X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

নাম বললে চাকরি থাকবে না!

বিনোদন রিপোর্ট
২৪ জুলাই ২০২০, ১৬:২৭আপডেট : ২৪ জুলাই ২০২০, ২২:৪০

টয়া, জোভান ও মুকিত ‘নাম বললে চাকরি থাকবে না’— এমন নাম ও খবরের ছবি দেখেই আঁচ করা যায় এটা মজার কোনও নাটক। হ্যাঁ, ঈদের জন্য তৈরি হয়েছে এটি।
যেখানে মজার তিনটি চরিত্রে আছেন জোভান আহমেদ, মুমতাহীনা টয়া ও মুকিত জাকারিয়া। নাটকটি লিখেছেন শফিকুর রহমান শান্তনু ও পরিচালনায় আছেন সরদার রোকন।
এ কাজ প্রসঙ্গে জোভান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘এটা মূলত হাসির একটি নাটক। এতে আমাকে একজন ক্রিয়েটিভ সেলসম্যান হিসেবে দেখা যাবে। যে নিজের পণ্য নিজেই তৈরি ও বিক্রি করে। এজন্যই নিজেকে ‌‘ক্রিয়েটিভ সেলসম্যান’ দাবি করে। কিন্তু তার অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে পণ্য কেউই কেনে না। ঘটনাক্রমে একটি বাসায় সে ঢুকে পড়ে। যে বাসার গৃহিণী হলেন টয়া।’’
তিনি আরও জানান, এখান থেকেই নাটকের মূল ঘটনা শুরু। এতে একটি রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে আছেন মুকিত জাকারিয়া। ঘটনায় তিনিও তাদের সঙ্গে যুক্ত হবেন।
এদিকে নাট্যকার শান্তনু জানান, একটি বেসরকারি টিভির জন্য এটি নির্মিত হয়েছে। এছাড়ার নাটকটি ইউটিউবেও অবমুক্ত হবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী