X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

নতুন দুই ছবিতে আদর আজাদ

বিনোদন রিপোর্ট
২০ অক্টোবর ২০২০, ১৭:৫১আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৯:৩৪

আদর আজাদ ২০১৪ সালে ‘ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন আদর আজাদ। এরপর নিয়মিত শোবিজ অঙ্গনে কাজ করে চলেছেন।
এবার এই তারকা প্রায় কাছাকাছি সময়ে দুটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন।
এগুলো হলো, ‘চিৎকার’ ও ‘পোড়া অন্তর’। গত ১৩ অক্টোবর রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউজে মহরতের মাধ্যমে ‘চিৎকার’-এর দৃশ্যধারণ শুরু হয়। আহাদুর রহমানের গল্প নিয়ে এটি পরিচালনা করছেন ইয়াসির আরাফাত জুয়েল। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়িকা আঁচল। চিৎকার-এর মহরত

অন্যদিকে, কে বি মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পোড়া অন্তর’ চলচ্চিত্রটি পরিচালনা করছেন বজলুর রাশেদ চৌধুরী। এতে আদরের বিপরীতে রয়েছেন অরিন ও লিনা আহমেদ।
এ প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘‘বেশ কিছু দিন ধরেই ‘পোড়া অন্তর’ নিয়ে কথা হচ্ছিল। অবশেষে গতকাল (১৯ অক্টোবর) চলচ্চিত্রটির জন্য চুক্তিবদ্ধ হয়েছি। অন্যদিকে ‘চিৎকার’ ছবির কাজও চলছে।’’
জানা যায়, আগামী ২২ অক্টোবর থেকে ঢাকাসহ বিভিন্ন জায়গায় অ্যাকশন থ্রিলার ধাঁচের ‘পোড়া অন্তর’ চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথমবার কানের স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগিতায় বাংলাদেশ
প্রথমবার কানের স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগিতায় বাংলাদেশ
আগুন জ্বালিয়ে ফিরলেন আরিফিন শুভ
আগুন জ্বালিয়ে ফিরলেন আরিফিন শুভ
‘তাকদীর’ ও ‘কারাগার’ সফলতার পর ‘গুলমোহর’
‘তাকদীর’ ও ‘কারাগার’ সফলতার পর ‘গুলমোহর’
ঈদ পেরিয়ে ‘মেঘের বৃষ্টি’
ঈদ পেরিয়ে ‘মেঘের বৃষ্টি’
যুক্তরাষ্ট্রের মঞ্চে গাইবেন মৌসুমী
যুক্তরাষ্ট্রের মঞ্চে গাইবেন মৌসুমী