X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

সংগীতশিল্পী টিনার অনলাইন ফ্যাশন হাউজ

বিনোদন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৯আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০৩

কেক কাটছেন আগত অতিথি ও টিনা রাসেল পোশাকের বিষয়ে বেশ সৌখিন সংগীতশিল্পী টিনা রাসেল। এবার তিনি নিজেই চালু করলেন অনলাইন ফ্যাশন প্রতিষ্ঠান। এর নামও ‘টিনা’।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এর উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী, অভিনয়শিল্পী উপস্থাপকসহ অনেকে।
এদের মধ্যে আছেন বাংলা ট্রিবিউনের সম্পাদক ও গীতিকবি জুলফিকার রাসেল, চিত্রনায়ক আরিফিন শুভ, অভিনেত্রী বন্যা মির্জা, মৌটুসী বিশ্বাস, স্বাগতা, সংগীতশিল্পী শফিক তুহিন, পুলক, সাংবাদিক মুন্নী সাহা, উপস্থাপক আনজাম মাসুদ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের পর নিজের প্রতিষ্ঠান প্রসঙ্গে টিনা রাসেল বলেন, ‘এখানে ওয়েস্টার্ন পোশাকের কালেকশনগুলো রাখা হয়েছে। গাউন, টপস, প্যান্ট, জুতাসহ মেয়েদের জন্য অনেককিছুই থাকছে এখানে। সংগ্রহটা কম্বো আকারে করা হলেও যে কেউ চাইলে আলাদাভাবে এগুলো নিতে পারবেন।’ সংগীতশিল্পী টিনা
গানের ভুবন থেকে কেন পোশাক প্রতিষ্ঠানে- জানতে চাইলে এই শিল্পী বলেন, ‘আমি এখনও গানের ভুবনেই আছি। বরং গানের ফাঁকে আমার অবসর সময়ে পোশাক প্রতিষ্ঠানে কাজ করছি। বলা যায়, এটা শখের বসেই করছি। তবে এ প্রতিষ্ঠান করার পেছনে মজার কিছু ঘটনা আছে। আমার পোশাকের ডিজাইন বা কম্বিনেশন আমি নিজে করি। আমার অনেক সহকর্মী প্রায়ই বলেন যে, তাদের জন্যও ঠিক এমন ডিজাইন বা কম্বিনেশন করে দিতে। সেখানে থেকে মনে হলো, এমন কিছু কালেকশন তো করতেই পারি! এতে করে সহকর্মীদের ইচ্ছেও পূরণ করা হবে। আমার নিজের শখটাও রাখা হলো। পাশাপাশি যারা এমন পোশক পছন্দ করেন, তারা এখান থেকে পেতে পারবেন।’

আয়োজনে  অতিথিরা অনলাইন শপিং শপ ‘টিনা’-এর ফেসবুক পেজ হচ্ছে- https://www.facebook.com/pg/pageoftina/posts/?ref=page_internal 
ছবি- নাসিরুল ইসলাম ও সাজ্জাদ হোসেন

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী