X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

রাত ৮টায় মুক্তি পাচ্ছে ‘নীল মুকুট’

বিনোদন রিপোর্ট
০৮ আগস্ট ২০২১, ১৩:২৫আপডেট : ০৮ আগস্ট ২০২১, ২০:৪৬

মুক্তি পাচ্ছে আলোচিত চলচ্চিত্র ‌‌‘নীল মুকুট’। উৎসবে বা প্রেক্ষাগৃহে নয়, সরাসরি অন্তর্জালে। নির্মাতা কামার আহমাদ সাইমনের জন্মদিন (৮ আগস্ট) উপলক্ষে রাত ৮টা থেকে দেশের সব দর্শক ছবিটি উপভোগ করতে পারবেন নির্দিষ্ট ওটিটি প্ল্যাটফর্মে যুক্ত হয়ে।
 
কিছু দিন ধরেই চলচ্চিত্রপ্রেমীদের মধ্য ‘নীল মুকুট’ নিয়ে কৌতূহল। ছবির বিষয়বস্তু ও পটভূমি নিয়ে তৈরি হয় রহস্য। নির্মাতা সেই রহস্যের ওপর থেকে ভেদ করে বলেছিলেন, “নীল যদি ব্যথার রঙ হয়, আর মুকুট যদি হয় ক্ষমতার পরিচয় - ‘নীল মুকুট’ সেই অর্থে একটা অন্য রকম ছবি। প্রথম কথা এটা কোনও গল্প নয়, এখানে কোনও গল্প নেই। প্লেনে একবার এক দূরদেশ যাত্রায় একটা কান্না শুনে মন খুব খারাপ হয়েছিল, কান্নাটা খুব ভাবিয়েছিল। সেই ভাবনার মুহূর্তটাকে ফ্রেমে আনার চেষ্টাই নীল মুকুট।’’

‘নীল মুকুট’ ছবির শুটিং হয়েছে হাইতিতে। কথা ছিল গত বছর ছবিটি মুক্তি দেওয়ার। সে সময় কামার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কোনও আন্তর্জাতিক উৎসব নয়, এই চলচ্চিত্রটি সবার আগে দেখবে বাংলাদেশের দর্শকরা। কিন্তু করোনা পরিস্থিতিতে দেশের প্রেক্ষাগৃহগুলো বন্ধ হয়ে যাওয়ায় থেমে যায় মুক্তি। অবশেষে সেটি সত্যি হচ্ছে দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে।
 
জন্মদিন প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ‘‘চারপাশে এত হাহাকার আর মৃত্যুর মাঝখানে আমার জন্মদিনে ‘নীল মুকুট’ মুক্তির খবর একটা অন্যরকম অনুভূতি তৈরি করেছে। মনে হয় জীবনের জন্যই এই ভয় জয় করাটা জরুরি, জীবনকে উদযাপন করাটা জরুরি। সেই ভাবনা থেকেই এই সময়ে ছবিটি মুক্তি দেওয়া।’’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
রানা প্লাজা ট্র্যাজেডির দিনে এলো ‘একটি সূতার জবানবন্দী’
রানা প্লাজা ট্র্যাজেডির দিনে এলো ‘একটি সূতার জবানবন্দী’
চীনে চাঁদরাতে ওয়ার্ল্ড প্রিমিয়ার, ঈদের সকালে মুকুট!
চীনে চাঁদরাতে ওয়ার্ল্ড প্রিমিয়ার, ঈদের সকালে মুকুট!
ফ্যাব ফেস্ট: গল্প-নির্মাণে স্বাধীনতা, এফডিসি সংস্কারসহ আরও যা দাবি…
ফ্যাব ফেস্ট: গল্প-নির্মাণে স্বাধীনতা, এফডিসি সংস্কারসহ আরও যা দাবি…
ত্রি-মহাদেশীয় প্রতিযোগিতায় কামারের ‘অন্যদিন...’
ত্রি-মহাদেশীয় প্রতিযোগিতায় কামারের ‘অন্যদিন...’
বিনোদন বিভাগের সর্বশেষ
রানা প্লাজা ট্র্যাজেডির দিনে এলো ‘একটি সূতার জবানবন্দী’
রানা প্লাজা ট্র্যাজেডির দিনে এলো ‘একটি সূতার জবানবন্দী’
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’
‘ডন ৩’তে কৃতি শ্যানন!
‘ডন ৩’তে কৃতি শ্যানন!
অনুদানের সিনেমা জমা দেওয়ার সময় বাড়লো
অনুদানের সিনেমা জমা দেওয়ার সময় বাড়লো
আজ থেকে মঞ্চে তাড়ুয়ার ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’
আজ থেকে মঞ্চে তাড়ুয়ার ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’