X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

নকলের অভিযোগ: কাঠগড়ায় ‌‘বনমালী’

ওয়ালিউল বিশ্বাস
০৬ জুন ২০২১, ১৫:২৬আপডেট : ০৬ জুন ২০২১, ২২:২৩

গত ৩ জুন ইউটিউবে অবমুক্ত হয়েছে তরুণ গায়িকা সাথী খানের গাওয়া ‘বনমালী’ গান। যার প্রথম দুটি লাইন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এতে বাক্য ও ছন্দ নকলের অভিযোগ তুলেছেন সংগীতশিল্পী প্রীতম আহমেদ।

নতুন গানটির প্রথম তিনটি বাক্য হলো- ‘কৃষ্ণ করলে লীলাখেলা আর রাধা করলে ঢং, পুরুষ মানুষের সবই রাইট হয় নারী করলে রং’ ও ‘বনমালী তুমি পরজমনে হইও রাধা’।

প্রীতম আহমেদ জানান, তিন শব্দ পরিবর্তন করে প্রথম দুটি লাইন হুবহু রাখা হয়েছে। এমনকি এগুলো ব্যবহার করা হয়েছে একই ছন্দে।

এ সংগীতশিল্পী বলেন, ‘‘কৃষ্ণ করলে লীলাখেলা আর আমি করলে ঢং, বড়লোকের সবই রাইট হয় গরিব করলে রং’- এখানে ‘আমি’ বদলে ‘রাধা’ আর ‘গরিব’ বদলে ‘পুরুষ’ লেখা। গানটির সুর ও তাল একই রকম। ২০১৬ সালে কলকাতায় জিৎ গাঙ্গুলী একই লাইন ব্যবহার করে গান করেন। আর এরা করলেন ২০২১ সালে। এখন এই গানের গায়িকা আমাকেই চোর বলছেন!’’ সাথী খানের পোস্ট

নতুন ‘বনমালী’ গানটি ইউটিউবে এসেছে সিডি চয়েসের ব্যানারে। প্রতিষ্ঠানটির কর্ণধার জহিরুল ইসলাম সোহেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসলে এটি তৈরি করে আমার কাছে আনা হয়েছিল। একবার শুনেই নকল কিনা- তা বোঝা কঠিন। বিতর্ক ওঠার পর আমিও দুটি গান শুনেছি। দুটি বাক্যের মিল এতে আছে। আবার এতে কিছু পরিবর্তনও আছে। প্রীতম ভাই সিনিয়র শিল্পী। উনি অ্যাপরিশিয়েটও করতে পারতেন। তবে স্বত্বের বিষয়টি যেহেতু আছে তাই আমার মনে হয়, গানটি আসলে কপি করা কিনা- এ বিষয়ে শিল্পীর সঙ্গে কথা বলাই ভালো।’
 
বিষয়টি নিয়ে গানের গায়িকা সাথী খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গানে একটু মিল থাকতেই পারে, কিন্তু উনার (প্রীতম আহমেদ) মতো একজন গায়ক যদি এমনভাবে বলেন, তাহলে কীভাবে হবে? আর এ দুটা বাক্য তো উনারও না। এটা জারি-সারি গানে বহুবার ব্যবহৃত হয়েছে। গানটির অভিযোগের অংশ নিয়ে আমার সংগীত পরিচালক (রবিন ইসলাম) একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে উনি দেখিয়েছেন, ২০১৬ সালে কলকাতার জিৎ গাঙ্গুলী তার গানে রেখেছেন ‘কৃষ্ণ করলে লীলা আমরা করলেই বিলা’। এটা একটা প্রবাদ বাক্যের মতো। আর যেহেতু গানটি আমার লেখা নয়, বেটার হয় এর গীতিকারের সঙ্গে কথা বলুন।’’

রবিন ইসলামের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তিনি বেশ কয়েকজন শিল্পীর গাওয়া গানের অংশ উপস্থাপন করেছেন। যেখানে ‘কৃষ্ণ করলে লীলা’ অংশটা আছে। তবে একটি ছাড়া বাকিগুলোর প্রকাশকাল উল্লেখ করতে পারেননি। ভিডিওতে রবিন ইসলাম বলেন, ‘প্রীতম আহমেদ গানটি ২০১৭ সালে (ইউটিউবে) প্রকাশিত করেছেন। তারও আগে বিভিন্ন অনুষ্ঠানে এই প্রচলিত বাক্য ব্যবহার হয়ে আসছে। ২০১৬ সালে জিৎ গাঙ্গুলি ব্যবহার করেছেন। তাহলে কীভাবে জিৎ উনার গান নকল করলেন?’

