X
বুধবার, ০২ এপ্রিল ২০২৫
১৯ চৈত্র ১৪৩১

অস্কার ২০২২: অন্যরকম মজার ১৮ ঘটনা

জনি হক
২৬ মার্চ ২০২২, ১৫:৫৩আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৭:২৫

হলিউডের এবারের পুরস্কার মৌসুমের সমাপ্তি টেনে দেবে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক অনুষ্ঠান অস্কার। ২৭ মার্চ (বাংলাদেশ সময় অনুযায়ী ২৮ মার্চ ভোর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জমকালো আসর। এবারের মনোনয়ন তালিকা ঘেঁটে পাওয়া গেলো কিছু নতুন রেকর্ডের সম্ভাবনা, আকর্ষণীয় ও অন্যরকম মজার গল্প।

কেট ব্ল্যানচেট যাকে নিলে মনোনয়ন নিশ্চিত!
চলচ্চিত্র পরিচালকরা অস্কার মনোনয়ন পেতে চাইলে কেট ব্ল্যানচেটকে নিলেই কাজ হয়ে যেতে পারে! সেরা চলচ্চিত্র শাখায় মনোনীত সবচেয়ে বেশি (৯) ছবির অভিনেত্রী এখন তিনি। তার অভিনীত ‘এলিজাবেথ’ (১৯৯৮), ‘লর্ড অব দ্য রিংস’ ট্রিলজি (২০০১-২০০৩), ‘দ্য এভিয়েটর’ (২০০৪), ‘বাবেল’ (২০০৬), ‘দ্য কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন’ (২০০৮) সেরা চলচ্চিত্র শাখায় মনোনয়ন পেয়েছে। এবারের আসরে সেরা চলচ্চিত্র শাখায় মনোনীত ‘ডোন্ট লুক আপ’ এবং ‘নাইটমেয়ার অ্যালি’ ছবি দুটিতে দেখা গেছে তাকে। সেরা চলচ্চিত্র শাখায় মনোনীত সবচেয়ে বেশি (আটটি) ছবির অভিনেত্রীর রেকর্ডটি এতদিন ছিল প্রয়াত ব্রিটিশ-আমেরিকান তারকা অলিভিয়া ডা হাভিল্যান্ডের দখলে।

খাটো করে দেখবেন না!
সেরা অভিনেত্রী হিসেবে পেনেলোপি ক্রুজের মনোনয়ন পাওয়া ছিল চমক। কারণ বাফটা, গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েস ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ডে মনোনীত হননি তিনি। তবে পেদ্রো আলমোদোভারের ‘প্যারালাল মাদারস’ ছবিতে তার অনবদ্য অভিনয় অ্যাকাডেমি সদস্যদের মন কেড়েছে। ২০০৮ সালে উডি অ্যালেনের ‘ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা’ ছবির সুবাদে প্রথম স্প্যানিশ অভিনেত্রী হিসেবে অস্কার জয়ের রেকর্ড গড়েন তিনি। এবার পুরস্কার পেলে স্প্যানিশ ভাষার ছবির অভিনেত্রী হিসেবে নতুন রেকর্ড গড়বেন ৪৭ বছর বয়সী এই তারকা।

হাভিয়ার বারদেম ও পেনেলোপি ক্রুজ অস্কার মনোনীত পরিবার!
অভিনয়শিল্পী শাখাগুলোর মনোনয়নে কয়েকটি পারিবারিক যোগসূত্র রয়েছে। একযুগের দাম্পত্য সঙ্গী স্প্যানিশ তারকা হাভিয়ার বারদেম ‘বিইং দ্য রিকার্ডোস’ ছবির জন্য সেরা অভিনেতা এবং পেনেলোপি ক্রুজ ‘প্যারালাল মাদারস’ ছবির সুবাদে সেরা অভিনেত্রী শাখায় মনোনয়ন পেয়েছেন। উভয়ে এর আগে অস্কার জিতেছেন।

অন্যদিকে ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী শাখায় কির্স্টেন ডান্সট এবং সেরা পার্শ্ব অভিনেতা শাখায় মনোনীত হয়েছেন জেসি প্লেমন্স। উভয়ের জন্য এটি প্রথম অস্কার মনোনয়ন। পাঁচ বছর আগেই তারা বাগদান সেরেছেন। তাদের দুই সন্তানও আছে।

এছাড়া সেরা পোশাক পরিকল্পনা শাখায় মনোনীত ‘সিরানো’ ছবির পরিচালক জো রাইট ও অভিনেত্রী হ্যালি বেনেটের এক সন্তান আছে। ছবিটির অভিনেতা পিটার ডিঙ্কলেজ বিয়ে করেছেন চিত্রনাট্যকার এরিকা শ্মিটকে।

অভিনেত্রী ও সেরা চলচ্চিত্র শাখায় যোগসাজশ নেই
সেরা অভিনেত্রী ও সেরা চলচ্চিত্র শাখার মনোনয়নে কোনও যোগসাজশ নেই এবার। সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত জেসিকা চ্যাস্টেইন (দ্য আইস অব টেমি ফেই), অলিভিয়া কোলম্যান (দ্য লস্ট ডটার), নিকোল কিডম্যান (বিইং দ্য রিকার্ডোস), পেনেলোপি ক্রুজ (প্যারালাল মাদারস) এবং ক্রিস্টেন স্টুয়ার্ট (স্পেন্সার) অভিনীত ছবি জায়গা পায়নি সেরা চলচ্চিত্র শাখায়। সেরা অভিনেত্রী ও সেরা চলচ্চিত্র শাখায় যোগসাজশ থাকে খুব কমই। গত বছর সেরা চলচ্চিত্র হওয়া ‘নোম্যাডল্যান্ড’ ছবির জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পান ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড। অস্কারে ১৬ বছর পর এমন ঘটনা দেখা গেছে।

জেন ক্যাম্পিয়ন পুরনো লড়াইয়ের পুনরাবৃত্তি
নিউজিল্যান্ডের পরিচালক জেন ক্যাম্পিয়ন একমাত্র নারী যিনি অস্কারে সেরা পরিচালক বিভাগে দু’বার মনোনয়ন পেয়েছেন। ১৯৯৪ সালে ‘দ্য পিয়ানো’ ছবির সুবাদে অস্কারে সেরা পরিচালক বিভাগে মনোনীত প্রথম নারী হওয়ার রেকর্ড গড়েন এই কিউই নির্মাতা। ওইবার স্টিভেন স্পিলবার্গের (শিন্ডলার্স লিস্ট) কাছে হেরে যান তিনি। কাকতালীয় ব্যাপার হলো, এবারের আসরেও তারা ফের প্রতিদ্বন্দ্বী। ‘ওয়েস্ট সাইড স্টোরি’র সুবাদে অষ্টমবার সেরা পরিচালক শাখায় মনোনয়ন পেয়েছেন স্টিভেন স্পিলবার্গ। যদিও এবার জেন ক্যাম্পিয়নের পুরস্কার জয়ের সম্ভাবনা বেশি। তিনি যদি জিতে যান তাহলে টানা দু’বার সেরা পরিচালকের পুরস্কার উঠবে নারীদের হাতে। গত বছর ‘নোম্যাডল্যান্ড’-এর জন্য এই স্বীকৃতি পান চীনের ক্লোয়ি জাও। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ইতিহাসে এর আগে নারীদের মধ্যে কেবল ক্যাথরিন বিগেলো (দ্য হার্ট লকার) সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন।

কোডি স্মিট-ম্যাকফি অদ্ভুত কাকতাল!
অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রী শাখায় দ্বিতীয়-কনিষ্ঠ জয়ী আনা প্যাকিন। ১৯৯৪ সালে জেন ক্যাম্পিয়নের ‘দ্য পিয়ানো’ ছবির সুবাদে পুরস্কারটি পান কিউই এই তারকা। এবারের আসরে জেন ক্যাম্পিয়নের ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতা শাখায় দ্বিতীয়-কনিষ্ঠ জয়ী হতে পারেন ২৫ বছর বয়সী অস্ট্রেলিয়ান তারকা কোডি স্মিট-ম্যাকফি।

জুডি ডেঞ্চ বুড়ো হাড়ে রেকর্ডের হাতছানি
বর্ষীয়ান ব্রিটিশ অভিনেত্রী জুডি ডেঞ্চ অভিনয় শাখায় সবচেয়ে বেশি বয়সে অস্কার জয়ের রেকর্ড গড়তে পারেন। ‘বেলফাস্ট’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন তিনি। তার বয়স এখন ৮৭ বছর। সবচেয়ে বয়স্ক অস্কারজয়ী অভিনয়শিল্পীর রেকর্ডধারী অ্যান্থনি হপকিন্সের চেয়ে চার বছরের বড় জুডি ডেঞ্চ। গত বছর ‘দ্য ফাদার’ ছবিতে অনবদ্য অভিনয় করে সেরা অভিনেতার স্বীকৃতি পান বর্ষীয়ান ব্রিটিশ তারকা অ্যান্থনি হপকিন্স। যদিও এবারের আসরে সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে ফেভারিট ‘ওয়েস্ট সাইড স্টোরি’ তারকা আরিয়ানা ডিবোস। তবে সবচেয়ে বয়স্ক মনোনীত অভিনয়শিল্পী নন জুডি ডেঞ্চ। ২০১৮ সালে ‘অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড’ ছবির সুবাদে ৮৮ বছর বয়সে সেই রেকর্ড গড়েন কানাডিয়ান অভিনেতা ক্রিস্টোফার প্লামার।

‘ওয়েস্ট সাইড স্টোরি’ তারকা আরিয়ানা ডিবোস একগাদা রেকর্ড গড়তে পারে ‘ওয়েস্ট সাইড স্টোরি’
১৯৬২ সালের অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার জেতে ‘ওয়েস্ট সাইড স্টোরি’। ওই ছবির রিমেক এবারের আসরে সেরা চলচ্চিত্র শাখায় পুরস্কার পেয়ে রেকর্ড গড়তে পারে। এর আগে সেরা চলচ্চিত্রের কোনও রিমেক মনোনয়ন পায়নি। অস্কারের ইতিহাসে সেরা চলচ্চিত্র হয়েছে কেবল একটি রিমেক। এটি হলো হংকংয়ের ‘ইনফারনাল অ্যাফেয়ার্স’ ছবির রিমেক মার্টিন স্করসেসির ‘দ্য ডিপার্টেড’ (২০০৬)।

‘ওয়েস্ট সাইড স্টোরি’র সুবাদে প্রায় দুই দশক পর সংগীতনির্ভর ছবি সেরা চলচ্চিত্র পুরস্কার পেতে পারে। সবশেষ ২০০৩ সালে সংগীতনির্ভর ছবি ‘শিকাগো’ সেরা চলচ্চিত্র হয়। কিন্তু ‘ওয়েস্ট সাইড স্টোরি’র এই পুরস্কার জয়ের সম্ভাবনা কম। কারণ চিত্রনাট্য শাখায় মনোনীত হয়নি স্টিভেন স্পিলবার্গের ছবিটি! গত ৫০ বছরে কেবল ‘টাইটানিক’ চিত্রনাট্য শাখার মনোনয়ন না পেয়েও সেরা চলচ্চিত্র হয়েছে।

এদিকে, ‘ওয়েস্ট সাইড স্টোরি’তে আনিতা চরিত্রের নৈপুণ্য দেখিয়ে সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে মনোনীত আরিয়ানা ডিবোস পুরস্কার জিতলে একটি রেকর্ড সৃষ্টি হবে। ১৯৬২ সালের অস্কারে ‘ওয়েস্ট সাইড স্টোরি’র একই চরিত্রের জন্য রিটা মোরেনো সেরা পার্শ্ব অভিনেত্রী হন। আরিয়ানা ডিবোস পুরস্কার পেলে প্রকাশ্যে নিজেকে সমকামী পরিচয় দেওয়া প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেত্রী হিসেবে অস্কার জয়ের রেকর্ড গড়বেন। ছয়টি ভিন্ন ভিন্ন দশকে সেরা পরিচালক শাখায় মনোনীত হওয়া প্রথম ব্যক্তি স্পিলবার্গ।

অ-ইংরেজি ছবির দৌড়
জাপানের ‘ড্রাইভ মাই কার’ অস্কারের সেরা চলচ্চিত্র শাখায় মনোনীত অ-ইংরেজি ভাষার ১৪তম ছবি। এ নিয়ে গত চার বছরে চারটি অ-ইংরেজি ভাষার ছবি স্থান পেলো সেরা চলচ্চিত্র শাখায়। আগের তিনটি হলো ‘রোমা’, ‘প্যারাসাইট’ এবং ‘মিনারি’। ‘ড্রাইভ মাই কার’ ছবির জন্য রিয়ুসুকে হামাগুচি সেরা পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন। অ-ইংরেজি ভাষার ছবি ‘ড্রাইভ মাই কার’ এবং নরওয়ের ‘দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’ চিত্রনাট্য শাখায় মনোনীত হয়েছে। স্প্যানিশ ভাষার ছবি ‘প্যারালাল মাদারস’-এর জন্য সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন।

সবচেয়ে দীর্ঘ ‘ড্রাইভ মাই কার’
সেরা চলচ্চিত্র শাখায় মনোনীত ছবির মধ্যে জাপানের ‘ড্রাইভ মাই কার’ দৈর্ঘ্যে সবচেয়ে বড়। এর ব্যাপ্তি এক মিনিট কম তিন ঘণ্টা! যদিও অস্কারের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম চলচ্চিত্র নয় এটি। সেরা চলচ্চিত্র শাখায় বিজয়ী সবচেয়ে বড় ছবির রেকর্ড ধরে রেখেছে ৩ ঘণ্টা ৫৮ মিনিট ব্যাপ্তির ‘গন উইথ দ্য উইন্ড’। কিন্তু অস্কার জয়ী সবচেয়ে দীর্ঘতম চলচ্চিত্র হলো সাবেক সোভিয়েত ইউনিয়নের ‘ওয়ার অ্যান্ড পিস’। ১৯৬৮ সালে সেরা বিদেশি ভাষার ছবি শাখায় পুরস্কার জেতে ৬ ঘণ্টা ৫৪ মিনিট ব্যাপ্তির এই চলচ্চিত্র।

ব্র্যাডলি কুপার লকডাউনে ওজন কমানো একমাত্র তারকা!
মেক্সিকান নির্মাতা গিয়ের্মো দেল তোরোর ‘নাইটমেয়ার অ্যালি’ ছবির প্রয়োজনে লকডাউন চলাকালে ওজন কমিয়েছিলেন আমেরিকান অভিনেতা ব্র্যাডলি কুপার। করোনার কারণে ছবিটির শুটিং মাঝপথে থেমে গিয়েছিল। এর শুরুর দিকের কয়েকটি দৃশ্যে কিছুটা কম বয়সী চরিত্রে অভিনয় করতে হতো তাকে। তখনও সেগুলোর শুটিং হয়নি। ফলে বিরতি পেয়ে নিজের অবয়ব বদলের উপযুক্ত সুযোগ পেয়েছেন ৪৭ বছর বয়সী এই তারকা। ছবির কাজ স্থগিতের সময় তার সহশিল্পী রুনি মারা সন্তানসম্ভবা ছিলেন। ছয় মাস কাজ বন্ধ থাকায় সন্তানের জন্মের পর আবারও পুরনো আদলে ক্যামেরার সামনে ফিরতে পেরেছেন তিনি। দর্শকদের চোখে কোনও পার্থক্য চোখে পড়েনি! সেরা চলচ্চিত্র শাখায় মনোনীত ‘লিকোরিস পিৎজা’তেও দেখা গেছে তাকে।

