X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

কুসুম সিকদারের ফেরা...

বিনোদন রিপোর্ট
২৭ জুন ২০২১, ১৭:০৪আপডেট : ২৯ জুন ২০২১, ১৪:৪৯

একাধারে মডেল, অভিনেত্রী, গায়িকা ও লেখক—এ যেন সংগীত আর সৌন্দর্যের সব্যসাচী। আরও উল্লেখযোগ্য দিক, সংখ্যা ও মানে বরাবরই সিলেকটিভ তিনি। যা করেন, একেবারে মেপে মেপে- পা টিপে।

তারই অংশ হিসেবে কুসুম সিকদার আবারও ফিরলেন একক গানে। চার বছর আগে (২০১৭) যিনি শেষবার কাঁপন লাগিয়েছেন শ্রোতা-দর্শক হৃদয়ে; ‘নেশা’ গানটির দৌলতে। গানটিকে ঘিরে উঠেছে অভিযোগও। যদিও সেসব ধোপে টেকেনি। যার প্রমাণ এখনও গানটি বাজছে অন্তর্জালে কিংবা মানুষের মনে।

কুসুম জানান, সম্প্রতি তিনি শেষ করেছেন তার নতুন গানের রেকর্ডিং-শুটিং। শিরোনাম ‘মরীচিকা’। গানটি লিখেছেন কুসুম নিজেই। সুর-সংগীতায়োজন করেছেন মাহমুদ সানি। এতে কুসুম সিকদারের বিপরীতে মডেল হয়েছেন কাজী সাকিব। ভিডিও পরিচালনা করেছেন রায়হান খান। সম্প্রতি কক্সবাজার ও টেকনাফে গানটির দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে।

কুসুম বলেন, ‘মিডিয়াতে খুব একটা সময় দেওয়া হচ্ছে না। অনেকটা ঘোষণা দিয়েই বিরতিতে আছি। এখন লেখালেখি করছি বেশি। পেশাগত সংগীতশিল্পী না হলেও সংগীতকে ভালোবাসি বলেই এ ধরনের ব্যতিক্রমী গান করার চেষ্টা করি। চার বছর পর আবারও একক গান করলাম। মেলো রক ঘরানার এই গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগলেই আমি খুশি।’

২০১৭ সালে হৃদয় খানের সঙ্গে ‘নেশা’ নামের একক গানে কণ্ঠ দেন কুসুম সিকদার। এরপর ২০২০ সালে ‘ম্যাজিক বাউলিয়ানা’র তৃতীয় আসরের এক প্রতিযোগীর সঙ্গে ‘তোমায় হৃদ মাজারে রাখিবো’ শিরোনামের একটি দ্বৈতগানে কণ্ঠ দিয়েছেন তিনি। কুসুম সিকদার

কুসুম সিকদারের প্রথম একক অ্যালবাম ‘তুমি আজ কতো দূরে’ ১৯৯৯ সালে প্রকাশ হয়। পরে ২০০০ সালে মিশ্র অ্যালবাম ‘জীবনের যতো পাওয়া’ এবং ২০০১ সালে ‘অদল বদল’ বাজারে আসে।

২০০২ সালে দেশের অন্যতম রিয়েলিটি শো (সাবান সুন্দরী) থেকে রাজকীয় ওপেনিং পান সিকদার বংশের কুসুম। এরপর বিজ্ঞাপন ও নাটকে নিজের যোগ্যতা প্রমাণ করেন খুব দ্রুত সময়ে অল্প কিছু কাজ দিয়ে। নাম লেখান চলচ্চিত্রেও। মাত্র তিন ছবি—‘লাল টিপ’, ‘গহীনে শব্দ’ ও ‘শঙ্খচিল’। শেষ ছবি থেকে ঘরে তুলে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬। এতে তিনি ক্যামেরার পেছনে পান কিংবদন্তি নির্মাতা গৌতম ঘোষ আর সামনে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। মূলত এরপরই ঘোষণা দিয়ে অভিনয় থেকে বিরতি নেন কুসুম।

টিভি নাটকে সর্বশেষ অভিনয় করেছেন ২০১৮ সালে। তারও আগে ২০১৫ সালের গ্রন্থমেলায় প্রকাশ করেন প্রথম কবিতার বই ‘নীল ক্যাফের কবি’। আর চলতি বছরের মেলায় প্রকাশ করেন গল্পগ্রন্থ ‘অজাগতিক ছায়া’।

তাহলে কি অভিনয়ে আর ফিরছেন না! জবাবে কুসুম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসলে বিষয়টা তো দলিলে সই করে কাউকে কথা দেওয়ার মতো বিষয় না। এটি একেবারেই ভেতর থেকে তাগিদ আসার বিষয়। আমি অভিনয় থেকে দূরে থাকার কারণ, নিরিবিলি নিজের মধ্যে থাকা। এটাই একমাত্র কারণ, তা কিন্তু নয়। পরিবেশ পরিস্থিতি আমাকে সায় দিয়ে কালও অভিনয় করতে পারি। তবে এই মুহূর্তে অভিনয় নিয়ে আমার কোনও পরিকল্পনা নেই।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
মুক্তির দুই মাসের মাথায় ওটিটিতে
মুক্তির দুই মাসের মাথায় ওটিটিতে
কুসুম সিকদারের ‘শরতের জবা’: দৈনিক ২০টি শো!
এ সপ্তাহের সিনেমাকুসুম সিকদারের ‘শরতের জবা’: দৈনিক ২০টি শো!
বিনোদন বিভাগের সর্বশেষ
শাশুড়িকে বাংলার ‘বাঘিনী’ আখ্যা দিলেন কারিনা
শাশুড়িকে বাংলার ‘বাঘিনী’ আখ্যা দিলেন কারিনা
দশ অভিনয়-প্রতিভার খোঁজ!
দশ অভিনয়-প্রতিভার খোঁজ!
তবুও কানাডা সফরে সাবিনা...
তবুও কানাডা সফরে সাবিনা...
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