X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

স্বল্পদৈর্ঘ্যেও চমকে দিলেন মাহিয়া মাহি

বিনোদন রিপোর্ট
১৬ জুলাই ২০২০, ১৭:২৩আপডেট : ১৬ জুলাই ২০২০, ১৭:২৫

দুটি দৃশ্যে মাহিয়ায়া মাহি নির্মাতা রায়হান রাফি এর আগে ‘পোড়ামন ২’ ও ‘দহন’ চলচ্চিত্র দিয়ে নিজের জাত চিনিয়েছিলেন। এমনকি নির্মিতব্য ‘স্বপ্নবাজি’ ছবিতে মাহিয়া মাহিকে অন্যরকমভাবে উপস্থাপন করে চমকে দিয়েছিলেন তিনি।

এবার একই নায়িকা নিয়ে তৈরি করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অক্সিজেন’। আর সেখানেও মাহি ভক্তরা কিছুটা চমকিত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে স্বল্পদৈর্ঘ্যের দুটি স্থিরচিত্র। যার একটিতে দেখা যাচ্ছে, জায়নামাজে বসে একজন নারী পবিত্র কোরআন শরীফ পড়ছেন, বাইরে থেকে আলো এসে পড়ছে তার ওপর। আলো-ছায়ার খেলায় তার মুখে এক অদ্ভুত মায়া তৈরি হয়েছে। আর এই নারী হচ্ছেন মাহিয়া মাহি।
অপর একটি ছবিতে দেখা যায় বিধ্বস্ত মাহিকে। যা তার চেহারায় ফুটে উঠেছে। পোশাকেও রয়েছেন সেই ছাপ।
মাহি বলেন, ‘এর গল্প কিংবা আমার চরিত্র সম্পর্কে আপাতত কিছুই বলবো না। তবে এটা বলাই যায়, আমার ভক্ত-দর্শকরা একটি অন্যরকম চরিত্রে পাবেন।’
জানা যায়, গল্পটিতে থাকছে করোনার প্রভাব। মূলত গল্পের জন্য এর নাম রাখা হয়েছে ‘অক্সিজেন’।
শুক্রবার (১৭ জুলাই) এর ট্রেলার ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হবে। এটি মুক্তি পাবে আসছে ঈদে।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী