করোনা পজিটিভ হওয়ার কথা জানালেন বলিউডের ‘রইস’ খ্যাত পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।
রবিবার (১৩ ডিসেম্বর) ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে এ খবর জানান তিনি।
মাহিরা বলেন, ‘আমি কোভিড পজিটিভ হয়েছি। আইসোলেশনে রেখেছি নিজেকে। এবং পজিটিভ হওয়ার খবরটি সঙ্গে সঙ্গে জানানোর কারণ অন্যদের সতর্ক করা। যারা শেষ কয়েক দিন আমার সংস্পর্শে ছিলেন। শিগগিরই সুস্থ হয়ে উঠবো, ইনশআল্লাহ।’
মাহিরা সবাইকে মাস্ক পরার অনুরোধ করেন।
সাম্প্রতিক সময়ে মাহিরা খান শুটিং শেষ করেছেন ‘নীলুফার’ ছবির। লাহোরে হওয়া এই শুটিংয়ে তার সঙ্গে ছিলেন ফাওয়াদ খান। ৪ দিন আগে এই শুটিং থেকে ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করেছেন মাহিরা।
শুটিং শেষ হওয়ার কথা জানিয়ে ক্যাপশনে লেখেন, ‘প্রিয়তমা নীলুফার (ছবির চরিত্র), তোমাকে খুব মিস করবো। এই ছবিতে যারা কাজ করেছেন, প্রত্যেকের প্রতি আমার ভালোবাসা। অস্থির হয়ে আছি ছবিটি পর্দায় দেখার জন্য।’
‘নীলুফার’ হচ্ছে ফাওয়াদ-মাহিরা জুটির তৃতীয় কাজ। ২০১২ সালে সুপারহিট সিরিজ ‘হামসাফার’ দিয়ে এই জুটির কাজ শুরু হয়।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস