X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

দেশজুড়ে তাপস লাইভ কনসার্ট

বিনোদন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৩, ১৭:২২আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১৭:২৪

কৌশিক হোসেন তাপসের নেতৃত্বে গানে গানে এবার দেশ মাতাবে ‘তাপস অ্যান্ড ফ্রেন্ডস’। আগামী অক্টোবর ও নভেম্বর মাসে দেশের ৮টি বিভাগে ধারাবাহিকভাবে ৮টি বড় কনসার্ট অনুষ্ঠিত হবে। ‘তাপস লাইভ ২০২৩’ শিরোনামের এই কনসার্টের তারিখ ও বিভাগের নাম ঘোষণা হয়েছে এরমধ্যে।

তাপস অ্যান্ড ফ্রেন্ডস-এর প্রধান এবং গানবাংলার অন্যতম কর্ণধার কৌশিক হোসেন তাপস জানান, গানে গানে এই দেশ ট্যুর শুরু হবে সিলেট থেকে। ২৭ অক্টোবর সেখানে অনুষ্ঠিত হবে প্রথম কনসার্ট। এরপর ৩১ অক্টোবর হবে রাজশাহী। নভেম্বরজুড়ে তাপস ও তার বন্ধুরা অংশ নেবেন আরও ৬টি কনসার্টে। এরমধ্যে ৩ নভেম্বর রংপুর, ৭ নভেম্বর ময়মনসিংহ, ১০ নভেম্বর ঢাকা, ১৪ নভেম্বর খুলনা, ১৭ নভেম্বর চট্টগ্রাম এবং ২১ নভেম্বর বরিশাল কনসার্টের মধ্য দিয়ে তাপসের এবারের দেশ ট্যুর শেষ হবে।

মঞ্চে তাপস ও আইয়ুব বাচ্চু (পুরনো ছবি) জানা গেছে, এই আয়োজনে তাপসের সঙ্গে দেশীয় শিল্পীদের পাশাপাশি থাকছেন বিদেশি কণ্ঠশিল্পী ও মিউজিশিয়ানরা। তবে শিল্পীদের চূড়ান্ত তালিকা এবং কনসার্ট ভেন্যু এখনও প্রকাশ করেননি তাপস। চলছে কনসার্টের সব গুছিয়ে চূড়ান্ত তালিকা ও পরিকল্পনা প্রকাশের প্রস্তুতি।

এ বিষয়ে কৌশিক হোসেন তাপস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশের আট বিভাগে আটটি কনসার্ট করবো, সেটি চূড়ান্ত হয়েছে। নিশ্চয়ই এটা আমাদের জন্য দারুণ আনন্দের বিষয়। খুব শিগগিরই চূড়ান্ত তালিকাসহ কনসার্টের বিস্তারিত জানাবো। এরজন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।’

/এমএম/
সম্পর্কিত
রিমান্ড শেষে গান বাংলার তাপস ও অভিনেত্রী শমী কায়সার কারাগারে
রিমান্ড শেষে গান বাংলার তাপস ও অভিনেত্রী শমী কায়সার কারাগারে
তাপসকে অরুণা বিশ্বাস: ‘পিটাইতে পিটাইতে বাবা ডাক শিখাইতাম’
‘আলো আসবেই’ কাণ্ডতাপসকে অরুণা বিশ্বাস: ‘পিটাইতে পিটাইতে বাবা ডাক শিখাইতাম’
ধ্বংসস্তূপে পরিণত গানবাংলা টেলিভিশন ভবন
ধ্বংসস্তূপে পরিণত গানবাংলা টেলিভিশন ভবন
টাইমস স্কয়ারের পর্দায় আবারও বাংলা গান
টাইমস স্কয়ারের পর্দায় আবারও বাংলা গান
বিনোদন বিভাগের সর্বশেষ
দশ অভিনয়-প্রতিভার খোঁজ!
দশ অভিনয়-প্রতিভার খোঁজ!
তবুও কানাডা সফরে সাবিনা...
তবুও কানাডা সফরে সাবিনা...
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!