X
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

উচ্চশিক্ষায় ৩টি মৌলিক গ্রন্থ প্রকাশ করবে ইউজিসি       

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৫, ১৮:২৫আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৮:২৫

উচ্চশিক্ষা স্তরে তিনটি মৌলিক গ্রন্থ প্রকাশ করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। পুস্তক প্রকাশ এবং গ্রন্থস্বত্ব বিষয়ে পাণ্ডুলিপি প্রণেতা বিশ্ববিদ্যালয়ের তিন জন শিক্ষকের সঙ্গে পৃথক চুক্তি সই করেছে ইউজিসি।

মঙ্গলবার (৮ এপ্রিল) ইউজিসি সভাকক্ষে এ চুক্তি সই হয়েছে।

চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।

ইউজিসি’র পক্ষে কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং ‘সতীনাথ ভাদুড়ীর সাহিত্যকর্ম: প্রসঙ্গ ও প্রকরণ’ গ্রন্থের লেখক ড. মাখন চন্দ্র রায়, ‘একুশে আলপনা: মেয়েলি আলপনার রূপান্তর ও নব রাজতৈনিক-সংস্কৃতির বিস্তার’ গ্রন্থের লেখক দীপ্তি রানী দত্ত এবং ‘পঞ্চতন্ত্রের সমাজ, রাজনীতি ও নৈতিক শিক্ষা’ গ্রন্থের লেখক ড. কালীদাস ভক্ত পৃথকভাবে চুক্তিপত্রে সই করেন।

ইউজিসি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মৌলি আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে একই বিভাগের অতিরিক্ত পরিচালক মো. রোকনুজ্জামান, উপপরিচালক মোহাম্মদ আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ড. তানজীমউদ্দিন খান বলেন, উচ্চশিক্ষাস্তরে এ গ্রন্থগুলো নতুন জ্ঞান সৃষ্টিতে সহায়তা করবে। পাণ্ডুলিপিগুলো পুস্তকাকারে প্রকাশিত হলে উচ্চশিক্ষাস্তরের শিক্ষার্থীরা উপকৃত হবে।

উচ্চশিক্ষায় মানসম্মত পুস্তক প্রকাশে ইউজিসি’র সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রূতি দেন করেন ড. তানজীমউদ্দিন খান।

ড. তানজীমউদ্দিন খান আরও বলেন, গবেষণা সহায়তা বৃদ্ধি, নতুন জ্ঞান সৃষ্টি, বিশ্ববিদ্যালয় সুষ্ঠু ব্যবস্থাপনা ও শিক্ষকদের সঙ্গে সম্পর্কোন্নয়নে ইউজিসি কাজ করছে।

অনুষ্ঠানে গবেষণা ও প্রকাশনায় উৎসাহ দানের জন্য লেখকেরা ইউজিসিকে ধন্যবাদ জানান। জ্ঞান সৃষ্টি ও বিস্তারে বলিষ্ট ভূমিকা রাখতে ইউজিসিকে জোরালো ভূমিকা রাখার অনুরোধ করেন। এছাড়া পাণ্ডুলিপি প্রণেতারা মানসম্মত গ্রন্থ প্রকাশে প্রুফ রিডিং, প্রচ্ছদ ডিজাইন এবং মেকআপে ইউজিসিকে আরও আন্তরিক হওয়ার পরামর্শ দেন।

উল্লেখ্য, ড. মাখন চন্দ্র রায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ, দীপ্তি রানী দত্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাচ্যকলা বিভাগ ও ড. কালীদাস ভক্ত ঢাবি’র সংস্কৃত বিভাগে শিক্ষকতায় যুক্ত আছেন।

 

 

/এসএমএ/ এপিএইচ/
সম্পর্কিত
শিশুর নিরাপত্তায় ইউনিসেফের জোরালো ভূমিকা চায় ইউজিসি
পিসিএ আলোচনা আগামী বছরের মধ্যে শেষ করতে চায় বাংলাদেশ-ইইউ
গবেষণার মান বাড়াতে ইউজিসিকে তদারকির পরামর্শ
সর্বশেষ খবর
এই ৫ অভ্যাস ত্বককে তরুণ রাখবে
এই ৫ অভ্যাস ত্বককে তরুণ রাখবে
ক্লাব চাইলে কোচ বদলের সিদ্ধান্ত নিতে পারে: আনচেলত্তি
ক্লাব চাইলে কোচ বদলের সিদ্ধান্ত নিতে পারে: আনচেলত্তি
ফুটওভারব্রিজের নিচে মূত্রত্যাগ, দুর্গন্ধে নাকাল পথচারী
ফুটওভারব্রিজের নিচে মূত্রত্যাগ, দুর্গন্ধে নাকাল পথচারী
গাজায় বাফার জোন থেকে সরবে না ইসরায়েল
গাজায় বাফার জোন থেকে সরবে না ইসরায়েল
সর্বাধিক পঠিত
পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যে ফেসবুকে এসএসসির প্রশ্ন
পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যে ফেসবুকে এসএসসির প্রশ্ন
দুদকের অভিযান দেখে পালালেন জেলা রেজিস্ট্রার, বললেন ঢাকার পথে আছি
দুদকের অভিযান দেখে পালালেন জেলা রেজিস্ট্রার, বললেন ঢাকার পথে আছি
ফ্যাসিস্টের প্রতিকৃতি বানানো শিল্পীর বাড়িতে আগুন
ফ্যাসিস্টের প্রতিকৃতি বানানো শিল্পীর বাড়িতে আগুন
রফিক আজাদের স্ত্রীর বাড়ির একাংশ উচ্ছেদ: ক্ষোভে-বেদনায় দিলারা হাফিজ
রফিক আজাদের স্ত্রীর বাড়ির একাংশ উচ্ছেদ: ক্ষোভে-বেদনায় দিলারা হাফিজ
উজানে ‘মেগা ড্যামের’ ধাক্কা সামলাতে দিল্লি-ঢাকা-থিম্পুকে জোট বাঁধার ডাক
উজানে ‘মেগা ড্যামের’ ধাক্কা সামলাতে দিল্লি-ঢাকা-থিম্পুকে জোট বাঁধার ডাক