X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২
ফিল্ম রিভিউ

আমোদিত করার মতো ছবি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’

আহসান কবির
২৪ জানুয়ারি ২০২৩, ১০:১০আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৯

শিশু-কিশোরদের নিয়ে হলে গিয়ে দেখার মতো এক ছবি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ কিশোর উপন্যাস অবলম্বনে নির্মিত ছবি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। মুহম্মদ জাফর ইকবালের লেখা প্রথম গানের ছবি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। আবু রায়হান জুয়েল পরিচালিত প্রথম ছবি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। সুন্দরবনকে ভিন্ন চোখে দেখানোর এক উত্তেজনাময় ছবি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। ২০১৮-১৯ অর্থবছরে ‘নসু ডাকাত কুপোকাত’ নামে সরকারি অনুদান পাওয়া ছবির নাম বদল করে রাখা নতুন ছবি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। শিশু-কিশোরদের ছবি উৎসবের জন্য সুন্দরবনের এক লঞ্চযাত্রা ও অ্যাডভেঞ্চারের গল্প ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।

শিশু-কিশোরদের নিয়ে এই লঞ্চযাত্রায় প্রথমেই দেরি করে আসে ছবির নায়ক রাতুল। সে স্পাইডারম্যানের মতো লাফ দিয়ে এক লঞ্চ থেকে আরেক লঞ্চে যায়। বাচ্চারা তার নাম দেয় স্পাইডারম্যান আংকেল। লঞ্চে শিশুদের সঙ্গে আরও থাকে গাইড তৃষা, দেশের নামকরা এক কবি, নাট্যকার, নায়িকা, নায়িকার মা এবং স্পন্সরকারী টিমের সদস্যরা। এর ভেতরে কৌশলে ঢুকে পড়ে রাজা নামের এক কিশোর, লঞ্চের সারেং তাকে লঞ্চে নিতে চায় না। মনে করে সে চুরি করে নিয়ে যাবে অনেক কিছু। তবু তাকে লঞ্চে নিয়ে নেয় রাতুল।

এরপর টুকটাক উত্তেজনাময় ঘটনা ঘটতে থাকে। গাইড দলের প্রধান তৃষা জানায়, স্পন্সরকারী দলের কাউকে কিছু বলা যাবে না। কোনও কারণে যদি তারা খেপে যায় এবং স্পন্সর না করে তাহলে বন্ধ হয়ে যাবে ইভেন্ট। এদিকে নায়িকা জানায়, আইফোন হারিয়ে গেছে এবং সেটা নিয়েছে ওই রাজা। পরে দেখা যায় রাজা নেয়নি!

কবি সুন্দরবন ঘুরতে নেমে সেখানেই থেকে যেতে চান। তাকে খুঁজতে বের হয় রাতুল ও বনরক্ষীরা। লঞ্চযাত্রায় দেরি হলে ডুবোচরে আটকা পড়ে লঞ্চ, ডাকাত হামলে পড়ে শিশুদের ওপর। জীবন বাজি রেখে রাতুল ও রাজা বুদ্ধিমত্তার জোরে ঘায়েল করতে সমর্থ হয় ডাকাতদের। রাতুলের এই ক্রেডিট নিতে চায় অন্যজন। পরে রাতুলের কাছেই ফেরে তৃষা এবং রাজা।

জনপ্রিয় হওয়া ‘রাতুলের রাত রাতুলের দিন’র কাহিনীর মতো এই ছবির সবচেয়ে ভালো দিক ফটোগ্রাফি। এক কথায় দুর্দান্ত। ফটোগ্রাফিতে ছিলেন সুমন সরকার। তার জন্য থ্রি চিয়ার্স। ছবির আরেক ভালো দিক অভিনয়। ‘মৃধা বনাম মৃধা’ ছবির অভিমানী ছেলে সিয়াম, ‘দামাল’র দুর্দান্ত স্ট্রাইকার সিয়াম, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র ছোটদের বন্ধু বা স্পাইডার আংকেল সিয়াম। ছোটদের মতো হতে চেয়ে জীবনের অন্যতম সেরা অভিনয় দেখিয়েছেন সিয়াম এই ছবিতে।

