X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

এই মাহফুজ আহমেদকে আমি চিনি না: অপি করিম

বিনোদন রিপোর্ট
২৭ জুন ২০২৩, ১৫:৩৫আপডেট : ২৭ জুন ২০২৩, ১৭:১১

সুবর্ণা মুস্তাফা আর জয়া আহসানের পর এবার মাহফুজ আহমেদ প্রসঙ্গে মুখ খুললেন অপি করিম। বলা দরকার, এই তিন গুণী অভিনেত্রীর সঙ্গে অসংখ্য কাজ করেছেন মাহফুজ আহমেদ। লম্বা বিরতির পর যখন এই অভিনেতার সিনেমা ‘প্রহেলিকা’ মুক্তির প্রহর গুনছে, তখন একে একে তার নায়িকারাও মুখ খুলতে শুরু করেছেন।

অপি করিম তো ভিডিও বার্তায় অকপটে বলেই দিলেন, ‘এই মাহফুজ আহমেদকে আমি চিনি না!’ তিনি আরও কথা বলেছেন ছবিটির নির্মাতা চয়নিকা চৌধুরী, চিত্রনাট্যকার পান্থ শাহরিয়ার, অভিনেতা নাসিরউদ্দিন খান, নায়িকা শবনম বুবলী প্রসঙ্গেও। 

বুবলী ও মাহফুজ আহমেদ অপির ভাষায়, ‘‘চয়নিকা চৌধুরী অত্যন্ত যত্ন নিয়ে কাজ করেন। ‘প্রহেলিকা’র টিজার, গান ও বিভিন্ন স্থিরচিত্র দেখে আমার মনে হচ্ছে, তার যে কমফোর্ট জোন, সেখান থেকে বেরিয়ে তিনি এই কাজটি করেছেন। এর একটাই কারণ মনে হলো, তিনি এবার নতুন কিছু দেয়ার চেষ্টা করেছেন।’’

অপি জানান, এ পর্যন্ত ‘প্রহেলিকা’র যেটুকু আভাস দেখেছেন তার মধ্যে সবচেয়ে মুগ্ধ হয়েছেন নাসিরউদ্দিন খান ও শবনম বুবলীর ‘হৃদয় দিয়ে’ গানটি দেখে ও শুনে। তার ভাষায়, ‘নাসির-বুবলীর গানটা দেখে দশগুণ আগ্রহ বেড়ে গেছে ছবিটি দেখার। বিশেষ করে এতে নাসিরউদ্দিন খানের চরিত্রটি কেমন হবে, সেটা দেখার জন্য আমি ব্যাকুল হয়ে আছি। আমি বলবো, বুবলী ভাগ্যবান এমন একটি ছবিতে তিনি যুক্ত হয়েছেন। আমি হলফ করে বলতে পারি বুবলী অসাধারণ কাজ করেছে এতে।’

একইভাবে অপি করিম প্রশংসা করলেন ‘প্রহেলিকা’র চিত্রনাট্যকার পান্থ শাহরিয়ারের। তিনি মনে করেন, এই ছবির নায়ক আসলে এর চিত্রনাট্যকার।

শেষে অপি করিম মুখ খুললেন তার কাছে অচেনা লাগা মাহফুজ আহমেদ প্রসঙ্গে। তার ভাষায়, ‘ছবিটির গান, টিজার দেখে সবচেয়ে অন্যরকম লেগেছে মাহফুজ আহমেদকে। আমরা একসঙ্গে অসংখ্য কাজ করেছি, কিন্তু এই মাহফুজ আহমেদ আমার পুরোপুরি অচেনা লাগছে। মনে হলো, আমি তাকে চিনি না। এখন অপেক্ষা পর্দায় সেই মনাকে দেখার।’

শেষে দর্শকদের হলে গিয়ে ছবিটি দেখার অনুরোধ করেন অপি করিম। বলেন, ‘‘আমার দুঃখ রয়েছে চয়নিকা চৌধুরীর প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’ হলে গিয়ে দেখতে পারিনি। তবে এবার সেটা মিস হবে না, কথা দিচ্ছি। দর্শকদেরও অনুরোধ করবো হলে আসুন, ছবিটি একসঙ্গে দেখি।’’

এদিকে এরমধ্যেই ঈদে মুক্তি প্রতীক্ষিত ছবিগুলোর ভিড়ে আলাদা জায়গা করে নিয়েছে মাহফুজ আহমেদের সিনেমা ‘প্রহেলিকা’। ছবিটির দুই গান, ট্রেলার দেখে আগ্রহ জন্মেছে দর্শক মনে। প্রশংসা করে ভিডিও বার্তা দিয়েছেন শাবনূর, পূর্ণিমা, চঞ্চল চৌধুরীসহ অনেকেই।

‘প্রহেলিকা’ প্রসঙ্গে মাহফুজ আহমেদের ভাষ্য এমন, ‘ছবিটির গল্প আমরা বলবো না। এমনকি গল্পের ধারণাটিও প্রকাশ করতে চাই না। তবে এটুকু বলি, যেকোনও মানুষ সারা জীবন মনের মানুষকে খুঁজে ফেরে। সেটা শেষ পর্যন্ত পায় কিনা, এটা বড় একটা প্রশ্ন। ছবিটিতে সেই প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করেছি আমরা।’

উল্লেখ্য, ‘প্রহেলিকা’য় মাহফুজ আহমেদ ও বুবলীর সঙ্গে আরও অভিনয় করেছেন নাসিরউদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু প্রমুখ। সিনেমার গান লিখেছেন আসিফ ইকবাল। রঙ্গন মিউজিকের ব্যানারে এটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নারী দিবসে অপির ৩ প্রশ্ন
নারী দিবসে অপির ৩ প্রশ্ন
প্রিয় অভিনেতাকে উপন্যাসেও টানলেন নির্মাতা
প্রিয় অভিনেতাকে উপন্যাসেও টানলেন নির্মাতা
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
কলকাতা ফিল্মফেয়ারে ঢাকাই অভিনেত্রীদের দাপট
কলকাতা ফিল্মফেয়ারে ঢাকাই অভিনেত্রীদের দাপট
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রতিযোগিতার আসন থেকে বিচারকের চেয়ারে!
কান উৎসব ২০২৫প্রতিযোগিতার আসন থেকে বিচারকের চেয়ারে!
প্রথম একসঙ্গে...
প্রথম একসঙ্গে...
মহান মে দিবসে ‘নোঙর তোল তোল’
মহান মে দিবসে ‘নোঙর তোল তোল’
‘দ্য ফ্যামিলি ম্যান’ অভিনেতার রহস্যময় মৃত্যু!  
‘দ্য ফ্যামিলি ম্যান’ অভিনেতার রহস্যময় মৃত্যু!  
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
উত্তর আমেরিকায় দারুণ সূচনা