X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

ভিকি-ক্যাটরিনার বিয়ের এক বছর: কিছু অদেখা মুহূর্ত আর না বলা কথা

বিনোদন ডেস্ক
১০ ডিসেম্বর ২০২২, ০০:১০আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ০০:১০

ঘড়ির কাঁটা ধরে পেরিয়ে গেছে এক বছর। একুশের শীতের পর এখন জেঁকে বসেছে বাইশের শীত। এমন শীতের মৌসুমেই মালা বদল করেছিলেন বলিউডের লাভ বার্ডস ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। গত বছরের ৯ ডিসেম্বর বিয়ে করেছিলেন তারা। সেই হিসাবে শুক্রবার (৯ ডিসেম্বর) তাদের দাম্পত্যের এক বছর পূর্ণ হয়েছে।

প্রথম বিবাহবার্ষিকীতে কিছু অদেখা ছবি প্রকাশ করলেন ভিকি। একটি ছবি বিয়ের সাজে তোলা। কপালে কপাল ঠেকিয়ে হাস্যোজ্বল ভিক্যাট। আরেকটি ছবিতে শুধু ক্যাটরিনা। আদুরে ভঙ্গিমায় চোখ বন্ধ করে আছেন অভিনেত্রী। মুহূর্তটি ধারণ করেছেন ভিকি।

ভিকির ক্যামেরায় ক্যাটরিনা তৃতীয় ছবিতে উঠে এসেছে স্বামী-স্ত্রীর নিখাদ ভালোবাসার চিত্র। একটি জানালার পাশে শুয়ে আছেন তারা। চোখ বুজে শুয়ে আছেন ভিকি, তার বুকের ওপর পরম প্রশান্তিতে মাথা রেখে ক্যাটরিনা।

শুধু ছবি নয়, কিছু না বলা কথাও বললেন ভিকি, ‘সময় চলে যায়। কিন্তু এটা সবচেয়ে জাদুকরী উপায়ে যায়, যখন তুমি পাশে থাকো প্রিয়। বিয়ের এক বছরের শুভেচ্ছা। তোমার কল্পনার চেয়েও আমি তোমাকে বেশি ভালোবাসি।’

ভিকির মতো ক্যাটরিনাও শেয়ার করলেন কিছু বিশেষ মুহূর্ত। একটি বিয়ের ছবি, একটি ক্যাজুয়াল ছবি, আর একটি ভিডিও; যেখানে আনন্দে নাচছেন ভিকি। ছবির সঙ্গে ক্যাটরিনা বলেছেন, ‘আমার আলোর রশ্মি। শুভ এক বছর।’

ক্যাটরিনা শেয়ার করেছেন এই মুহূর্তগুলো খুব স্বাভাবিকভাবেই ভিক্যাটের অনিন্দ্য মুহূর্তগুলো লুফে নিয়েছেন ভক্তরা। শুভেচ্ছা আর ভালোবাসার বৃষ্টিতে তাদের সিক্ত করছেন। ভক্তদের প্রত্যাশা, এমন আনন্দ-উচ্ছ্বাসে কেটে যাক প্রিয় তারকাদ্বয়ের বাকি জীবন।

এদিকে ভিকি কৌশল বর্তমানে ব্যস্ত আছেন তার নতুন সিনেমা ‘গোবিন্দ নাম মেরা’র মুক্তি নিয়ে। এতে তার নায়িকা দুজন, ভূমি পেড়নেকর ও কিয়ারা আদভানি। আগামী ১৬ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি।

অন্যদিকে ক্যাটরিনাকে কিছুদিন আগেই বড় পর্দায় দেখা গেছে। গেলো ৪ নভেম্বর মুক্তি পায় তার নতুন ছবি ‘ফোনভূত’। যদিও এটি বক্স অফিসে একেবারেই সুবিধা করতে পারেনি। তবে এই মুহূর্তে তার হাতে ‘টাইগার থ্রি’ ও ‘মেরি ক্রিসমাস’ নামের দুটি সিনেমা রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া   

/কেআই/
সম্পর্কিত
ভিকি একজন চমৎকার বক্তা ও শ্রোতা: ক্যাটরিনা কাইফ  
ভিকি একজন চমৎকার বক্তা ও শ্রোতা: ক্যাটরিনা কাইফ  
সিনেমা মুক্তির আগে মন্দিরে কী চাইলেন ভিকি-রাশমিকা?  
সিনেমা মুক্তির আগে মন্দিরে কী চাইলেন ভিকি-রাশমিকা?  
ভিকি-তৃপ্তির ভিডিও দেখে ভক্তদের দুশ্চিন্তা ক্যাটরিনাকে নিয়ে!
ভিকি-তৃপ্তির ভিডিও দেখে ভক্তদের দুশ্চিন্তা ক্যাটরিনাকে নিয়ে!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
বিনোদন বিভাগের সর্বশেষ
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা