X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২
১৮ অক্টোবর চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস

আজীবন সম্মাননা পাচ্ছেন সংগীতযোদ্ধা সুজেয় শ্যাম

বিনোদন রিপোর্ট
১০ অক্টোবর ২০২৩, ১৭:২৮আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১০:৪১

১৮তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-এ আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন একুশে পদকপ্রাপ্ত সংগীতযোদ্ধা সুজেয় শ্যাম। ‘সুস্থ সংগীতের উৎকর্ষ সাধন’ স্লোগান নিয়ে দেশের সংগীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল এই আয়োজন। এবারের আয়োজনে মূল পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হলো সানসিল্ক। 

এবারের আসর বসছে ১৮ অক্টোবর বনানীর শেরাটন হোটেলে। এবারের আয়োজনে আজীবন সম্মাননাসহ মোট ২২টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে।

এসব তথ্য জানাতে ১০ অক্টোবর দুপুরে রাজধানীর চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সানসিল্কের সিনিয়র হেড অব ক্যাটাগরি হেয়ার অ্যান্ড কেয়ার সাবিত শফিউল্লাহ, ইন্টার স্পিড-এর ব্যবস্থাপনা পরিচালক আদনান করিম, সাউথ বাংলা এগ্রো অ্যান্ড কমার্স ব্যাংকের পক্ষে মো. শফিউল আজম এবং এবারের অ্যাওয়ার্ডের প্রকল্প পরিচালক শহিদুল আলম সাচ্চু। 

সাচ্চু পুরো আয়োজনের বিস্তারিত তুলে ধরেন। আয়োজনকে ঘিরে নানামুখী পরিকল্পনার কথা জানান ফরিদুর রেজা সাগর। তিনি বলেন, ‘দীর্ঘ ১৮ বছর ধরে আমাদের এই আয়োজনের সঙ্গে যুক্ত থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞ। সংগীতকে ভালোবাসে না এমন বাঙালি পাওয়া খুব কঠিন। আর চ্যানেল আইয়ের সকালটিও শুরু হয় এই সংগীতকে ঘিরে। যেখানে ১ ঘণ্টা শিল্পীদের নানা গান আমরা প্রচার করে থাকি। চ্যানেল আই বরাবরই সংগীত নিয়ে কাজ করে আসছে, সামনেও এর সাথে যুক্ত থাকবে।’ 

অ্যাওয়ার্ড নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন, সংগীতজ্ঞ সৈয়দ আব্দুল হাদী, সালাউদ্দিন আহমেদ, মানাম আহমেদসহ শিল্পীরা।

সংবাদ সম্মেলনে আয়োজন সংশ্লিষ্টরা এবারের পুরস্কারের ক্যাটাগরিগুলো হলো: আধুনিক গান- শ্রেষ্ঠ শিল্পী, আধুনিক গান- শ্রেষ্ঠ সুরকার, আধুনিক গান- শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ দ্বৈত সংগীত শিল্পী, শ্রেষ্ঠ লোকসংগীত শিল্পী, ছায়াছবির গান- শ্রেষ্ঠ শিল্পী, ছায়াছবির গান- শ্রেষ্ঠ সুরকার, ছায়াছবির গান- শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও পরিচালক, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও শিল্পী, শ্রেষ্ঠ রবীন্দ্রসংগীত, শ্রেষ্ঠ নজরুলসংগীত, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ যন্ত্রশিল্পী (উচ্চাঙ্গ), শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (উচ্চাঙ্গ), বিষয়ভিত্তিক গান- শ্রেষ্ঠ শিল্পী, বিষয়ভিত্তিক গান- শ্রেষ্ঠ সুরকার, বিষয়ভিত্তিক গান- শ্রেষ্ঠ গীতিকার এবং শ্রেষ্ঠ অডিও কোম্পানি এবং আজীবন সম্মাননা।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ইটিভি ভাঙচুরের হুমকির অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে থানায় জিডি
ইটিভি ভাঙচুরের হুমকির অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে থানায় জিডি
ফরাসি টিভি চ্যানেল বন্ধের আদেশ আদালতের, ডানপন্থিদের ক্ষোভ
ফরাসি টিভি চ্যানেল বন্ধের আদেশ আদালতের, ডানপন্থিদের ক্ষোভ
ভারতীয় চ্যানেল বন্ধের রিটে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য শুনবেন হাইকোর্ট
ভারতীয় চ্যানেল বন্ধের রিটে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য শুনবেন হাইকোর্ট
ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে রিট
ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে রিট
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’র হল বেড়ে তিনগুণ!
‘জংলি’র হল বেড়ে তিনগুণ!
মাগুরার আছিয়াকে নিয়ে বাপ্পার গান
মাগুরার আছিয়াকে নিয়ে বাপ্পার গান
অভিমানে অবসরে...
অভিমানে অবসরে...
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
আড়াই বছর পর আবার ‘ব্যাচেলর পয়েন্ট’
আড়াই বছর পর আবার ‘ব্যাচেলর পয়েন্ট’