X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

অভিনয়ে নির্মাতা সেলিম, সঙ্গে একঝাঁক তারকা

বিনোদন রিপোর্ট
১১ মার্চ ২০২৩, ১৩:১১আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৪:১৪

সত্য ঘটনার ছায়ায় নির্মাণ করা হয়েছে ওয়েব সিরিজ ‘মারকিউলিস’। আবু শাহেদ ইমনের পরিচালনায় এই সিরিজে অভিনয় করেছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, তার সঙ্গে রয়েছেন এক দল তারকা শিল্পী।

এরমধ্যে উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, সাবিলা নূর, ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, রাশেদ মামুন অপু, শরীফ সিরাজ, সাবেরী আলম, আইশা খান, নাজিবা বাশার, পৌষালী অথৈ, মিলি বাশার, নাফিস আহমেদ, আফিয়া তাবাসসুম বর্ণ, মাজনুন মিজান, অশোক বেপারীসহ অনেকেই।
 
এই প্রথম কোনও ওয়েব সিরিজে কাজ করেছেন সাবিলা নূর। কাজের অভিজ্ঞতা ইউনিক ছিল জানিয়ে তিনি বলেন, ‘এই সিরিজে আমার চরিত্রের নাম জয়িতা। একটি মেয়ের জার্নির মাধ্যমে কিছু গল্প রিভিল হয়। একজন মেয়ে নতুন একটা ঘটনা নিয়ে কীভাবে তার জীবনকে কন্ট্রোল করবে সেটি এই সিরিজের মূল আলাপ।’
 
ফজলুর রহমান বাবু ও শরীফ সিরাজ সাবিলা আরও বলেন, ‘আসলে আমরা যখন টিভি সিরিজে কাজ করি তখন এত বড় টিমের সঙ্গে কাজ করার সুযোগ হয় না। এই কাজের অভিজ্ঞতা আমার সঙ্গে সারাজীবন থাকবে। এই সিরিজের সহশিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। শাহেদ ভাই অসাধারণ একজন পরিচালক। উনার কাজের প্রসেস খুবই দারুণ ও ইউনিক। এছাড়া মেকআপ, কস্টিউমসহ সব কিছু দারুণ ছিল।’

দর্শক এর আগে চরকিতে গিয়াস উদ্দিন সেলিমকে পরিচালক হিসেবে পেয়েছে। এবার তিনি আসছেন অভিনেতা হয়ে। এছাড়া চরকিতে প্রথম কাজ করছেন জাকিয়া বারী মম। তিনি বলেন, ‘মারকিউলিস একটা সিস্টেমের কথা বলে। একটা রাষ্ট্রযন্ত্রের কথা বলে। সিরিজের সব চরিত্রগুলোর নানা ডাইমেনশন আছে। আমার চরিত্র খুবই ইন্টারেস্টিং ছিল। কাজটাও বেশ ডিফরেন্ট হয়েছে। শাহেদ ভাইয়ের সঙ্গে প্রথম কাজ সব মিলিয়ে বেশ দারুণ সময় ছিল।’

আইশা খান পরিচালক আবু শাহেদ ইমন বলেন, ‘মারকিউলিস আমার প্রথম ওয়েব সিরিজ। এটার অভিজ্ঞতা চমৎকার। অন্য সিরিজের তুলনায় এই গল্পের ধরন মৌলিক। এই সিরিজে অনেকে অভিনয় করেছেন। সবার মিশেলে বেশ বড় আয়োজনের কাজটা হয়েছে।’

সিরিজের গল্প কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘মূলত এটি একটি মেয়ের গল্প। তার প্রেমিক একজনের হাতে খুন হন। ড্রামা থ্রিলার জনরার গল্প হলেও সামাজিক অনেক ঘটনা রয়েছে। এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে খুব সাধারণ দর্শকরাও এটা উপভোগ করতে পারে।’ মাজনুন মিজান ও জাকিয়া বারী মম

নির্মাতা জানান, শিগগিরই সিরিজটি উন্মুক্ত হবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

/এমএম/
সম্পর্কিত
লোভে পাপ, পাপে ‘জিম্মি’; ট্রেলার জানিয়ে দিলো তাই…  
লোভে পাপ, পাপে ‘জিম্মি’; ট্রেলার জানিয়ে দিলো তাই…  
প্রথম প্রকাশ, তবু কেন প্রচারহীন সাবিলা!
প্রথম প্রকাশ, তবু কেন প্রচারহীন সাবিলা!
রাফি ও রাফার ইপি অ্যালবাম ‘মিক্সটেপ’
রাফি ও রাফার ইপি অ্যালবাম ‘মিক্সটেপ’
জুলাই আন্দোলন নিয়ে ‘দ্য রিমান্ড’, প্রদর্শনে বাধা!
জুলাই আন্দোলন নিয়ে ‘দ্য রিমান্ড’, প্রদর্শনে বাধা!
বিনোদন বিভাগের সর্বশেষ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী