X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

বউ সামলাতে পারেনি আবার অন্যকে জ্ঞান দিচ্ছে!

বিনোদন ডেস্ক
২৩ জুলাই ২০২০, ০২:৪২আপডেট : ২৩ জুলাই ২০২০, ১৩:৪১

দুই বন্ধুর পুরনো দুষ্টুমি- কঙ্গনা ও অনুরাগ কঙ্গনা রনৌত মানেই আগুনের ফুলকি। শুধু একটু বাতাস লাগলেই যেন জ্বলে ওঠেন। এবার সেই আগুনে পুড়লেন নির্মাতা অনুরাগ কাশ্যপ। সাবেক স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ নিয়ে কথা শুনিয়ে দিলেন।

‘বম্বে ভেলভেট’ পরিচালকের সঙ্গে কিন্তু সম্পর্ক খারাপ ছিল না কঙ্গনার। তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু যেন সব সমীকরণ উল্টে-পাল্টে দিচ্ছে। তাপসী পান্নু থেকে মহেশ ভাট-কেউ বাদ যাচ্ছে না সেই তালিকা থেকে।

এবারে এতে যুক্ত হলেন বন্ধু-নির্মাতা অনুরাগ। এক চ্যানেলের সাক্ষাৎকারে তাকেও ‘মিনি মহেশ ভাট’ বলে সম্বোধন করেছেন। কারণ অনুরাগের একটি মন্তব্য।

এক টুইটে এই পরিচালক অভিনেত্রীর উদ্দেশে বলেন, ‘কঙ্গনাকে উসকে দিচ্ছেন কিছু সুযোগসন্ধানী মানুষ। আসলে কঙ্গনা একদম একা। বলিউডে তার শুভাকাঙ্ক্ষী কেউ নেই। এরা কঙ্গনাকে লড়িয়ে মজা দেখছেন।’

ব্যস, শুরু হয়ে গেলো যুদ্ধ। সঙ্গে সঙ্গে প্রত্যুত্তরে কঙ্গনা বলেন, ‘নিজের বউকেই (কালকি কোয়েচলিন) সামলাতে পারেনি। সে চলেছে অন্যকে জ্ঞান দিতে!’

এমন কথা শুনে অনুরাগও দমবার পাত্র নন। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় জবাব দিয়েছেন তার। বলেছেন, ‘নারীকে সামলাতে হয় না! নারী নিজেকে নিজেই সামলে নেওয়ার জন্য যথেষ্ট। শুধু তাই নয়, যারা আমাকে এত কথা শোনাচ্ছেন তাদের এবং তাদের পুরো পরিবার সামলানোর ক্ষমতা রাখেন একজন নারী। আমার সঙ্গে কালকির মতের মিল হয়নি, চলে গেছে। ব্যস। সে চলে গেছে। কিন্তু আপনাদের স্বামী/বউ বাড়িতে আছেন তো?’

সূত্র: এনডিটিভি

/এম/এমএম/এমএমজে/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী