X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

হঠাৎ নোবেলের গান!

বিনোদন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২১, ১৬:৫২আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ২১:০৬

মাদক, দাম্পত্য কলহ কিংবা বিচ্ছেদ- এগুলো নিয়েই সাম্প্রতিক সময়ে সংবাদে এসেছেন তুমুল জনপ্রিয়তা দিয়ে শুরু করা নোবেল।

গত মে মাসে ‌‘মেহেরবান’ গান নিয়ে দ্বন্দ্বে জড়ান তিনি। নানা ঘটনার পর সেটি মুক্তিও পায়। মুখ থুবড়ে পড়ে গানটি। এর পরের কয়েক মাস নারী, মাদক, বিচ্ছেদ ও মামলায় কেটেছে তার। ছিল না গান নিয়ে তেমন কোনও প্রচারণা।

তাই বলা যায়, অনেকটা হুট করে সামনে এলো এই তরুণের নতুন গানচিত্র ‘আশ্বাস’।

গত ২৪ ডিসেম্বর এটি বস মাল্টিমিডিয়া নামের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে। গানটির কথা লিখেছেন আবদুল্লাহ আল মামুন। আর সংগীত ও সুরে আছেন সালমান জেইম। 

এর ভিডিওটিতে অংশ নিয়েছেন নোবেল নিজেই।

এদিকে, নিজের প্রচারণার স্বার্থে গান প্রকাশের আগে বরাবরই বিতর্কের জন্ম দিয়েছেন এই গায়ক। এমনকি জেমসসহ জ্যেষ্ঠ শিল্পীদের গালি দেওয়া থেকে শুরু করে নানা ধরনের কর্মকাণ্ডে তাকে পাওয়া গেছে। তবে ‘আশ্বাস’কে ঘিরে এবার ‘টু’ শব্দটিও করেননি নোবেল।

২৪ ডিসেম্বর গানটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার দিয়ে লেখেন, ‘‘সবাইকে ‘আশ্বাস’ গানটি শোনার অনুরোধ রইল। শুনে ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন প্রিয়জনের সাথে।’’

সর্বশেষ বাবা হওয়ার মিথ্যা খবর ছড়ানোর পর দাম্পত্য বিচ্ছেদের পথে হাঁটেন তার স্ত্রী। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে সংগীত পরিচালক ইথুন বাবুকে হেয় করায় তার বিরুদ্ধে মামলা চলমান। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গানের ‘সংক্ষিপ্ত’ আপডেটের বাইরে কিছুই লিখছেন না এ গায়ক।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
রাফি ও রাফার ইপি অ্যালবাম ‘মিক্সটেপ’
রাফি ও রাফার ইপি অ্যালবাম ‘মিক্সটেপ’
দেশজুড়ে ঐতিহ্যবাহী খাবারের খোঁজে হিল্লোল
দেশজুড়ে ঐতিহ্যবাহী খাবারের খোঁজে হিল্লোল
ঢাকার বায়ুদূষণ কমাতে আগামী বর্ষা থেকেই কার্যক্রম: পরিবেশ উপদেষ্টা
ঢাকার বায়ুদূষণ কমাতে আগামী বর্ষা থেকেই কার্যক্রম: পরিবেশ উপদেষ্টা
সোনায় সোহাগা আঁখি আলমগীর!
সোনায় সোহাগা আঁখি আলমগীর!
বিনোদন বিভাগের সর্বশেষ
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী
এবার যুক্তরাষ্ট্রে ‘দাগি’
এবার যুক্তরাষ্ট্রে ‘দাগি’