৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা, ৪৪ ও ৪৫ তম ৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল এবং ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে বিভ্রান্তি দূর করতে বিজ্ঞপ্তি দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
রবিবার (১৩ এপ্রিল) পিএসসি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, কতিপয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় চলমান বিভিন্ন বিসিএস পরীক্ষা সম্পর্কে ভিত্তিহীন এবং খণ্ডিত তথ্য সরবরাহ করছে, যা বিসিএস পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে এবং পরীক্ষার্থীদের প্রস্তুতিতে বিঘ্ন ঘটাচ্ছে। এমতাবস্থায়, পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট সব মহলের মধ্যে থাকা এসব বিভ্রান্তি দূর করার লক্ষ্যে নিম্নলিখিত তথ্য উপস্থাপন করছে।
ক) ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার আবশ্যিক বিষয়গুলো আগামী ৮ থেকে ১৯ মের মধ্যে এবং পদসংশ্লিষ্ট বিষয়গুলো সম্ভাব্য জুনের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে ৭ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে।
খ) ২২ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে এবং স্থগিত মৌখিক পরীক্ষাগুলো ১৬ মের পর দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে। স্থগিত মৌখিক পরীক্ষাগুলোর পরিবর্তিত শিডিউল শিগগিরই জানিয়ে দেওয়া হবে।
গ) ৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল জুনের মধ্যে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।
ঘ) ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল জুন ২০২৫ এর মধ্যে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।
ঙ) ৪৭তম বিসিএস-এর প্রিলিমিনারী পরীক্ষা পূর্ব-ঘোষিত তারিখ ২৭ জুনের পরিবর্তে ৮ আগস্ট অনুষ্ঠিত হবে।
পিএসসি বিজ্ঞপ্তিতে আরও জানায়, বিসিএস ৪৪তম, ৪৫তম এবং ৪৬তম নিয়ে সৃষ্ট জট নিরসনকল্পে সব বিসিএস প্রার্থীদের উদ্বেগ বিবেচনায় রেখে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যমান জট সমাধানের জন্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সবোর্চ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা নেওয়ার জন্য অপরিহার্য কিছু বিষয় যেমন- প্রশ্নপত্র ছাপানো, পরীক্ষাকেন্দ্র নির্বাচন ইত্যাদি কার্যক্রম পরিচালনায় কমিশনকে অন্যান্য প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয়।
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সময়ে সময়ে নেওয়া সিদ্ধান্তগুলো জানার জন্য প্রার্থীদের কমিশনের ওয়েবসাইটে নিয়মিত দৃষ্টি রাখা এবং কমিশনের ওয়েব সাইটে (www.bpsc.gov.bd) দেওয়া তথ্যকে একমাত্র নির্ভরযোগ্য তথ্য সূত্র হিসাবে বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে।