গেল সপ্তাহে মেহজাবীন তার ভক্ত-সমালোচকদের সোশ্যাল মিডিয়ায় চমকে দেন ‘শিফট’ নাটকের একটি স্থিরচিত্র প্রকাশ করে। সঞ্জয় সমদ্দারের সেই নাটকে তিনি প্লাস্টিক কারখানার শ্রমিক চরিত্রে অভিনয় করেছেন। স্থিরচিত্রে দেখা মিলেছে কারখানা ধসে পড়ে মেহজাবীনের মৃত্যুর একটি চিত্র।
ভয়ঙ্কর সেই দৃশ্যের রেশ না কাটতে ফের নতুন বিস্ময় নিয়ে হাজির হলেন মেহজাবীন। এবার তিনি ‘অপরূপা’ রূপে হাজির! যার মুখে ছয়টি গভীর কাটা দাগ। কাটা স্থানগুলোতে সেলাই শুকানোর চিহ্নটাও স্পষ্ট। সাদা ওড়না দিয়ে ঘোমটা টানা মেহজাবীনের নিষ্পাপ চাহনি, মায়ায় জড়াবে যে কাউকেই।
উল্লেখযোগ্য তথ্য হলো, মেহজাবীন চৌধুরীকে নিয়ে ‘অপরূপা’ নামের এই এক্সপেরিমেন্টাল কাজটিও করেছেন সঞ্জয় সমদ্দার। পরিচালনার পাশাপাশি এর রচনাও করেছেন নির্মাতা নিজে। টার্ন প্রযোজিত এই নাটকে মেহজাবীনের বিপরীতে আছেন জিয়াউল ফারুক অপূর্ব। শুটিং শেষ হলো গেল ৭ ফেব্রুয়ারি।
সঞ্জয় সমদ্দার জানান, ‘অপরূপা’র বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন খালেকুজ্জামান, আল মনসুর, সিয়াম নাসির, আনোয়ার, আনিক, অরিত্রা প্রমুখ।
কাজটি প্রসঙ্গে সঞ্জয় সমদ্দার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সৌন্দর্য দৃষ্টিভঙ্গির বিষয়। প্রিয়জনের কাছে আপনি সব সময়ই সুন্দর। ধরুন সন্তানের চোখে কিন্তু তার মা অথবা বাবাই সবচেয়ে সুন্দর মানুষ। আমি বিশ্বাস করি, সুন্দর একেবারেই আপেক্ষিক একটি বিষয়। সেই গল্পটাই তুলে আনার চেষ্টা করেছি।’
নির্মাতা জানান ‘অপরূপা’য় মেহজাবীনের এই মেকআপ করেছেন মহসিন।
প্রায় নিয়মিত বহুমাত্রিক এমন সব চরিত্রে অভিনয় প্রসঙ্গে মেহজাবীন আগেই বলেছেন, ‘সত্যি বলতে আমাদের এখানে তো চরিত্র নিয়ে ভাববার সময় ও সুযোগ খুবই কম। মাসে ২৫/৩০ দিন টানা কাজ করতে হয়। দুই একদিন পরপরই চরিত্র বদল হয়। এর মাঝেও আমি চেষ্টা করি প্রতিটি চরিত্রের আলাদা একটা লুক তৈরি করতে। ভিন্ন কোনও চরিত্র পেলে আমি খুব আগ্রহ নিয়ে কাজটা করি।’
জানা গেছে, ‘অপরূপা’ প্রকাশ পাচ্ছে ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারির আগেই, লাইভ টেক নামের ইউটিউব চ্যানেলে।