X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

নারায়ণগঞ্জের ভালবাসায় সিক্ত সজল-পূজা-রোশান

আরিফ হোসাইন কনক, নারায়ণগঞ্জ
২৬ এপ্রিল ২০২৩, ২১:০৫আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ২১:০৫

এবারের ঈদে মুক্তি পাওয়া অন্যতম আলোচিত ছবি ‘জ্বীন’। ঢাকার মাল্টিপ্লেক্সে ছবিটির সেল বেশ ভালো। মুক্তির ৫ দিনের মাথায় তারই প্রতিচ্ছবি মিললো ঢাকার অদূরে নারায়ণগঞ্জ শহরে।

বুধবার (২৬ এপ্রিল) বিকালে শহরের ডিআইটি এলাকার সিনেস্কোপ-এ হাজির হন ছবির দুই নায়ক সজল ও রোশান, নায়িকা পূজা চেরী, প্রযোজক আব্দুল আজিজসহ সংশ্লিষ্টরা। তার সিনেমা হলটি ঘুরে দেখেন এবং উপস্থিত দর্শকদের ভালবাসায় সিক্ত হন। কেক কেটে আনন্দ ভাগাভাগি করে নেন ভক্তদের সঙ্গে।   

অভিনেতা আব্দুন নূর সজল বলেন, ‘একেবারে নতুন আঙ্গিকের একটি সিনেমা। নারী-শিশুসহ সবাই সিমেনাটি দেখতে এসেছেন। এটি দেখে আমরাও আনন্দিত। ভক্তদের কাছে আমি কৃতজ্ঞ। আগামীতে তাদেরকে আরও ভাল কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো।’ 

অভিনেত্রী পূজা চেরী বলেন, ‘এখনও যারা দেখেননি, তারা সবাই সিনেমা হলে এসে মুভিটি দেখবেন। দেখে আপনারাই বলবেন সিনেমাটি কেমন হয়েছে। আমরা আপনাদের জন্য কাজ করছি।’

নারায়ণগঞ্জের ভালবাসায় সিক্ত সজল-পূজা-রোশান এসময় নায়ক-নায়িকাকে দেখতে ভক্তরা ভিড় জমায়। ভক্তদের সাথে সেলফিতে আবদ্ধ হন তারা। এক পর্যায়ে ফারহানা মিতু নামে এক ভক্ত অভিনেতা সজলের কাছে গিয়ে তার একটি নাটকের দৃশ্যের সংলাপ শোনান। এতে আবেগাপ্লুত হন সজল।

এ বিষয়ে ভক্ত ফারহানা মিতু বলেন, ‘অভিনেতা সজলের সাথে কথা বলেছি। তার পুরনো একটি নাটকের ডায়লগ বলে তাকে শুনিয়েছি। তিনি খুব খুশি হয়েছেন। আমি তার একজন ভক্ত। তার সাথে কথা বলে খুব ভালো লাগছে।’

নারায়ণগঞ্জের একমাত্র আধুনিক হল সিনেস্কোপ-এর নির্বাহী পরিচালক মো. রবি বলেন, ‘‘জ্বীন’ সিনেমার সদস্যরা এসেছেন। তারা কেক কেটে সিনেমা হলের দর্শকদের সাথে কথা বলেছেন। সেই সাথে ভক্তদের সাথে সেলফি ও ছবি তুলে দীর্ঘ সময় কাটিয়েছেন। এটা আমাদের সিনেস্কোপের জন্য একটা বড় প্রাপ্তি। এবার ঈদের দিন থেকে ‘জ্বীন’ সিমেনাটি সিনেস্কোপে চলছে। দর্শকদের বেশ সাড়া পেয়েছি। গত কয়েকদিন ধরে হাউজফুল যাচ্ছে।’’ নারায়ণগঞ্জের ভালবাসায় সিক্ত সজল-পূজা-রোশান

/এমএম/
সম্পর্কিত
দীঘি আউট পূজা ইন!
দীঘি আউট পূজা ইন!
পাবনা গেলেন পূজা!
পাবনা গেলেন পূজা!
যে কারণে নয়াবাজারে ইমন-পূজা
যে কারণে নয়াবাজারে ইমন-পূজা
জন্মদিনে পূজা চেরীকে সারপ্রাইজ
জন্মদিনে পূজা চেরীকে সারপ্রাইজ
বিনোদন বিভাগের সর্বশেষ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী