X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

আনন্দের খবরে ক্ষুব্ধ নায়িকা!

বিনোদন রিপোর্ট
১৩ জুলাই ২০২৩, ১৮:৪৩আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১৪:১৩

খবরটা বেশ আনন্দের। নতুন ঘরে মাতৃত্বের স্বাদ নিচ্ছেন দিলারা হানিফ পূর্ণিমা। এরমধ্যে ভাসলেন জন্মদিনের (১১ জুলাই) শুভেচ্ছা বৃষ্টিতে। সব মিলিয়ে সময়টা পূর্ণিমার পক্ষেই বইছে। যদিও বেজায় ক্ষুব্ধ হয়েছেন নায়িকা। বললেন, মাতৃত্বের খবরটি একেবারে মিথ্যা। এটা নাকি গুজব।

এ প্রসঙ্গে বৃহস্পতিবার (১৩ জুলাই) পূর্ণিমা গণমাধ্যমে বলেন, ‘জন্মদিনের আনন্দ পার না করতেই একটা ভুয়া খবরের মুখোমুখি হলাম। এটা তো আমার হাইড অ্যান্ড সিক্রেটের কিছু না। এটা তো খুশির সংবাদ। এরকম হলে আমি নিজেই আমার আইডি-পেজ থেকে জানাতাম!’

এমন খবরে পারিবারিকভাবেও বেশ বিব্রত হচ্ছেন নায়িকা। বলছেন, ‘এমন খবর প্রকাশের পর আত্মীয়-স্বজনরাও ফোন করছেন। অভিমান করে তারা বলছেন, এমন আনন্দের খবর তাদের কেন আগে জানাইনি! একটি ভুয়া খবরের কারণে খুব বিব্রতকর একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম।’

ক্ষোভ প্রকাশ করে ‘মনের মাঝে তুমি’ নায়িকা বলেন, ‘একের পর এক সাংবাদিক ফোন করছেন। অথচ যারা এমন ভুয়া খবরটি ছড়ালেন, তারা প্রকাশের আগে একবারও আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করলেন না। ফোন করে জানলে কী সমস্যা ছিল? এরকম তো না যে আমি ফোনে অ্যাভেইলেবল না। তাহলে তারা একটা মিথ্যা খবর কেন ছড়ালো।’

পূর্ণিমা ও রবিন ২৫ বছরের সিনেমা ক্যারিয়ারে পূর্ণিমা বরাবরই নিজেকে সামলে চলেছেন সচেতনভাবে। অভিনয় করেছেন প্রায় ৬৫ সিনেমায়। যার বেশিরভাগই সফল। সিনে পর্দা পেরিয়ে সোশ্যাল হ্যান্ডেলেও তিনি বেশ জনপ্রিয় এখন। মুক্তির অপেক্ষায় রয়েছে তার সিনেমা ‘গাঙচিল’।

গত বছরের ২৭ মে ব্যক্তিগত জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেন পূর্ণিমা। স্বামী আশফাকুর রহমান রবিন পেশায় দেশের বহুজাতিক একটি প্রতিষ্ঠানের বিপণন বিভাগের কর্মকর্তা। 

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সেন্সর বোর্ডে পূর্ণিমা, আরও যারা আছেন
সেন্সর বোর্ডে পূর্ণিমা, আরও যারা আছেন
নায়িকাদের ঈদ: এগিয়ে বুবলী, আরও যারা মিছিলে…
নায়িকাদের ঈদ: এগিয়ে বুবলী, আরও যারা মিছিলে…
পুরস্কার নিলেন বিজয়ীরা, বিনোদিত করলেন দুই ডজন শিল্পী
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২পুরস্কার নিলেন বিজয়ীরা, বিনোদিত করলেন দুই ডজন শিল্পী
তখনও ছোট ছিলাম, এখনও আছি: পূর্ণিমা
তখনও ছোট ছিলাম, এখনও আছি: পূর্ণিমা
বিনোদন বিভাগের সর্বশেষ
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা