প্রথম দিনেই (২৫ মার্চ) বক্স অফিসে ঝড় তুলেছে এসএস রাজামৌলির ছবি ‘আরআরআর’। প্রায় সাড়ে তিন বছর পর, প্রেক্ষাগৃহে নিজের জাদু নিয়ে ফিরলেন পরিচালক এসএস রাজামৌলি। বাণিজ্য সূত্রে খবর, প্রথম দিনে বিশ্বব্যাপী ২৫৭ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।
ভারতীয় সিনেমায় মুক্তির প্রথম দিনে বক্স অফিসে সর্বকালের সেরা পারফরম্যান্স এই ছবি। ঘটনাক্রমে রাজামৌলির আগের মুক্তিপ্রাপ্ত ‘বাহুবলি: দ্য কনক্লুশন’ ছবির প্রথম দিনের রেকর্ড ব্রেক করেছে এই ছবি। সেটি প্রথম দিনে ২২৪ কোটির ব্যবসা করেছিল।
‘আরআরআর’ ছবিতে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর, রাম চরণ, অজয় দেবগণ ও আলিয়া ভাট।
বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালন শনিবার (২৬ মার্চ) সকালে টুইট করে জানিয়েছেন, প্রথম দিনে বিশ্বব্যাপী ২৫৭.১৫ কোটির ব্যবসা করেছে এই ছবি। এরমধ্যে শুধুমাত্র অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানা থেকে ১২০ কোটি এবং বিদেশে ৭৮ কোটি টাকা বক্স অফিস কালেকশন এই ছবির।
বক্স অফিস ইন্ডিয়া ডটকম-এর রিপোর্ট অনুযায়ী, শুধু উত্তরাঞ্চল থেকে ফিল্মের হিন্দি ডাব করা ভার্সন ১৯ কোটি ব্যবসা করেছে। যা অন্যান্য সাম্প্রতিক দক্ষিণের মুক্তির তুলনায় অনেক বেশি। ‘পুষ্পা: দ্য রাইজ’ এবং প্রভাস-অভিনীত ‘রাধে শ্যাম’-এর হিন্দি ভার্সন উভয় সিনেমাই প্রথম দিনে প্রায় ৩ থেকে ৪ কোটির ব্যবসা করেছে।
বিশ্বব্যাপী রেকর্ড সংখ্যক স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘আরআরআর’। ৩০০ কোটির বেশি বাজেটে তৈরি হয়েছে এই ছবি। ছবির মাধ্যমে পরিচালক ভারতের একাধিক দেশপ্রেমীকে শ্রদ্ধা জানিয়েছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস