X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

নওয়াজুদ্দিনকে নিয়ে তার ভাইয়ের বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৩

বলিউড তারকা নওয়াজুদ্দিন সিদ্দিকি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। স্ত্রী আলিয়া সিদ্দিকির সঙ্গে তার আইনি লড়াই চলছে। নানা অভিযোগে বিতর্কিত হচ্ছেন অভিনেতা। এবার তাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তারই আপন ভাই শামস নবাব সিদ্দিকি।

শামসের দাবি, অভিনেতা হিসেবে পরিচিতি পাওয়ার পর থেকে বদলে গেছেন নওয়াজুদ্দিন। সবাই তাকে যেমনটা দেখেন, ব্যক্তি হিসেবে তিনি তেমনটা নন।
 
এক সাক্ষাৎকারে শামস বলেন, ‘আমার মনে হয় না, কেউ তার চেয়ে ভালো অভিনেতা। তিনি আমাদের খেয়াল রাখেন। কিন্তু তিনি কোনও ভাইয়ের ক্যারিয়ার প্রতিষ্ঠা করেননি। তিনি আমাদের জন্য সম্পত্তি কিনেছেন, কিন্তু তিনি আসলে তেমন নন, যেমনটা সবাই দেখেন। তিনি একজন জটিল মানুষ। তিনি মানুষকে ছুঁড়ে ফেলেন, আলিয়া এবং আমি সেরকম উদাহরণ।’

শামস জানান, নওয়াজুদ্দিন ও আলিয়ার বিয়ের আগে তারা তিনজনই বন্ধুর মতো ছিলেন। তাই একে-অপরের ভালো-মন্দ সব জানতেন। কিন্তু পরবর্তীতে বদলে যান নওয়াজ। শামসের ভাষ্য, ‘২০১০ সালের দিকে হবে হয়ত, যখনই তিনি অভিনেতা হিসেবে পরিচিতি পাওয়া শুরু করেন, তখনই তার মধ্যে পরিবর্তন চলে আসে।’

নওয়াজ ও আলিয়ার মধ্যে বিভিন্ন সমস্যা ছিলো। তবে নারী হিসেবে আলিয়া অনেক কিছুই সহ্য করেছেন বলে জানান শামস। 

বলা প্রয়োজন, শামস নবাব সিদ্দিকি একজন নির্মাতা। তিনি নওয়াজুদ্দিনকে নিয়ে ‘বোলে চুড়িয়া’ নামে একটি ছবি বানিয়েছেন। এছাড়া ‘মিনিস্টার কাম টুমরো’ নামের একটি ছবিও তার ঝুলিতে রয়েছে।
 
‘বোলে চুড়িয়া’তে কাজের ঘটনা জানিয়ে শামস বলেন, “সত্যি কথা বলতে ‘বোলে চুড়িয়া’ ছবিতে নওয়াজকে নিতে চাইনি। প্রযোজক আমায় চাপ দেন। তবে ছবিটির শুটিং শেষে যখন সম্পাদনার কাজ চলছে, প্যাচওয়ার্কের জন্য কিছু শুটের দরকার, তখন নওয়াজ হঠাৎ বলেন, তিনি ঠিকঠাক টাকা পাননি, তাই আর কাজ করবেন না। মাঝপথে ছবি ছেড়ে চলে গিয়েছিলেন। এমনকি পরে ছবির প্রচারেও অংশ নেননি। আমি তাকে অনেক কিছুই দিয়েছি, পরিবর্তে কিছুই পাইনি।”

সূত্র: হিন্দুস্তান টাইমস

/কেআই/এমএম/
সম্পর্কিত
যে সিনেমা থেকে বাদ পড়ে অঝোরে কেঁদেছিলেন নওয়াজ
যে সিনেমা থেকে বাদ পড়ে অঝোরে কেঁদেছিলেন নওয়াজ
নীরবতা ভাঙলেন নওয়াজ, স্ত্রীর বিরুদ্ধে লম্বা বিবৃতি
নীরবতা ভাঙলেন নওয়াজ, স্ত্রীর বিরুদ্ধে লম্বা বিবৃতি
টানা ছয় মাস একা থেকে নওয়াজুদ্দিনের উপলব্ধি
টানা ছয় মাস একা থেকে নওয়াজুদ্দিনের উপলব্ধি
ট্রান্সজেন্ডার চরিত্রে কাজের অভিজ্ঞতা জানালেন নওয়াজুদ্দিন
ট্রান্সজেন্ডার চরিত্রে কাজের অভিজ্ঞতা জানালেন নওয়াজুদ্দিন
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’র হল বেড়ে তিনগুণ!
‘জংলি’র হল বেড়ে তিনগুণ!
মাগুরার আছিয়াকে নিয়ে বাপ্পার গান
মাগুরার আছিয়াকে নিয়ে বাপ্পার গান
অভিমানে অবসরে...
অভিমানে অবসরে...
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
আড়াই বছর পর আবার ‘ব্যাচেলর পয়েন্ট’
আড়াই বছর পর আবার ‘ব্যাচেলর পয়েন্ট’