X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

ট্রল করলে মামলা করবেন বর্ষা!

বিনোদন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৪২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০০

ব্যবসায়ী ও চিত্রনায়ক অনন্ত জলিলের স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা। সিনেমায় তিনিও অভিনয় করেন। তবে কেবল স্বামী অনন্তের সঙ্গে। তারা জুটিবেঁধে বেশ কিছু সিনেমায় কাজ করেছেন। যদিও আনাড়ি অভিনয়ের কারণে উভয়েই সমালোচনা কুড়িয়েছেন দু’হাত ভরে। এর বাইরে বিভিন্ন সাক্ষাৎকারে যেসব মন্তব্য করেন অনন্ত-বর্ষা, সেসব নিয়েও সোশ্যাল মিডিয়ায় ট্রল-হাসাহাসি হয়।

কিন্তু এবার এই ট্রলের ইতি টানতে চান বর্ষা। ক্ষুব্ধ হয়ে জানালেন, তার কোনও মন্তব্য কেটেকুটে হাস্যকর কনটেন্ট বানালে তিনি মানহানির মামলা করবেন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে দেওয়া এক স্ট্যাটাসে এমন বার্তা দিয়েছেন তিনি।

বর্ষা বলেন, ‘আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, নেক্সট যদি আমার কোনও ভিডিও বা ইন্টারভিউ থেকে কিছু অংশ কেটে কোনও পেইজে নেতিবাচক পোস্ট দেখি, তাহলে আমি সেই পেইজের বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হব। এটা নিয়ে অলরেডি আমার আইনজীবী কাজ করছেন। ইতোমধ্যে বেশ কয়েকটা পেইজের লিস্টও করেছি। কারণ, সবকিছুরই একটা লিমিট থাকা উচিত। আয় করা উচিত হালাল উপায়ে, কাউকে বাজেভাবে উপস্থাপন করে নয়।’

বর্ষা-অনন্ত বলা দরকার, কিছু দিন আগে একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশ নেন বর্ষা। সেখানে কয়েকটি প্রসাধনী ব্র্যান্ডের নাম ভুল উচ্চারণ করেন। এরপর সেই ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর তার কথাগুলো নিয়ে হাস্যকর ভিডিও বানায়। মূলত এই কারণেই ক্ষিপ্ত হয়েছে ‘দিন-দ্য ডে’র নায়িকা।

উল্লেখ্য, বর্ষাকে সর্বশেষ দেখা গেছে ‘কিল হিম’ সিনেমায়। বরাবরের মতো এই ছবিতেও তিনি অনন্ত জলিলের সঙ্গে অভিনয় করেছেন। আগামীতে তাদের দুজনকে দেখা যাবে ‘নেত্রী-দ্য লিডার’ ছবিতে।

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
প্রতারণার মামলায় খালাস পেলেন চিত্রনায়ক অনন্ত জলিল
প্রতারণার মামলায় খালাস পেলেন চিত্রনায়ক অনন্ত জলিল
অনন্ত জলিলসহ ৬ জনকে আদালতে হাজির হওয়ার সমন 
অনন্ত জলিলসহ ৬ জনকে আদালতে হাজির হওয়ার সমন 
চিত্রনায়ক অনন্ত জলিলের বিরুদ্ধে প্রতিবেদন ১৭ সেপ্টেম্বর
চিত্রনায়ক অনন্ত জলিলের বিরুদ্ধে প্রতিবেদন ১৭ সেপ্টেম্বর
অনন্ত বললেন, ‘বাংলার জেমস বন্ড জলিল’
অনন্ত বললেন, ‘বাংলার জেমস বন্ড জলিল’
বিনোদন বিভাগের সর্বশেষ
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা