সিনে বিশ্বের সবচেয়ে বড় উৎসব ‘কান ফেস্টিভ্যাল’। ফ্রান্সের কান শহর প্রতি বছর এই উৎসবে জমজমাট হয়ে ওঠে। আর সেরা থেকে সেরা সিনেমা-শিল্পী-কুশলীরা পায় পুরস্কার। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সিনেমারও কান-সফর বেড়েছে। যদিও এখনও প্রাপ্তির ঝুলি শূন্য। তবে প্রচেষ্টা জারি রয়েছে।
সেই প্রচেষ্টার তালিকায় নতুন নাম ‘প্যাসেঞ্জার’। এটি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। যেটি বানানো হয়েছে মূলত বিভিন্ন উৎসবে অংশ নেওয়ার উদ্দেশ্যে। বিশেষত কান উৎসব।
শর্টফিল্মটি নির্মাণ করেছেন ইভান মনোয়ার। এতে অভিনয় করেছেন মীর রাব্বি, আনোয়ার ও সাদিয়া মাহি। পেন্টাগন ফিল্মসের ব্যানারে এটি প্রযোজনা করেছেন অন্তু করিম। গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে। লোকেশন ছিলো আনন্দ-ছন্দ সিনেমা হল, খিলক্ষেত বাস স্টপেজ, কুড়িল বিশ্বরোড টু টিকাটলিসহ ঢাকার বিভিন্ন জায়গা।
নির্মাতা ইভান মনোয়ারের স্পষ্ট মন্তব্য, “প্যাসেঞ্জার’ বানানো হয়েছে মূলত কান ফিল্ম ফেস্টিভ্যালের অংশ নেওয়ার স্বপ্ন থেকে। এর গল্পে প্রেম-রোমান্স, সাসপেন্স ও থ্রিলারের মিশ্রণ রয়েছে। বিভিন্ন উৎসব শেষে এটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে।
প্রযোজক অন্তু করিম বলেন, ‘অনেকদিন পর প্রযোজনায় ফিরলাম। ‘প্যাসেঞ্জার’ টিমের সবার স্পিড আমার ভালো লেগেছে। আশা করি শর্টফিল্মটি আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করবে।’
নির্মাতা জানান, এই স্বল্পদৈর্ঘ্যের টাইটেল গান লিখেছেন রবিউল ইসলাম জীবন। আপেল মাহমুদ এমিলের সংগীতায়োজনে তাতে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান ও আনিকা। শুটিং শেষে ছবিটি এখন সম্পাদনার টেবিলে।