রবিনের ভিডিও:

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, ২০০৪ সালের ২৮ মে প্রকাশিত হয়েছিল প্রীতম আহমেদের ‘চলো পালাই’ অ্যালবাম। যেখানে ‘সংসার’, ‘মেয়ে’, ‘কৃষ্ণ করলে লীলাখেলা’, ‘চলো পালাই’ গানগুলো জনপ্রিয় হয়। শ্রোতাপ্রিয়তার কাতারে সামনে ছিল ‘কৃষ্ণ করলে লীলাখেলা’ গানটি। যার রিমিক্স প্রকাশিত হয় ২০১২ সালে ‘ভালো থেকো’ অ্যালবামে। গানটির কপিরাইট প্রীতমের নামে রেজিস্ট্রেশন করা হয় ২০০৯ সালে।

‘কৃষ্ণলীলা’র চারটি গানের কোলাজ:

প্রীতম আহমেদ বলেন, ‘‘আমার গানটি প্রথম রিলিজ হয় ‘চলো পালাই’ অ্যালবামে ২০০৪ সালের ২৮ মে সাউন্ডটেক থেকে। পরে সেটার রিমিক্স রিলিজ করেছিলাম ২০১২ সালে। জিৎ করেছে ‘কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা’। ‘ঢং’ বা ‘রং’ বা ছন্দের অন্ত্যমিল কিছুই এক নয়। আর ‘বনমালী’ গানে আমার লেখা ও ছন্দ ‘কৃষ্ণ করলে লীলাখেলা আর আমি করলে ঢং, বড় লোকের সবই রাইট হয় গরিব করলে রং’টার প্রায় পুরো বাক্য দুটিই রাখা। বরং পরিবর্তন করাতে বোঝা যায় গীতিকার সচেতনভাবে কাজটি করেছেন। গানটির ৪৪ সেকেন্ড থেকে ১:৩ সেকেন্ড পর্যন্ত কথা, সুর ও তাল একই রকম।’’

অ্যালবামের প্রচ্ছদ

২০০৯ সালের একটি টিভি অনুষ্ঠানের ভিডিও:

তাহলে গানটি কি আসলেই নকল করা- জানতে চাওয়া হয়েছিল ‘বনমালী’র গীতিকার কাজী শাহিনের কাছে। তিনি বললেন চমকপ্রদ তথ্য। বলেন, ‘এটা আমাদের এলাকার প্রচলিত একটা কথা। গ্রামের মানুষের মুখে মুখে কথাটি ঘুরে ফেরে। সেখান থেকেই আমি নিয়েছি। কিন্তু এর আগে আমি কখনও প্রীতম আহমেদের ‘কৃষ্ণলীলা’ গানটি শুনিনি। বিতর্কের পর শুনলাম। অনেকটাই মিল আছে। তবে আমি উনাকে ফলো করে করিনি।’’

তাহলে কী একসময়ের জনপ্রিয় গান ‘কৃষ্ণ করলে লীলাখেলা’ আপনার গ্রামের মানুষের মুখে মুখে ফিরেছে আর সেটাই আপনি লোককথা হিসেবে ধরেছেন- এমন প্রশ্নে এই গীতিকার বলেন, ‘সেটাও সঠিকভাবে আমি বলতে পারছি না। কারণ যাদের মুখে প্রচলিত এ বাক্য শুনেছি তারা বয়োজ্যেষ্ঠ। সাধারণত বাউল গান শোনেন।’

এদিকে, নতুন গানসংশ্লিষ্ট প্রায় প্রত্যেকেই বললেন বিষয়টি নিয়ে প্রীতম আহমেদর সঙ্গে কথা বলবেন; যেন এটি নিয়ে আর দ্বন্দ্বের সৃষ্টি না হয়।

বনমালী:

/এম/
সম্পর্কিত
মানুষের টাকা চুরি করে যারা বাইরে ফুর্তি করছেন তাদের ফেরানো আমাদের দায়িত্ব: প্রেস সচিব
মানুষের টাকা চুরি করে যারা বাইরে ফুর্তি করছেন তাদের ফেরানো আমাদের দায়িত্ব: প্রেস সচিব
গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, আরেকজন গ্রেফতার
গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, আরেকজন গ্রেফতার
বিটিসিএল অফিসের চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, সাবেক কাউন্সিলরসহ দুজন গ্রেফতার
বিটিসিএল অফিসের চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, সাবেক কাউন্সিলরসহ দুজন গ্রেফতার
দেয়াল টপকে এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহ করা সময় একজন আটক
দেয়াল টপকে এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহ করা সময় একজন আটক
বিনোদন বিভাগের সর্বশেষ
আবারও গাজার প্রতি সমর্থন জানালেন অ্যাঞ্জেলিনা জোলি
আবারও গাজার প্রতি সমর্থন জানালেন অ্যাঞ্জেলিনা জোলি
ফ্রান্স ও কানাডার চলচ্চিত্র উৎসবে ‘দাঁড়কাক’  
ফ্রান্স ও কানাডার চলচ্চিত্র উৎসবে ‘দাঁড়কাক’  
রবীন্দ্রনাথের গল্পে সিনেমা, প্রথমবার জুটি বাঁধছেন ইমন-দীঘি   
রবীন্দ্রনাথের গল্পে সিনেমা, প্রথমবার জুটি বাঁধছেন ইমন-দীঘি   
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন ‘টোয়ালাইট’ অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন ‘টোয়ালাইট’ অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট
যুক্তরাষ্ট্রের ৮ শহরে অর্ণব
যুক্তরাষ্ট্রের ৮ শহরে অর্ণব