X
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

টানা ১০ দিন নেপালের পাহাড়ে ধ্যানে ছিলেন শুভ 

বিনোদন রিপোর্ট
১২ এপ্রিল ২০২২, ১৭:১০আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৩:৪৯

কয়েক দিন ধরেই খোঁজ নেই চিত্রনায়ক আরিফিন শুভর। মোবাইল তো বটেই, সামাজিক যোগাযোগমাধ্যমেও হদিস মেলেনি তার। অবশেষে ধ্যান ভাঙলো তার।

হ্যাঁ, সত্যিই ধ্যানে বসে ছিলেন এই চিত্রনায়ক। আর সেটা নেপালে। দেশটির রাজধানী থেকে কিছুটা দূরে পাহাড়ি এলাকায় বিপাসনায় মেডিটেশনে ছিলেন চিত্রনায়ক।

বিষয়টি নিশ্চিত করেছেন শুভ নিজেই। জানিয়েছেন, টানা ১০ দিনের এই ধ্যানে থাকা আজই (১২ এপ্রিল) শেষ হয়েছে তার।

এক ভিডিও বার্তায় শুভ বলেন, ‘‘গত প্রায় দেড় বা পৌনে দুই বছর ধরে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব’ নিয়ে গভীর মনোনিবেশে শারীরিক ও মানসিকভাবে অস্থির ছিলাম। তারপর আপনারা জানেন, আমার মায়ের একটা সার্জারি করিয়ে মুম্বাই থেকে ফিরেছি দুই-তিন মাস হলো। এরপর আবার বেশ দৌড়ঝাঁপে ছিলাম। আমি সবকিছু থেকে একটু বের হতে চেয়েছিলাম।’’

তিনি আরও বলেন, ‘বিপাসনা মেডিটেশনের ব্যাপারে ছয়-সাত বছর ধরে জানি, কিন্তু হয়ে ওঠেনি। এটা ১০ দিনের একটা রেসিডেন্সিয়াল কোর্স…। যেখানে সেন্টার সেখানে আবেদন করে ১০ দিন থাকতে হয়। মজার ব্যাপার হলো, এখানে কিছু নিয়ম-কানুন আছে। ১০ দিন আপনি কারও সঙ্গে কথা বলতে পারবেন না, এমনকি ইশারাতেও না। শুধু যারা শিক্ষক থাকবেন তাদের সঙ্গে কথা বলতে পারবেন। ব্যাপারটি বেশ কঠিন…।’

শুভ এখন সেই সেন্টারেই আছেন। সেখানকার পরিবেশও ঘুরে দেখান তিনি। ভিডিওতে দেখা যায়, একটি পাহাড়ের ওপর কয়েকটি কটেজ মিলিয়ে এই সেন্টার। শুভ জানান, তিনি কোর্স শেষ করেছেন আজ (১২ এপ্রিল)। নেপালে আরও দু’দিন অবস্থান করবেন এই চিত্রনায়ক।

/এম/এমওএফ/
সম্পর্কিত
গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যালে ‘নীলচক্র’
গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যালে ‘নীলচক্র’
বলিউড সিরিজে শুভ, সঙ্গে সৌরসেনী মৈত্র
বলিউড সিরিজে শুভ, সঙ্গে সৌরসেনী মৈত্র
শুভর সঙ্গে প্রেম প্রসঙ্গে...
শুভর সঙ্গে প্রেম প্রসঙ্গে...
প্লট হারাচ্ছেন পর্দার ‘মুজিব’
প্লট হারাচ্ছেন পর্দার ‘মুজিব’
বিনোদন বিভাগের সর্বশেষ
মধ্যপ্রাচ্যের এক স্বল্পদৈর্ঘ্যের কপি-পেস্ট ‘লাপাতা লেডিস’?
মধ্যপ্রাচ্যের এক স্বল্পদৈর্ঘ্যের কপি-পেস্ট ‘লাপাতা লেডিস’?
কারিনার লক্ষ্য ৭৫!
কারিনার লক্ষ্য ৭৫!
ঈদ উৎসবে অপূর্ণ রুবেলের পাঁচ নাটক
ঈদ উৎসবে অপূর্ণ রুবেলের পাঁচ নাটক
মস্কো প্রতিযোগিতায় বাংলাদেশের ‘মাস্তুল’
মস্কো প্রতিযোগিতায় বাংলাদেশের ‘মাস্তুল’
‘সিকান্দার’ ভরাডুবির কারণ কী?
‘সিকান্দার’ ভরাডুবির কারণ কী?