X
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

মৌসুমীর ম্যাশআপ (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০৪ আগস্ট ২০২০, ১৫:৪৮আপডেট : ০৪ আগস্ট ২০২০, ১৮:১৪

আয়েশা মৌসুমী করোনায় গেলো চার মাস প্রায় সব স্থগিত হলেও দমে যাননি আয়েশা মৌসুমী। বেশিরভাগ শিল্পী যখন ভবিষ্যৎ ভেবে স্থবির, আয়েশা তখন নিজেকে জড়িয়ে রেখেছেন নতুন গান তৈরি আর গবেষণার মধ্যে।

গেলো ঈদে তারই অংশ হিসেবে এই তরুণ শিল্পী প্রকাশ করেছেন নিজের কথা-সুরে মা’কে নিয়ে অসাধারণ একটি গানচিত্র। এবার ঈদেও দিয়েছেন চমক। ৩ আগস্ট নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন ভিন্ন মাত্রার ফোক ম্যাশআপ। যেখানে স্থান পেয়েছে ১১টি জনপ্রিয় ফোক গান। এর মধ্যে ৯টি গান শাহ আব্দুল করিমের।
ম্যাশআপটি প্রকাশের পর প্রশংসা কুড়াচ্ছেন আয়েশা। সমালোচকরা বলছেন, এটা চলমান সংগীতে ভালো চেষ্টা।
আয়েশা বলেন, ‘ফোক গান গাইতে আমার বরাবরই ভালো লাগে। শ্রোতারাও সম্ভবত পছন্দ করেন। তাই ঘরে বসে না থেকে ম্যাশআপটি করে ফেললাম।’
এই শিল্পী আরও বলেন, ‘ফোক গানের সঙ্গে ট্র্যাপ মিউজিকের একটা এক্সপেরিমেন্ট করেছি এই কাজটির মাধ্যমে। কাজটি করার সাহস দিয়েছেন সংগীতায়োজক মীর মাসুম ভাইয়া।’

মীর মাসুমের সংগীতায়োজনে তৈরি বিশেষ এই ম্যাশআপটির ভিডিও তৈরি করেছেন অনিন্দ্য কবির অভিক। ভিডিওতে আয়েশা মৌসুমীকে পাওয়া গেছে দ্বৈত চরিত্রে! সেটিও সংগীত দর্শকদের জন্য বিশেষ কিছু বটে!
‘শাহ আব্দুল করিম ম্যাশআপ ২০২০’ নামের এই প্রজেক্টে স্থান পেয়েছে সৈয়দ শাহ নূর আর আরকুম শাহের দুটি গানও।
না, এটাই প্রথম নয় আয়েশা মৌসুমীর। এর আগেও তিনি ১৮ গান নিয়ে একটি ম্যাশআপ করেছেন। সেটির ভিউ আড়াই মিলিয়ন হওয়ার পর গায়েব হয়ে যায়।
আয়েশা বলেন, ‘কেন গায়েব হলো এটি, জানি না। খুব জনপ্রিয় হয়েছিল কাজটি। এরপর প্রায় এক বছর আমি গান করার আগ্রহ হারিয়ে ফেলি। তবে এখন আবার নতুন উদ্যমে শুরু করলাম।’

/এমএম/এমএমজে/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
হাসপাতালে ৬০ দশকের নায়ক জাভেদ
হাসপাতালে ৬০ দশকের নায়ক জাভেদ
অভিনয় থেকে অবসরে কেট ব্ল্যানচেট!
অভিনয় থেকে অবসরে কেট ব্ল্যানচেট!
ওটিটিতে ফারিণের প্রথম সিনেমা
ওটিটিতে ফারিণের প্রথম সিনেমা
প্রথম ভারতীয় অ্যাম্বাসেডর অনন্যা!
প্রথম ভারতীয় অ্যাম্বাসেডর অনন্যা!
নতুন পরিচয়ে ফেরদৌস ওয়াহিদ
নতুন পরিচয়ে ফেরদৌস ওয়াহিদ