধু দেশের জন্যই নয়, পরিবারকে বাঁচানোর জন্যও। তাই সহযোদ্ধাদের বলেছেন, ‘এটা র-এর (ভারতের গোয়েন্দা সংস্থা) জন্য নয়, ইটস পারসোনাল’।
সোমবার (১৬ অক্টোবর) দুপুরে প্রায় তিন মিনিট দৈর্ঘ্যের এই ট্রেলার উন্মুক্ত করা হয়েছে। স্পাই ইউনিভার্সের অতীতের সিনেমাগুলোর মতো এখানেও বিপুল অ্যাকশন আর ধ্বংসযজ্ঞের আভাস মিলেছে। যেটার মাধ্যমে সালমান খানের কাঙ্ক্ষিত কামব্যাক হতে পারে বলে প্রত্যাশা তার ভক্ত ও বলিউড বিশ্লেষকদের।
প্রযোজনা প্রতিষ্ঠান যশরাফজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পঞ্চম সিনেমা ‘টাইগার ৩’। এটি পরিচালনা করেছেন মনীশ শর্মা। এতে সালমান খান, ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমির সঙ্গে আরও আছেন ঋধি ডোগরা, কুমুদ মিশ্র, রণবীর শোরে প্রমুখ। এছাড়া চমক হিসেবে অতিথি চরিত্রে হাজির হবেন শাহরুখ খান। আগামী ১২ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ছবিটি।
ট্রেলার: