X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২
জামালপুরে ‘গলুই’ প্রদর্শনে বাধা

অডিটোরিয়াম তো সিনেমা প্রদর্শনীর স্থান নয়: অতিরিক্ত জেলা প্রশাসক 

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
০৯ মে ২০২২, ১৮:১১আপডেট : ১০ মে ২০২২, ১২:০২

জামালপুরে চিত্রায়িত ঈদের অন্যতম ছবি ‘গলুই’। সরকারি অনুদান পেয়ে শাকিব খানকে নিয়ে আলোচিত ছবিটি বানালেন এসএ হক অলিক। ঈদের দিন (৩ মে) থেকে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহের পাশাপাশি ছবিটি চলছিল জামালপুরের চারটি অডিটোরিয়ামে। কারণ, সেখানে মাত্র একটি প্রেক্ষাগৃহ। সংশ্লিষ্টদের উদ্দেশ্য, সেই অঞ্চলের দর্শকমনে হলশূন্যতার অভাবটা যেন পূরণ হয়।

ঈদের দিন থেকে ছবিটি চললেও ৯ মে প্রদর্শন বন্ধ করে দেন জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মুর্শেদা জামান। প্রযোজক-পরিচালকের সামনে তুলে ধরেন ১৯১৮ সালের দ্য সিনেমাটোগ্রাফ অ্যাক্ট। জানান, আইনে নেই, তাই সিনেমা হলের বাইরে ছবিটির বাণিজ্যিক প্রদর্শন করা যাবে না। অথচ গ্রামীণ পটভূমির এই ছবিটিকে ঘিরে গত এক সপ্তাহে যেন উৎসবের ঢল নেমেছিল জামালপুরজুড়ে।

এমন কাণ্ডের বিপরীতে নির্মাতা-প্রযোজক ও সংশ্লিষ্টরা নির্বাক হলেও প্রতিবাদ ওঠে ঢাকা থেকে অন্তর্জালজুড়ে। বলা হয়, স্বাধীন দেশের ৫০ বছর পেরিয়েও পাকিস্তান আমলের আইনে আটকে গেলো একটি দেশাত্মবোধের সিনেমা প্রদর্শন!

ঠিক কী কারণে এমনটা ঘটলো, ৯ মে সকাল থেকে এর জবাব মেলেনি জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামানের কাছ থেকে। তিনি ফোন রিসিভ করছেন না। তবে জবাব মিললো অতিরিক্ত জেলা প্রশাসক মোখলেছর রহমানের কাছ থেকে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘সিনেমাটি প্রদর্শনীর জন্য নতুন করে আমাদের কাছে কেউ আবেদন করেনি। তাছাড়া এসব (বাণিজ্যিক) সিনেমা লাইসেন্সপ্রাপ্ত প্রেক্ষাগৃহেই চলার কথা। এখানে আইনের কোনও বিষয় নেই। সব অডিটোরিয়াম নিয়মনীতি মেনে চালানো হয়। অডিটোরিয়াম তো সিনেমা প্রদর্শনীর স্থান নয়। কোনও অডিটোরিয়ামে সিনেমার প্রদর্শনী হবে, এটা হতে পারে না।’

এর আগে ২৯ এপ্রিল আবেদন করে সিনেমাটি প্রদর্শনের জন্য এক সপ্তাহের অনুমোদন পান ‘গলুই’ সংশ্লিষ্টরা। ঈদের দিন থেকে জেলা পরিষদের কাছ থেকে সাত দিনের অনুমতি নিয়ে জামালপুর শিল্পকলা একাডেমির নতুন অডিটোরিয়াম, জামালপুরের মাদারগঞ্জে নুরুন্নাহার মাল্টিপারপাস অডিটোরিয়াম, ইসলামপুরের ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়াম ও জামালপুর মির্জা আজম অডিটোরিয়ামে এ সিনেমার প্রদর্শন চলে আসছিল। 

সোমবার (৯ মে) প্রদর্শনীর অনুমোদনের শেষ দিন। এরপর আর অনুমোদন বাড়ানো হচ্ছে না দাবি করেছেন ‘গলুই’ সিনেমার পরিচালক এসএ হক অলিক। 

