X
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

বর্তমান ও ‘প্রাক্তন’ নায়ক প্রসঙ্গে যা বললেন ঋতুপর্ণা

বিনোদন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৩, ০২:১৬আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৩:১৮

দুই বাংলার অন্যতম চিত্রাভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রায় তিন দশক ধরে নিয়মিত কাজ করছেন টলিউড ও ঢালিউডে। ঢাকাই সিনেমার কিংবদন্তি হুমায়ূন ফরীদি থেকে এ প্রজন্মের আরিফিন শুভ; সবার সঙ্গেই অভিনয় করেছেন পাল্লা দিয়ে।

সেই অভিনেত্রী কাজের সূত্রেই এখন অবস্থান করছেন ঢাকায়। আজ রবিবার, ১৩ আগস্ট রাত পোহালেই অংশ নেবেন অনন্য মামুনের ‘স্পর্শ’ সিনেমার ইউনিটে। এতে ঋতুর নায়ক নিরব হোসাইন। ছবিটির শুটিংয়ে অংশ নেওয়ার আগের দিন সন্ধ্যায় (১২ আগস্ট) রাজধানীর একটি ক্লাবে আড্ডায় মাতেন ঢাকাই সাংবাদিকদের সঙ্গে। বিস্তর আলাপ করেন তার বর্তমান নায়ক নিরব ও ‘প্রাক্তন’ প্রসেনজিৎ প্রসঙ্গে।    

কথা বলেন কলকাতা থেকে ঢাকায় আগমনের অনুভূতি আর শুটিং চলতি ‘স্পর্শ’ প্রসঙ্গেও। ঋতুর ভাষায়, ‘‘যতবার ঢাকায় আসি, ততবার মনে হয় নিজের শহরে এসেছি। এবার এসেছি ‘স্পর্শ’ সিনেমার শেষ লটের শুটিং করতে। সুন্দর গল্পের একটা সিনেমা। খুব ভালো হচ্ছে শুটিং।’’

নির্মাতা জানান, যৌথ প্রযোজনার ছবিটির শেষ লটের শুটিং শুরু হবে ১৩ আগস্ট; মানে রাত পোহালেই। শেষ করে ১৭ তারিখ কলকাতা ফিরে যাবেন ঋতুপর্ণা। এরপর সম্পাদনা ও দুই দেশে মুক্তির পরিকল্পনা।

আড্ডায় টিম ‘স্পর্শ’

এবার আসা যাক ঋতুর জবানিতে তার বর্তমান ও ‘প্রাক্তন’ নায়ক প্রসঙ্গে। নিরব প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘খুব ভালো অভিনয় করে নিরব। সামনে আরও ভালো কাজ করবে। সামনে অনেক সময় পড়ে আছে। ওর ভবিষ্যৎ অনেক ভালো দেখছি।’

এরপর উঠে আসে ‘প্রাক্তন’ নায়ক প্রসেনজিৎ প্রসঙ্গে। আবার কবে জুটি বাঁধবেন তারা। জবাবে ঋতুপর্ণা বলেন, ‘‘অনেক ভালো কাজ উপহার দিয়েছি আমরা। অনেক বছর পর ‘প্রাক্তন’ সিনেমায় আমরা জুটি হয়ে এসেছিলাম। সিনেমাটা ব্লক বাস্টার হয়েছে। নতুন তথ্য হলো, আমাদের জুটির ৫০তম সিনেমা হতে যাচ্ছে। এখনও নাম ঠিক হয়েনি, তবে নির্মাণের প্রক্রিয়া চলছে। এ বছরই শুটিং শুরু হবে। সিনেমাটা নির্মাণ করবেন কৌশিক গাঙ্গুলি। আপাতত এটুকুই থাক।’’

আড্ডার শেষ দিকে বাংলাদেশের অন্য নায়কদের সঙ্গে অভিনয়ের স্মৃতির ঝাঁপি খুলে বসেন ঋতুপর্ণা। তবে ঘুরেফিরে তার মুখে চলে আসে ঢাকাই সিনেমার সবচেয়ে কাছের বন্ধু ফেরদৌসের কথা। তিনি বলেন, ‘‘ফেরদৌস আমার পারিবারিক বন্ধু, অনেক বছরের সম্পর্ক। সারাজীবন থাকবে। তার একটা সিনেমা মুক্তি পেয়েছে, ‘মাইক’ নামের। খোঁজ নিয়ে জেনেছি সিনেমাটা ভালো চলছে।’’ ‘প্রাক্তন’ সিনেমায় প্রসেনজিৎ ও ঋতুপর্ণা

/এমএম/
সম্পর্কিত
‘গোলাপ’ নিয়ে সুবাস ছড়াবেন নিরব-পরী
‘গোলাপ’ নিয়ে সুবাস ছড়াবেন নিরব-পরী
দর্শক যেন হলে গিয়ে সিনেমা দেখে: নিরব
ফিরে দেখা ২০২৪, পরিকল্পনা ২০২৫দর্শক যেন হলে গিয়ে সিনেমা দেখে: নিরব
অন্তর্বর্তী সরকারের প্রথম বিজ্ঞাপনের মডেল নিরব!
অন্তর্বর্তী সরকারের প্রথম বিজ্ঞাপনের মডেল নিরব!
ফারিণের অভিষেক, নিরব-স্পর্শিয়ার অভিমান!
এ সপ্তাহের ছবিফারিণের অভিষেক, নিরব-স্পর্শিয়ার অভিমান!
বিনোদন বিভাগের সর্বশেষ
আসছে অহনার ‘ভাঙ্গা সংসার’
আসছে অহনার ‘ভাঙ্গা সংসার’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
রাতের পেঁচা এ আর রাহমান!  
রাতের পেঁচা এ আর রাহমান!  
৩ বছর পর আবারও ‘ঢাকা রক ফেস্ট’
৩ বছর পর আবারও ‘ঢাকা রক ফেস্ট’
কানের ইতিহাসে প্রথমবার জোড়া পোস্টার
কানের ইতিহাসে প্রথমবার জোড়া পোস্টার