X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২
স্মরণে গাজী মাজহারুল আনোয়ার

‘যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন আমার বাবার নাম উচ্চারিত হবে’

বিনোদন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৫৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫২

ক’দিন আগেই খবরটা জানা গেছে। বাকি ছিল আনুষ্ঠানিকতা। জমকালো আয়োজনে সেটাও হলো। সপ্তাহান্তের (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর অভিজাত এলাকায় একটি বাড়ির উঠোনেই বসেছিল তারার হাট। যেখানে প্রকাশ করা হয়েছে কিংবদন্তি গীতিকবি প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের লেখা গানের নতুন সংস্করণ।

‘আইপিডিসি আমাদের গান’ থেকে প্রকাশ হয়েছে এটি। অনুষ্ঠানটির নতুন সিজনটি সাজানো হয়েছে গাজী মাজহারুল আনোয়ারের গানে। প্রথম গান ‘তুমি আরেকবার আসিয়া’ দিয়ে শুরু হলো এই পঞ্চম সিজনের প্রচার। যেটি গেয়েছেন অনিমেষ রায়। নতুন সংগীতায়োজনে ইমন সাহা।  

এ উপলক্ষে আইপিডিসি ও গাজী মাজহারুল আনোয়ারের পরিবার সমন্বিতভাবে চোখ ধাঁধানো আয়োজন করেছে। এতে হাজির হয়েছেন ঢাকাই সিনেমা ও সংগীতের অনেক তারকা। এরমধ্যে ছিলেন সুবর্ণা মুস্তাফা, সুচন্দা, চম্পা, মৌসুমী, ওমর সানী, আরিফিন শুভ, তারিন, বাপ্পারাজ, সম্রাট, ফেরদৌস আহমেদ, আঞ্জুমান আরা শিল্পী, বদরুল আনাম সৌদ, শওকত আলী ইমন, জুলফিকার রাসেল, মিফতাহ জামান, ন্যানসি, কোনাল, আলম আরা মিনু, ফেরদৌস আরা, কিশোর, জুয়েল মোর্শেদ, অপু আমানসহ অনেকে।

অনুষ্ঠানে নন্দিত নায়িকা-অভিনেত্রীরা এছাড়া গীতিকবির পরিবার থেকে উপস্থিত ছিলেন তার কন্যা-গায়িকা দিঠি আনোয়ার, পুত্র শরফরাজ আনোয়ার উপল, স্ত্রী জহুরা আনোয়ার প্রমুখ।

গান প্রকাশের আগে মঞ্চে ওঠেন দিঠি ও উপল। তারা দুজনই বাবা গাজী মাজহারুল আনোয়ারকে ঘিরে নেওয়া এই উদ্যোগের পেছনের গল্প শোনান। সেই সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর তাদের সঞ্চালনাতেই পরিবারের অন্য সদস্য এবং তারকারা মাইক্রোফোন হাতে স্মৃতিচারণ ও মন্তব্য করেন।

দর্শকের আসনে নায়িকা শিল্পী, নায়ক বাপ্পারাজ ও আরিফিন শুভ দিঠি আনোয়ার বলেন, “আমরা চিন্তা করছিলাম বাবার কাজগুলোকে কীভাবে সংরক্ষণ করা যায়। যেটা তরুণ প্রজন্মের জন্য পথের পাথেয় হয়ে থাকবে। সেই ভাবনা থেকেই ২০২১ সালে বাবার জন্মদিনে তার লেখা গানের ওপর একটি বই প্রকাশ হয় ‘অল্প কথার গল্প গান’। সেই বইটির নতুন সংস্করণ বের হয়েছে এ বছর। কিন্তু বাবার বিশ হাজারের ওপরে গান। সব এখনও সংগ্রহ করতে পারিনি, চেষ্টা চলছে। তো বাবার কাজকে ডিজিটালি সংরক্ষণ এবং তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার জন্যই এই উদ্যোগটি নেওয়া হয়েছে।”

বলা জরুরি, ‘তুমি আরেকবার আসিয়া’ গানের সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী। এটি গেয়েছিলেন রথীন্দ্রনাথ রায়।

গাজী মাজহারুল আনোয়ারের পুত্র উপলের মন্তব্য, ‘আমি এটা বিশ্বাস করি যে যতদিন বাংলাদেশের সংগীত, সংস্কৃতির অস্তিত্ব থাকবে, যতদিন এই বাংলাদেশ থাকবে, ততদিন আমার বাবা গাজী মাজহারুল আনোয়ারের নাম উচ্চারিত হবে সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধায়। আমার বাবার সৃষ্টিকর্ম এত সমৃদ্ধ, তিনি সারা জীবন আমাদের কাছে স্মরণীয়-বরণীয়। তিনি অমর হয়ে থাকবেন। নিরলস পরিশ্রমের মাধ্যমে যারা এই আয়োজন করেছেন, সেই আইপিডিসি টিমকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই।’

অনুষ্ঠান স্থলে গাজী মাজহারুল আনোয়ার ও তার হাতে লেখা গীতিকবিতার স্থিরচিত্র সংগীত পরিচালক ইমন সাহা বলেন, ‘দিঠি ও উপল এত সুন্দর একটি আয়োজন করেছে, এজন্য তাদের ধন্যবাদ। শুধু গাজী কাকুর গানগুলো না, গানের সঙ্গে যেসব শিল্পী, সুরকার, সংগীত পরিচালক ছিলেন, তারাও নতুনভাবে এ প্রজন্মের সামনে আরও অনেক দিন বেঁচে থাকবেন। আসলে মানুষ এখন কাউকে মনে রাখে না। এত বিক্ষিপ্ত হয়ে গেছে মানুষ। সেজন্য তাদের মনে করিয়ে দিতে হয়। সেই উদ্যোগটা আইপিডিসি নিয়েছে, এজন্য তাদেরও ধন্যবাদ। সবাই গাজী কাকুর আত্মার জন্য দোয়া করবেন।’

সবশেষে সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ‘আলোক সন্ধ্যা’ শীর্ষক এই আসর।

উল্লেখ্য, ‘আইপিডিসি আমাদের গান’র এই সিজনে মোট আটটি গান থাকছে। সবগুলোই গাজী মাজহারুল আনোয়ারের লেখা বিখ্যাত গান। যেগুলো ইমন সাহার সংগীতায়োজনে এ প্রজন্মের শিল্পীরা গেয়েছেন। প্রতি মাসে একটি করে গান প্রকাশ হবে বলে জানান আয়োজকরা।

ছবি: কামরুল ইসলাম

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
মেলায় গাজী মাজহারুল আনোয়ারের নতুন বই
মেলায় গাজী মাজহারুল আনোয়ারের নতুন বই
‘ফিরতে হবে গাজী মাজহারুল আনোয়ারদের কাছেই’
‘ফিরতে হবে গাজী মাজহারুল আনোয়ারদের কাছেই’
দুই সংগীত কিংবদন্তির আসা-যাওয়ার দিন
দুই সংগীত কিংবদন্তির আসা-যাওয়ার দিন
৮ শিল্পীর কণ্ঠে সেই ঐতিহাসিক গান (ভিডিও)
৮ শিল্পীর কণ্ঠে সেই ঐতিহাসিক গান (ভিডিও)
বিনোদন বিভাগের সর্বশেষ
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
জসিম আহমেদের উদ্যোগে বাংলায় কোরিয়ান সুপারহিট সিরিজ
জসিম আহমেদের উদ্যোগে বাংলায় কোরিয়ান সুপারহিট সিরিজ
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!