X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

জাপানে থেকে মস্কোর ডাক পেলেন জয়া

বিনোদন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৩, ০০:০৫আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৪:১৪

এই মুহূর্তে চেরি ফুলের দেশ জাপানে অবস্থান করছেন অভিনেত্রী জয়া আহসান। গত কিছু দিন ধরে সেখানকার বিভিন্ন শহর চষে বেড়াচ্ছেন অভিনয়ের দেবী। নাতিশীতোষ্ণ আবহাওয়ায় উপভোগ করছেন চেরি ফুলের সৌন্দর্য, জানার চেষ্টা করছেন নগর, মানুষ ও জীবনের গল্প। এমন উপভোগ্য ভ্রমণের মাঝেই ফুরফুরে করে দেয়ার মতো খবর এলো জয়া বরাবর। তার অভিনীত ছবি নির্বাচিত হয়েছে বিখ্যাত ‘মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ।

আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এ উৎসবের ৪৫তম আসর। চলবে ২৭ এপ্রিল অব্দি। এর মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে জয়ার ‘পেয়ারার সুবাস’ ছবিটি। যেটি নির্মাণ করেছেন গুণী নির্মাতা নুরুল আলম আতিক।

বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় খবরটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন উৎসবের এ আসরের অন্যতম বিচারক যুবরাজ শামীম। তার নির্মিত ‘আদিম’ ছবিটি গত বছর মস্কো উৎসবে ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’সহ ‘নেটপ্যাক সম্মাননা’ অর্জন করে। সেই সুবাদে এ বছর তিনি উৎসবের বিচারকের আসনে।

এদিকে উৎসবের ফেসবুক পেজে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হওয়া ছবিগুলোর একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে জ্বলজ্বল করছে ‘পেয়ারার সুবাস’র নাম। ইংরেজিতে এর নাম ‘দ্য সেন্ট অব সিন’।

‘পেয়ারার সুবাস’র দৃশ্যে জয়া আহসান এবারের উৎসবে প্রতিযোগিতা বিভাগে লড়বে ১৫টি দেশের ১২টি সিনেমা। এতে বাংলাদেশ ছাড়াও থাকছে রাশিয়া, ফ্রান্স, চীন, আর্জেন্টিনা, সার্বিয়া, ব্রাজিল, বলিভিয়া, উরুগুয়ে, মেক্সিকো, কানাডা, জাপান প্রভৃতি দেশের ছবি।

উল্লেখ্য, ‘পেয়ারার সুবাস’র বয়স প্রায় বছর সাতেক। ২০১৬ সালের দিকে এর কাজ শুরু হয়েছিল। তবে নানা জটিলতায় পিছিয়েছে, দীর্ঘ হয়েছে কাজের সময়। ছবিটিতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু প্রমুখ।

/কেআই/
সম্পর্কিত
কেমন কাটছে জয়ার এবারের নববর্ষ?
কেমন কাটছে জয়ার এবারের নববর্ষ?
মুক্তি পেল ‘জিম্মি’
মুক্তি পেল ‘জিম্মি’
লোভে পাপ, পাপে ‘জিম্মি’; ট্রেলার জানিয়ে দিলো তাই…  
লোভে পাপ, পাপে ‘জিম্মি’; ট্রেলার জানিয়ে দিলো তাই…  
এবার জয়ার হাতে ‘কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার
এবার জয়ার হাতে ‘কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার
বিনোদন বিভাগের সর্বশেষ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী