X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

তাদের স্কুল জীবনে ফেরা

বিনোদন রিপোর্ট
১৬ মার্চ ২০২৩, ১৮:৩১আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৯:১৭

ছবিগুলো দেখে চমকে ওঠার মতো। যেন সত্যি সত্যি স্কুল জীবনে ফিরে গেছেন সাজু খাদেম, নাজনীন হাসান চুমকি, আহসান হাবিব নাসিমদের মতো অভিনেতারা।

পরনে তাদের স্কুলের সাদা-নীল পোশাক। অভিব্যক্তিতে শৈশবে ফিরে যাওয়ার আনন্দ। বৃহস্পতিবার (১৬ মার্চ) সোশ্যাল হ্যান্ডেলে এমনই কিছু ছবি প্রকাশ করেন অভিনেত্রী নাজনীন হাসান চুমকি।

ছবিগুলোর রহস্য উন্মোচন করলেন অভিনেতা সাজু খাদেম। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, এটি মূলত একটি নাটকের ছবি। যার শুটিং বৃহস্পতিবার সকাল থেকে চলছে কক্সবাজার সমুদ্র সৈকতে। রাজিবুল ইসলাম রাজিবের রচনা ও নির্দেশনায় নাটকটির নাম ‌‘আজ আমাদের ছুটি’।

কক্সবাজার থেকে অভিনেতা বলেন, ‘বহুকাল পর সবাই যখন স্কুল ড্রেস পরে শুটিংয়ে নামলাম, তখন মনে হলো নিজেদের শৈশবটাকে সত্যিই ফিরে পেয়েছি। সবাই যেন স্কুল জীবনে ফিরে গেছি। শুটিং করছি অনেক মজা করে। আমার মনে হচ্ছে, নাটকটি বিশেষ কিছু হবে।’

ঈদের জন্য নির্মাণ চলতি এই নাটকে আরও অভিনয় করছেন মাজনুন মিজান, তানভীর মাসুদ, হিমি হাফিজ প্রমুখ।

নাটকটির গল্পটা এমন, একদল বয়স্ক লোক কক্সবাজার বেড়াতে যায়। যাওয়ার পর তাদের মনে হয় স্কুল জীবনের কোনও শিক্ষা সফরে এসেছেন তারা। 

আহসান হাবিব নাসিম, তানভীর মাসুদ, নাজনীন হাসান চুমকি ও হিমি হাফিজ সাজু খাদেমের ভাষায়, ‘এটা অনেকটা ফেলে আসা আনন্দময় জীবনটাকে ফিরে পাওয়ার কল্পনার মতো। আমরা এখানে কয়েকজন বয়স্ক মানুষ এসেছি অবকাশ যাপন করতে। কিন্তু বাস থেকে নামার পর আমাদের কেন জানি মনে হলো স্কুলের পিকনিক বা শিক্ষা সফরে এসেছি। এরপর পুরোটাজুড়ে আমরা সেই স্কুল জীবনের কল্পনাতেই আটকে যাই। একটা সময় আমরা অবশ্য টের পাই, সারাদিন যা ভেবেছি আসলে তো তা নয়!’  

‘আজ আমাদের ছুটি’ নাটকটির শুটিং কক্সবাজারের বিভিন্ন স্থানে শুটিং হবে আরও দু’দিন। এটি ঈদ উৎসবের জন্য নির্মিত হচ্ছে।

 

/এমএম/
সম্পর্কিত
‘আলো আসবেই’ সদস্য সাজু-ঊর্মিলাকে শোকজ লেটার
‘আলো আসবেই’ সদস্য সাজু-ঊর্মিলাকে শোকজ লেটার
বিটিভি তো নয়, যেন বিয়েবাড়ি!
বিটিভি তো নয়, যেন বিয়েবাড়ি!
‘গায়ে লোশন মেখে নির্বাচনের দিন ভোট দিতে যান’
তারকা যখন ভোটার‘গায়ে লোশন মেখে নির্বাচনের দিন ভোট দিতে যান’
আগস্টে আসছে ‘১৯৭১ সেই সব দিন’
আগস্টে আসছে ‘১৯৭১ সেই সব দিন’
বিনোদন বিভাগের সর্বশেষ
যে কারণে লেবাননে নিষিদ্ধ ‘স্নো হোয়াইট’
যে কারণে লেবাননে নিষিদ্ধ ‘স্নো হোয়াইট’
সানফ্রানসিসকোতে সংবর্ধিত ড. অণিমা রায়
সানফ্রানসিসকোতে সংবর্ধিত ড. অণিমা রায়
শাশুড়িকে বাংলার ‘বাঘিনী’ আখ্যা দিলেন কারিনা
শাশুড়িকে বাংলার ‘বাঘিনী’ আখ্যা দিলেন কারিনা
দশ অভিনয়-প্রতিভার খোঁজ!
দশ অভিনয়-প্রতিভার খোঁজ!
তবুও কানাডা সফরে সাবিনা...
তবুও কানাডা সফরে সাবিনা...