X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

বিতর্কের মাঝেই প্রকাশ্যে ‘৭২ হুরে’ ছবির ট্রেলার

বিনোদন ডেস্ক
২৯ জুন ২০২৩, ১৭:৫০আপডেট : ২৯ জুন ২০২৩, ১৭:৫০

মাস খানেক আগের কথা। ভারতে তখন ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্কের ঝড় বইছে। ধর্মীয় আবেগকে পুঁজি করে ভিত্তিহীন, মনগড়া তথ্য উপস্থাপনের অভিযোগ ওঠে ছবিটির বিরুদ্ধে। যদিও নির্মাতাদের দাবি ছিল, তারা সত্য তুলে ধরেছেন। সেই বিতর্কের মাঝে একই আঙ্গিকের আরেকটি ছবির ঘোষণা আসে; যেটার নাম ‘৭২ হুরে’।

যথারীতি এই ছবি ঘিরেও বিতর্ক শুরু হয়। এবার তা গড়ালো ভারতের চলচ্চিত্র সেন্সর বোর্ড অব্দি। ছবিটি মুক্তির জন্য অনুমতি দিয়েছে বোর্ড। তবে প্রেক্ষাগৃহে ট্রেলার প্রচারের অনুমতি মেলেনি।

এই পরিস্থিতির মধ্যেই অন্তর্জালে ছবিটির ট্রেলার প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। আড়াই মিনিট দৈর্ঘ্যের সেই ঝলকে দেখা গেছে, ইসলামের নামে কিছু লোক সন্ত্রাসী কাজে লিপ্ত হচ্ছে। মৃত্যুর পর জান্নাতে ৭২ হুর পাওয়ার লোভে তারা আত্মঘাতী হচ্ছে। আর তাদের হিংস্রতায় মারা যাচ্ছে হাজারো সাধারণ মানুষ।

‘৭২ হুরে’ নির্মাণ করেছেন দুইবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা সঞ্জয় পুরাণ সিং চৌহান। তার দাবি, ছবিটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত।

এদিকে সেন্সর বোর্ডের আপত্তির বিষয়ে মুখ খুলেছেন ছবিটির প্রযোজক অশোক পণ্ডিত। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, “সেন্সর বোর্ড ‘৭২ হুরে’ ছবিটিকে ছাড়পত্র দিলেও ট্রেলারকে ছাড়পত্র দেয়নি। আমরা বোর্ডের চেয়ারম্যানকে প্রশ্ন করতে চাই, এটা কেমন সিদ্ধান্ত? বোর্ডে এসব লোক কারা? সেন্সর বোর্ডের এতো বড় তামাশা তো হতে পারে না।”

‘৭২ হুরে’ সিনেমার দৃশ্য বলা জরুরি, ‘৭২ হুরাইন’ ছবিটি ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি স্বল্প পরিসরে মুক্তি পেয়েছিল। এটির জন্য সেরা নির্মাতা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সঞ্জয় পুরাণ সিং চৌহান। সেই ছবিটি এবার পড়লো সেন্সর বোর্ডের বাধার মুখে।

এই ছবিতে অভিনয় করেছেন আমির বশির, রাশীদ নাজ, পবন মালহোত্রা, সারু মাইনি, আশোক পাঠক প্রমুখ। আগামী ৭ জুলাই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

ট্রেলার: 

/কেআই/
সম্পর্কিত
উপদেষ্টা আসিফের বই: অফলাইন-অনলাইনে চলছে ‘ইতিহাস’ উপস্থাপন নিয়ে বিতর্ক
উপদেষ্টা আসিফের বই: অফলাইন-অনলাইনে চলছে ‘ইতিহাস’ উপস্থাপন নিয়ে বিতর্ক
‘সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’ নিয়ে বিতর্ক
‘সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’ নিয়ে বিতর্ক
রাষ্ট্রীয় কর্মসূচি ও পরিকল্পনায় তরুণদের যুক্তির প্রতিফলন ঘটানোর আহ্বান
প্লাস্টিক ব্যবহার ও বাস্তবতা বিষয়ক জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৪রাষ্ট্রীয় কর্মসূচি ও পরিকল্পনায় তরুণদের যুক্তির প্রতিফলন ঘটানোর আহ্বান
ট্রাম্পের মনোনীতরা পরিবর্তন আনবেন: রিপাবলিকান নেতা
ট্রাম্পের মনোনীতরা পরিবর্তন আনবেন: রিপাবলিকান নেতা
বিনোদন বিভাগের সর্বশেষ
যে কারণে লেবাননে নিষিদ্ধ ‘স্নো হোয়াইট’
যে কারণে লেবাননে নিষিদ্ধ ‘স্নো হোয়াইট’
সানফ্রানসিসকোতে সংবর্ধিত ড. অণিমা রায়
সানফ্রানসিসকোতে সংবর্ধিত ড. অণিমা রায়
শাশুড়িকে বাংলার ‘বাঘিনী’ আখ্যা দিলেন কারিনা
শাশুড়িকে বাংলার ‘বাঘিনী’ আখ্যা দিলেন কারিনা
দশ অভিনয়-প্রতিভার খোঁজ!
দশ অভিনয়-প্রতিভার খোঁজ!
তবুও কানাডা সফরে সাবিনা...
তবুও কানাডা সফরে সাবিনা...