ট্রয় কটসার ইতিহাস গড়ার পথে বধির তারকা
বধির তারকাদের মধ্যে একমাত্র মারলি ম্যাটলিন অস্কার জিতেছেন। ১৯৮৬ সালে ‘চিলড্রেন অব অ্যা লেসার গড’ ছবির জন্য এই স্বীকৃতি পান তিনি। তার নতুন ছবি ‘কোডা’র সহশিল্পী ট্রয় কটসার সেরা পার্শ্ব অভিনেতা শাখায় পুরস্কার পেলে দ্বিতীয় বধির অভিনয়শিল্পী হিসেবে অস্কার জিতবেন। ‘কোডা’য় দম্পতির ভূমিকায় দেখা গেছে তাদের। যদিও শুরুতে তাকে ফেভারিট ভাবা হয়নি। তবে বাফটা, এসএজি
অ্যাওয়ার্ড বেশ কয়েকটি পুরস্কার জিতে অস্কার দৌড়ে এগিয়ে গেছেন তিনি।

সংগীতশিল্পীদের অভিনয় উপেক্ষিত
তিন পপ তারকা এবারের আসরে সেরা অভিনেত্রী শাখায় মনোনীত হবেন, এমনটি ধারণা করা হলেও তা ঘটেনি। তারা হলেন লেডি গাগা (হাউস অব গুচি), জেনিফার হাডসন (রেসপেক্ট) এবং আলানা হাইম (লিকোরিস পিৎজা)। তিন গায়িকাই হলিউডের অন্যান্য পুরস্কার বিতরণে মনোনয়ন পাওয়া সত্ত্বেও অস্কারে উপেক্ষিত। যদিও গাগা ও হাডসন আগে অস্কারে সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত হয়েছিলেন।

উইল স্মিথ উইলিয়ামস বোনদের নিয়ে উদ্বিগ্ন
ক্যারিয়ারের প্রথম অস্কার জিততে চলেছেন উইল স্মিথ। ‘কিং রিচার্ড’ ছবিতে টেনিস তারকা ভেনাস ও সেরেনা উইলিয়ামসের বাবার ভূমিকায় নৈপুণ্যের জন্য সেরা অভিনেতা হিসেবে অস্করের মনোনয়ন পেয়েছেন তিনি। সেরা চলচ্চিত্র শাখায় ছবিটি স্থান পাওয়ায় প্রযোজক হিসেবেও মনোনীত হয়েছেন তিনি। তবে বাবার বায়োপিকের অনুমতি দিলেও ভেনাস ও সেরেনা জানিয়েছিলেন, ছবিটি দেখার পর ভালো লাগলে তবেই নিজেদের নাম ব্যবহার করতে দেবেন তারা। দুই বোন ছবিটি দেখতে শুরু করার পর থেকে দুই ঘণ্টা ছিল উইল স্মিথের জীবনের সবচেয়ে আতঙ্কের! ভেনাস ও সেরেনা উভয়ে ছবিটি ভালো লেগেছে জানানোর পর হাফ ছেড়ে বাঁচেন উইল স্মিথ।

‘দ্য ট্র্যাজেডি অব ম্যাকবেথ’ ছবির তারকা ডেনজেল ওয়াশিংটন সাদাকালোয় নতুন আলো
পরিচালকরা ছবি তৈরিতে সাদাকালো রঙ বেছে নিচ্ছেন। সেরা চলচ্চিত্র শাখায় মনোনীত কেনেথ ব্রানার ‘বেলফাস্ট’ সাদাকালো। ডেনজেল ওয়াশিংটন সাদাকালো ছবি ‘দ্য ট্র্যাজেডি অব ম্যাকবেথ’-এর সুবাদে সেরা অভিনেতা শাখায় মনোনয়ন পেয়েছেন। সেরা চলচ্চিত্র শাখায় মনোনীত রঙিন ছবি ‘নাইটমেয়ার অ্যালি’র একটি সাদাকালো সংস্করণও মুক্তি দিয়েছেন পরিচালক গিয়ের্মো দেল তোরো।

প্রভুই ভালো জানেন!
নেটফ্লিক্স এখনও অস্কারের সেরা চলচ্চিত্র পুরস্কার জিততে পারেনি। কবে এই ওটিটির সেই আশা পূরণ হবে প্রভুই ভালো জানেন! সাম্প্রতিক বছরে ‘রোমা’, ‘ম্যাঙ্ক’ এবং ‘দ্য আইরিশম্যান’ বেশ সম্ভাবনা তৈরি করেছিল। এবার ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ সবচেয়ে সুবর্ণ সুযোগ এনে দিয়েছে নেটফ্লিক্সকে। যদি তা ঘটে, তাহলে এটি হতে পারে সেরা চলচ্চিত্র শাখায় জয়ী ওটিটিতে মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি। এবারের আসরে সেরা চলচ্চিত্র শাখায় থাকা ‘কোডা’ মুক্তি পেয়েছে অ্যাপল টিভি প্লাসে। দুটি ছবির মধ্যে কোনোটি নতুন ইতিহাস রচনা করতে পারে কিনা দেখা যাক!

একই ছবির তিন শাখায় মনোনয়ন
‘ফ্লি’ প্রথম ছবি হিসেবে সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র, সেরা প্রামাণ্যচিত্র এবং সেরা আন্তর্জাতিক কাহিনিচিত্র শাখায় মনোনয়ন পেয়েছে। এর কারণ ছবিটির ধরন। বেশিরভাগ প্রামাণ্যচিত্রই অ্যানিমেটেড হয় না। ছবিটির গল্প একজন সমকামী আফগান শরণার্থীকে কেন্দ্র করে। অ্যানিমেশনের মাধ্যমে তার প্রকৃত পরিচয় গোপন রাখা হয়েছে এবং তার অতীতের ঘটনা অনায়াসে চিত্রিত করা গেছে।

অ্যান্ড্রু গারফিল্ড টিক, টিক...বুম!
ব্রিটিশ তারকা অ্যান্ড্রু গারফিল্ড ‘টিক, টিক...বুম!’ ছবিতে প্রয়াত আমেরিকান সংগীতশিল্পী-নাট্যকার জনাথন লারসনের ভূমিকায় দারুণ কাজ করে সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন। ছবিটির পরিচালক লিন-ম্যানুয়েল মিরান্ডা অ্যানিমেটেড ছবি ‘এনক্যান্টো’র গানের জন্য সেরা মৌলিক গান শাখায় মনোনয়ন পেয়েছেন।

/এমএম/
সম্পর্কিত
অস্কারজয়ী ফিলিস্তিনি সহপরিচালক গ্রেফতার, ইসরায়েলিদের মারধরের শিকার
অস্কারজয়ী ফিলিস্তিনি সহপরিচালক গ্রেফতার, ইসরায়েলিদের মারধরের শিকার
বিয়ের ভিডিও নির্মাণ থেকে চারটি অস্কার জয়ের রেকর্ড
বিয়ের ভিডিও নির্মাণ থেকে চারটি অস্কার জয়ের রেকর্ড
অস্কারজয়ী অভিনেতার ‘দ্য ব্রুটালিস্ট’ দেখবেন যেভাবে  
অস্কারজয়ী অভিনেতার ‘দ্য ব্রুটালিস্ট’ দেখবেন যেভাবে  
অস্কারের একটি রেকর্ড অক্ষুণ্ন রেখে আরেকটি গড়লেন এই অভিনেতা
অস্কারের একটি রেকর্ড অক্ষুণ্ন রেখে আরেকটি গড়লেন এই অভিনেতা
বিনোদন বিভাগের সর্বশেষ
শো বাড়ায় ‘জংলি’ টিমের স্বস্তি
শো বাড়ায় ‘জংলি’ টিমের স্বস্তি
আজ সেই ‘ইত্যাদি’
আজ সেই ‘ইত্যাদি’
থানায় ‘বরবাদ’ টিম
থানায় ‘বরবাদ’ টিম
দুই দিনে কতো আয় করলো ‘সিকান্দার’?
দুই দিনে কতো আয় করলো ‘সিকান্দার’?
ঈদ উদযাপনে একসঙ্গে আমির খানের দুই প্রাক্তন…
ঈদ উদযাপনে একসঙ্গে আমির খানের দুই প্রাক্তন…