দিল্লির কন্যা তিনি। রুপালি ভুবনে পথচলার শুরুটা বলিউড দিয়েই। অথচ সাফল্য, জনপ্রিয়তা এলো দক্ষিণের সিনেমায়। তিনি রাশি খান্না। ‘সুপ্রিম’, ‘থোলি প্রেমা’, ‘থিরুচিত্রাম্বালাম’ কিংবা ‘সর্দার’ মতো ছবিতে কাজ করে তামিল-তেলুগু দর্শকের কাছে নিজের আবেদন ছড়িয়ে দিয়েছেন।
কিন্তু ফেলে আসা মুম্বাই যেন তাকে হাতছানি দিয়ে ডাকে। সেই ডাকে সাড়া দিয়ে তাই পা ফেলেন মুম্বাই নগরে। ‘রুদ্র’ ও ‘ফারজি’ ওয়েব সিরিজে অভিনয় করে পায়ের তলার মাটি শক্ত করে নেন। এখন তার হাতে বেশ কয়েকটি হিন্দি প্রজেক্ট। অর্থাৎ বলিউডেই থিতু হওয়ার চেষ্টা করছেন রাশি।
ইতোমধ্যে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘যোধা’ ছবির কাজ সেরেছেন। সেটি মুক্তির আলোয় আসবে আগামী ডিসেম্বরে। এর মধ্যেই নতুন প্রজেক্টের খবর ভেসে আসছে। পিঙ্কভিলার সূত্র বলছে, নতুন একটি ছবিতে যুক্ত হয়েছেন রাশি। যেখানে তিনি অভিনয় করবেন বিক্রান্ত মাসের সঙ্গে। ছবিটি পরিচালনা করবেন দেবুতন্ত বোধায়ন রায় চৌধুরী। ছবির গল্প হবে রোম্যান্টিক-কমেডি ধাঁচের। তবে এখনও নাম চূড়ান্ত করা হয়নি।
সূত্রমতে, কয়েক দিন আগেই ছবিটির শুটিং শুরু হয়েছে। নভেম্বরের মধ্যেই চিত্রায়ণ শেষ হবে। আগামী বছরের প্রথমার্ধে ছবিটি মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছে।
বলিউডে কাজ বাড়লেও তামিলে একেবারে খালি হাত যাচ্ছে না রাশির। দুটি ছবি ‘আরনামানাই ফোর’ ও ‘মেথাভি’ রয়েছে তার হাতে।