তৃষা চরিত্রে পরীমণিও ধন্যবাদ পেতে পারেন স্বাভাবিক অভিনয় করার জন্য। কচি খন্দকার আর আজাদ আবুল কালামের আতলামি কাম কমেডিও ভালো লেগেছে। ভালো লেগেছে শহীদুল আলম সাচ্চুর সিরিয়াসনেস আর শিশুদের মধ্যে রাজার অভিনয়। নসু ডাকাত চরিত্রে মনে রাখার মতো অভিনয় করেছেন আশীষ খন্দকার। ভারতের কুখ্যাত ডাকাত রমেশ বা মালখান সিং, আমেরিকার বুচ কাসিডি বা সানডান্স কিড অথবা শোলে ছবির গাব্বার সিংয়ের মতো নসু ডাকাতকেও শিশু-কিশোররা ভয়ংকর এক মানুষ হিসেবেই মনে রাখবে।

সমালোচক আহসান কবির ছবির আরেক ভালো দিক এর গান। ‘আয় আয় সব তাড়াতাড়ি’ বাচ্চাদের জন্য নিবেদিত এই গানটি লিখেছেন মুহম্মদ জাফর ইকবাল নিজেই। কণ্ঠ দিয়েছেন ইমন চৌধুরী ও  জয়িতা দত্ত। শফি মণ্ডলের গাওয়া ‘সারেং ছাড়া জাহাজ চলে কার ইশারায় কীসের বলে’- গানটি লিখেছেন দেওয়ান লালন আহমেদ বাপ্পী। ‘আসল ছাইড়া নকল রঙে’ শিরোনামের গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, গানে কণ্ঠ দিয়েছেন শামীম হাসান ও কোনাল। আবহসংগীত ও সিনেমার এই তিন গানের সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। শরীফ আল দীনের লেখা ‘তুই কী আমায় ভালোবাসিস’ শিরোনামের শ্রুতিমধুর গানটি সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল।

আমোদিত করার মতো ছবি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। দুই দফা পিছিয়ে ছবিটি মুক্তি পেয়েছে গত ২০ জানুয়ারি। ছবির প্রযোজক মুশফিকুর রহমান মঞ্জু ও আবু রায়হান জুয়েল। মুশফিকুর রহমান মঞ্জু এই ছবিতে অভিনয়ও করেছেন। নির্মাতা প্রতিষ্ঠান বঙ্গ’র জন্য শুভ কামনা। প্রথম ছবি হিসেবে আবু রায়হান জুয়েলকে সাধুবাদ জানাই। ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছি এই ছবির চিত্রনাট্য ও সংলাপ লেখক জাকারিয়া সৌখিনকে। জয় হোক বাংলা ছবির..

সমালোচক: রম্যলেখক, সাংবাদিক ও কবি

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
‘জংলি’র হল বেড়ে তিনগুণ!
‘জংলি’র হল বেড়ে তিনগুণ!
বেআইনিভাবে ১০ বছর বোট ক্লাবের সভাপতি ছিলেন বেনজীর
৩২ কোটি টাকার অনিয়মের অভিযোগবেআইনিভাবে ১০ বছর বোট ক্লাবের সভাপতি ছিলেন বেনজীর
‘জংলি’ ৫/১০: জন্ম না দিয়েও আদর্শ বাবা হতে পারার ছবি
‘জংলি’ ৫/১০: জন্ম না দিয়েও আদর্শ বাবা হতে পারার ছবি
‘জংলি’র শো বাড়লো দ্বিগুণ!
‘জংলি’র শো বাড়লো দ্বিগুণ!
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’র হল বেড়ে তিনগুণ!
‘জংলি’র হল বেড়ে তিনগুণ!
মাগুরার আছিয়াকে নিয়ে বাপ্পার গান
মাগুরার আছিয়াকে নিয়ে বাপ্পার গান
অভিমানে অবসরে...
অভিমানে অবসরে...
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
আড়াই বছর পর আবার ‘ব্যাচেলর পয়েন্ট’
আড়াই বছর পর আবার ‘ব্যাচেলর পয়েন্ট’