X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

নার্ভাস প্রকৃতি, আশাবাদী আদর

বিনোদন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২৩, ১৩:২৪আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১৮:৪৩

ঢাকাই সিনেমার তরুণ নায়ক আদর আজাদ ও নায়িকা মানসী প্রকৃতি প্রথমবার জুটিবেঁধে কাজ করেছেন। ছবির নাম ‘যন্ত্রণা’। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে এটি পরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ। অনেক আগেই ছবিটির কাজ শেষ হয়েছে। এবার মুক্তির পালা। আগামী ২৭ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘যন্ত্রণা’। বুধবার (৪ অক্টোবর) খবরটি জানিয়েছেন ছবির সংশ্লিষ্টরা।

মাঝে বেশ কিছুটা সময় ছোট পর্দার কাজে ব্যস্ত ছিলেন প্রকৃতি। তাই নতুন সিনেমাটি নিয়ে কিছুটা নার্ভাস অনুভব করছেন। বললেন, “অনেক দিন পর নতুন সিনেমা নিয়ে দর্শকদের মুখোমুখি হতে যাচ্ছি। বুঝে-শুনে ভালো একটা গল্প দিয়েই ফিরতে চেয়েছিলাম। ‘যন্ত্রণা’ তেমনই একটা গল্প। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। বাকিটা দর্শক বলতে পারবেন কতটুকু পেরেছি। মুক্তি যতটা ঘনিয়ে আসছে, তত নার্ভাস লাগছে। তবে এতটুকু বলতে পারবো, প্রেক্ষাগৃহে এসে দর্শক নিরাশ হবেন না।”

আদর ও প্রকৃতি অন্যদিকে আদর আজাদ আশাবাদী। তার ভাষ্য, ‘ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। গল্পে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই এটি নির্মিত হয়েছে। প্রথমবার প্রকৃতির সঙ্গে জুটিবেঁধে কাজ করলাম। অভিজ্ঞতা চমৎকার। আশা করছি আমাদের রসায়ন দর্শকের ভালো লাগবে।’

স্মার্ট মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটিতে আদর-প্রকৃতি ছাড়াও আরও অভিনয় করেছেন সায়মা স্মৃতি, শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ। ছবির আবহসংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
দীঘি আউট পূজা ইন!
দীঘি আউট পূজা ইন!
আদর-দীঘিকে নিয়ে রক্তাক্ত এক ‘টগর’
আদর-দীঘিকে নিয়ে রক্তাক্ত এক ‘টগর’
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আইটেম চমকের পর রোমান্টিক আবহে আদর-পূজা
আইটেম চমকের পর রোমান্টিক আবহে আদর-পূজা
বিনোদন বিভাগের সর্বশেষ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী