X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

ভক্তের হাতে নিজের ট্যাটু দেখে সানির প্রশ্ন- বউ খুঁজে পাবে তো!

বিনোদন ডেস্ক
১৮ মার্চ ২০২২, ১৭:০৮আপডেট : ১৮ মার্চ ২০২২, ২২:০০

এক ভক্তের হাতে নিজের নামের ট্যাটু দেখে উচ্ছ্বসিত সানি লিওনি। আবার হন শঙ্কিতও! কারণ, হাতে তার নাম লেখার কারণে যদি ভক্তটি আর বউ খুঁজে না পান! 

সেই ভক্তের সঙ্গে সাক্ষাৎক্ষণটি ক্যামেরাবন্দি করে ১৭ মার্চ সানি লিওনি শেয়ার করলেন ইনস্টাগ্রামে। সম্প্রতি অনেক আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে প্রথমবার ঢাকা সফরে আসেন সানি। তবে ভক্তকে নিয়ে এই মধুর কাণ্ড ঢাকায় ঘটেনি। দিন কয়েক আগে তেলেগু ছবি ‘রেণুকাজ ওয়েডিং’ সিনেমার শুট করতে তিরুপতি গিয়েছিলেন সানি। সেখানেই ওই ভক্তর সঙ্গে দেখা।

সানি লিওনির শেয়ার করা ওই ভিডিওতে দেখা যায়, এক ভক্ত প্রিয় অভিনেত্রীর নাম নিজের হাতে ট্যাটু করিয়েছেন। তা দেখেই অভিনেত্রী ক্যামেরা ডেকে প্রশংসা করে বলেন, ‌‘দারুণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে।’ খোদ সানি লিওনির কাছ থেকে এমন প্রশংসা পেয়ে বেজায় উচ্ছ্বসিত হন ওই ভক্ত। বিপরীতে ভক্তটি বউ খুঁজে পাবেন কিনা—সেই শঙ্কার মজাটি করতেও ছাড়েননি সানি।

ভিডিওতে সানিকে গোলাপি রঙের শাড়িতে দক্ষিণী সাজে দেখা গেছে।

সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস-এর সঙ্গে সাক্ষাৎকারে সানি লিওনি ভক্তদের ধন্যবাদ জানিয়ে বলেছিলেন, ‘ওরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছে। যেভাবে মন থেকে আমাকে অভিনেত্রী হিসেবে মেনে নিয়েছে, তাতে আমি ধন্য। আমার মনে হয়, যারা প্রথম কিংবা দ্বিতীয় সিনেমা থেকেই আপনার সঙ্গে থাকেন, তারা গোটা যাত্রাপথেই অনুরাগী রয়ে যান। আমিও সময়ের সঙ্গে সঙ্গে অভিনেত্রী হিসেবে নিজেকে আরও ভালো করে গড়ে তুলছি। যত সময় যাচ্ছে, ভক্তরাও আমাকে সেভাবে মেনে নিচ্ছেন।’

সম্প্রতি বিক্রম ভাট পরিচালিত ওয়েব সিরিজ ‘অনামিকা’তে দেখা গেছে সানি লিওনিকে। বর্তমানে তার মালায়লাম ডেবিউ ছবি ‘রঙ্গিলা’র শুটে ব্যস্ত তিনি। যে ছবির পরিচালনা করছেন সন্তোষ নায়ার। এছাড়াও তামিল ছবি ‘ভীরমাদেবী’ সিনেমায় মুখ্য চরিত্রে রয়েছেন তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Leone (@sunnyleone)

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
স্বাবলম্বী হতে সরকারি ভাতা নিতেন সানি লিওনি!
স্বাবলম্বী হতে সরকারি ভাতা নিতেন সানি লিওনি!
মুম্বাইয়ের বৃষ্টিতে তিক্ত অভিজ্ঞতা সানি লিওনির
মুম্বাইয়ের বৃষ্টিতে তিক্ত অভিজ্ঞতা সানি লিওনির
মধ্যরাতে সানি লিওনি পেলেন ৭ মিনিটের অভিবাদন
৭৬তম কান উৎসবমধ্যরাতে সানি লিওনি পেলেন ৭ মিনিটের অভিবাদন
সানির প্রথম কান সফর: মুখে হাসি, মনে ভয়!
সানির প্রথম কান সফর: মুখে হাসি, মনে ভয়!
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
জসিম আহমেদের উদ্যোগে বাংলায় কোরিয়ান সুপারহিট সিরিজ
জসিম আহমেদের উদ্যোগে বাংলায় কোরিয়ান সুপারহিট সিরিজ
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
ইতিহাস সৃষ্টির পথে শাহরুখ!
ইতিহাস সৃষ্টির পথে শাহরুখ!
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়