ইসলামপুরের ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে ‘গলুই’ শো অলিক বলেন, ‘জেলা পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে অনুমোদন নিয়ে প্রথমে শিল্পকলা একাডেমি, পরে মির্জা আজম অডিটোরিয়াম, মাদারগঞ্জ ও ইসলামপুরে সিনেমাটি প্রদর্শন করে আসছিলাম। ঈদের দিন থেকেই দর্শকের উপচে পড়া ভিড় ছিল। জামালপুর ও মাদারগঞ্জে সিনেমার প্রদর্শনী চলছিল, কিন্তু ইসলামপুরে ঈদের পরের দিন জেলা প্রশাসকের নির্দেশে স্থানীয় প্রশাসন সিনেমার প্রদর্শনী বন্ধ করে দেয়। আবারও আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে সিনেমা প্রদর্শনের জন্য কোনও অনুমোদন দেওয়া হয়নি। আমাদের বলা হয়, ১৯১৮ সালের আইনের আওতায় আর অনুমোদন দেওয়া হবে না।’

তিনি আরও জানান, ‘ওই আইনে আছে সিনেমা হল ব্যতীত অন্য কোথাও বাণিজ্যিকভাবে সিনেমা প্রদর্শন করা যাবে না। জামালপুরে একমাত্র মেলান্দহ ছাড়া আর কোথাও কোনও সিনেমা হল নেই। সিনেমাটি দেখানোর বিকল্প পথ হিসেবে আমরা অডিটোরিয়ামগুলো বেছে নিয়েছিলাম। কিন্তু আইনের দোহাই দিয়ে সেই পথটাও বন্ধ করে দিলেন জেলা প্রশাসক।’
 
গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘গলুই’। এতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন অনুষঙ্গ তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে একটি সহজ-সরল প্রেম কাহিনি। এতে শাকিব অভিনয় করেছেন লালু চরিত্রে, আর তার বিপরীতে পূজা চেরী আছেন মালার ভূমিকায়। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ। সরকারি অনুদানের পাশাপাশি সিনেমাটির সহ-প্রযোজনায় আছেন খোরশেদ আলম খসরু।

গ্রামবাংলার জীবন কাহিনি নিয়ে নির্মিত সরকারি অনুদান পাওয়া ‘গলুই’ সিনেমাটি জামালপুরে প্রদর্শনীর জন্য অনুমতি না পাওয়ায় স্থানীয় সাংস্কৃতিকজনদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। জামালপুরের অমৃত থিয়েটারের সভাপতি মুক্তা আহমেদ জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের চলচ্চিত্র অঙ্গনের সিনেমার চর্চা এবং উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। সেখানে বাংলা সিনেমা প্রদর্শনীর অনুমতি না দিয়ে প্রশাসন ভালো কাজ করছে না। এ ধরনের উদ্যোগ সাংস্কৃতিক বিকাশে বাধা হয়ে দাঁড়াবে।’

জামালপুর মির্জা আজম অডিটোরিয়াম:

/এএম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
‘বরবাদ’ দিয়ে এসকে ফিল্মস-এর আন্তর্জাতিক যাত্রা
‘বরবাদ’ দিয়ে এসকে ফিল্মস-এর আন্তর্জাতিক যাত্রা
অবশেষে অবসান...
অবশেষে অবসান...
চটেছেন ‘বরবাদ’-এর ভারতীয় সিনেমাটোগ্রাফার
চটেছেন ‘বরবাদ’-এর ভারতীয় সিনেমাটোগ্রাফার
সিনেপ্লেক্স থেকে নামানো হলো শাকিব খানের সিনেমা
সিনেপ্লেক্স থেকে নামানো হলো শাকিব খানের সিনেমা
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’র হল বেড়ে তিনগুণ!
‘জংলি’র হল বেড়ে তিনগুণ!
মাগুরার আছিয়াকে নিয়ে বাপ্পার গান
মাগুরার আছিয়াকে নিয়ে বাপ্পার গান
অভিমানে অবসরে...
অভিমানে অবসরে...
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
আড়াই বছর পর আবার ‘ব্যাচেলর পয়েন্ট’
আড়াই বছর পর আবার ‘ব্যাচেলর পয়েন্ট’